ক্যারাম অ্যাকাডেমির সূচনা

Siliguri News: জনপ্রিয়তা বাড়ছে ক্যারামের! উত্তরবঙ্গে প্রথম ক্যারাম আকাদেমির সূচনা শিলিগুড়িতে

শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রথম ক্যারাম অ্যাকাডেমির সূচনা হল শিলিগুড়িতে। খেলার দুনিয়ায় আউটডোর গেমের পাশাপাশি ইনডোর গেমসের প্রতিও ঝোঁক বেড়েছে মানুষের। দাবা, টেবিল টেনিসের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে আসছে ক্যারাম’ও। এবার সেই ক্যারামের প্রতি নবীন প্রজন্মের উৎসাহ বাড়াতে উত্তরবঙ্গে প্রথম ক্যারাম অ্যাকাডেমি গড়ে তুলল ইয়ুথ ক্লাব।

ক্লাবের সদস্যরা জানান, বর্তমান সময়ে দেখা যাচ্ছে পড়াশোনার জন্য মাঠে খেলতে যেতে পারছে না বাচ্চারা আর এতে মানসিক ও শারীরিক ভাবে ক্ষতি হচ্ছে বাচ্চাদের। যারা মাঠে যেতে পারে না ইনডোর গেম পছন্দ করে। তাদের কথা মাথায় রেখে এই অ্যাকাডেমির উদ্বোধন করা হল। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই অ্যাকাডেমির ক্লাস।

আরও পড়ুন: পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই হবে! পৌঁছে যাবেন এই পাহাড়ে! গরমে দারুণ সুযোগ

ক্যারাম কোচ দুর্জয় ঘোষ বলেন,” শিলিগুড়িতে জাতীয় স্তরের খেলোয়াড় রয়েছে এবং এখান থেকে ছোট ছোট শিশুদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যে কুড়ি জন নাম লিখিয়েছে। তাদের নিয়ে আমরা ক্লাস শুরু করব।” শিলিগুড়ি থেকে নিশ্চয়ই ভাল আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে আশা উদ্যোক্তাদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অনির্বাণ রায়