নদী ঘেরাও

South 24 Parganas News: রাস্তা বা রেল অবরোধ নয়! নদী ঘেরাও করে বিক্ষোভ মৎস্যজীবীদের

দক্ষিণ ২৪ পরগনা: জেলার দক্ষিণে বঙ্গোপসাগর, আর তার একেবারে গায়ে সুন্দরবন। এই বঙ্গোপসাগর ও সুন্দরবনের সংযোগস্থলে মৎস্যজীবীরা মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মৎস্যজীবীরা সমস্যার মধ্যে পড়েছেন। অনেক ছোট মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে যেতে পারেন না। তারা উপকূলে মাছ ধরতে যান। কিন্তু সেখানে বন থাকায় বনবিভাগের পক্ষ থেকে মৎস্যজীবীদের উপর মাছ ধরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।এর প্রতিবাদে মৎস্যজীবীরা চুলকাটি ফরেস্ট অফিসের সামনে নৌকা নিয়ে অভিনব প্রতিবাদ করেন। নদীতে সার দিয়ে নৌকা দাঁড় করিয়ে পালন করা হয় নদী ঘেরাও কর্মসূচি।

আরও পড়ুন: বিষ ঝাড়ার ‘ওস্তাদকে’ সাপের ছোবল, তারপর? কুলতলির এই ঘটনা অবিশ্বাস্য!

এ নিয়ে মৎস্যজীবীদের পক্ষ থেকে অমল সাহু জানান, রাণী রাসমণির সময় থেকে ঘোষিত আছে জল যেখানে থাকবে মৎস্যজীবী সেখানে মাছ ও কাঁকড়া ধরবে। পরে একটি সিদ্ধান্ত হয় অষ্টমীর জোয়ারের জল যে পর্যন্ত উঠবে সেই পর্যন্ত মাছ ধরা যাবে। কিন্তু তারপরেও মৎস্যজীবীরা হেনস্থার সম্মুখীন হচ্ছেন। এ নিয়ে মোজাম্মেল খাঁ নামের অপর এক মৎস্যজীবী জানিয়েছেন, ছোট নৌকা নিয়ে মৎস্যজীবীরা কোনোরকমে মাছ, কাঁকড়া ধরে জীবনযাপন করেন। সেখানে যদি অসুবিধা হয় তাহলে মৎস্যজীবীরা কি করবে। এর প্রতিবাদে নদী ঘেরাও কর্মসূচি। তাদের দাবি তাদের মাছ ধরার অধিকার কেড়ে নেওয়া যাবেনা। এই দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক