কোন্নগর দমকল অফিস

Hooghly News: ভেঙে পড়ছে অফিসের বিভিন্ন অংশ! জীবন বাজি রেখে অফিসে কাজ করেন দমকল আধিকারিকরা

হুগলি: যুদ্ধকালীন পরিস্থিতিতে যারা সাধারণ মানুষের প্রাণ বাঁচান আজ তাদেরই জীবন বিপন্ন! কোন্নগর দমকল বিভাগের কার্যালয় কার্যত ভুতুড়ে বাড়ি। জরাজীর্ণ বাড়ির চারিদিক থেকে ভেঙে পড়ছে। দ্বিতল বাড়িটিকে গ্রাস করছে বট অশত্থ! মাথার উপর ভেঙে পড়তে পারে যে কোন দিন। মনের মধ্যে আতঙ্ক রেখেই কাজ করে যাচ্ছেন হুগলির কোন্নগরের দমকল অফিসের ৩৩ জন কর্মী।

জি টি রোডের উপর হাতিরকুল এলাকায় রয়েছে কোন্নগর দমকল বিভাগ। সেখানেই দমকল ব্যারাকে দমকল কর্মী ও কেরানি নিয়ে থাকেন ৩৩ জন। জি টি রোডের পাশেই গঙ্গা সংলগ্ন এই বাড়িটি দেখলেই গা ছমছম করে উঠবে। বাড়ির বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। দোতলার কিছু ঘরে ভেঙে পড়েছে ছাদের চাঙর। কিছু ঘর একেবারেই ব্যবহার করা যায় না। অন্যদিকে ঘরের মধ্যেও একই অবস্থা। মানুষের জীবন বাঁচান যারা তাদেরই আজ নিজের জীবন বাজি রেখে থাকতে হচ্ছে কার্যালয়ে। প্রশাসনের কাছে দমকল কর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে একাধিকবার দরখাস্ত করেছিলেন। কিন্তু তার সদুত্তর মেলেনি আজও।

এ বিষয়ে দমকল আধিকারিক প্রসেনজিৎ পোদ্দার তিনি জানান,দমকল আধিকারিকরা জীবন বাজি রেখে কাজ করে। অগ্নি নির্বাপন ও জনগণের স্বার্থে কাজ করা তাদের কর্তব্য। কিন্তু কাজ করতে এসে কোনও অফিসার যদি তার কোয়ার্টারে থাকার সময় আহত হয় তাহলে তা খুবই দুঃখজনক। কিন্তু এমনই পরিস্থিতি তৈরি হয়েছে তাদের দমকল অফিসে।

আরও পড়ুনঃ মামা টিম ইন্ডিয়ার অধিনায়ক, ভাগ্নে ভারতে ঘরোয়া ক্রিকেটে খেলে হয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন, বলুন তো কে

তিনি আরও জানান, দিন কয়েক আগেই একজন অফিসার তার নিজের বেডে শুয়েছিলেন সেই সময় তার ছাদের একটি বড় চাঙ্গর ভেঙে পড়ে। সৌভাগ্যবশত মাথা থেকে সামান্য পাশ কাটিয়ে ভেঙে পড়ে সেই চাঙ্গরটি। এমন অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে বারবার জানিয়েছেন।

রাহী হালদার