Pet Care Tips: প্রিয় পোষ্যকে খাবার খাওয়াচ্ছেন, মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে না তো?

প্রিয় পোষ্য কুকুরটিকে খুব ভালবাসেন৷ নিজেকে যা খান, তার জন্যও তাই বরাদ্য৷ কিন্তু এই প্রেমেই কুকুরটির জন্য ক্ষতিকারক দিকটি কখন ঘাপটি মেরে বসে থাকবে, তা বুঝতেও পারবে না৷ বিশেষ করে আপনার কুকুরটি যদি ভারতীয় ব্রিডের হয়৷ অথবা রাস্তার কুকুরের জন্যই প্রায়শই বিস্কুট, চকোলেট পকেটে করে নিয়ে যাচ্ছেন৷ কিন্তু এর ফলেই অসুস্থ হয়ে যাচ্ছে আপনার এই প্রিয় প্রাণীটি৷
প্রিয় পোষ্য কুকুরটিকে খুব ভালবাসেন৷ নিজেকে যা খান, তার জন্যও তাই বরাদ্য৷ কিন্তু এই প্রেমেই কুকুরটির জন্য ক্ষতিকারক দিকটি কখন ঘাপটি মেরে বসে থাকবে, তা বুঝতেও পারবে না৷ বিশেষ করে আপনার কুকুরটি যদি ভারতীয় ব্রিডের হয়৷ অথবা রাস্তার কুকুরের জন্যই প্রায়শই বিস্কুট, চকোলেট পকেটে করে নিয়ে যাচ্ছেন৷ কিন্তু এর ফলেই অসুস্থ হয়ে যাচ্ছে আপনার এই প্রিয় প্রাণীটি৷
মিষ্টি বা কুকিজ়: প্রায়শই বেঁচে যাওয়া মিষ্টি রাস্তার কুকুরের ভাগ্যে যায়৷ অনেকেই রাস্তার কুকুরকে বিস্কুট খাওয়াতে ভালবাসেন৷ কিন্তু এই ধরনের মিষ্টি জাতীয় খাবার কুকুরদের সাংঘাতিক ক্ষতি করে৷ ওদের লিভার খারাপ হয়ে যায়, এমনকি রক্ত জমাট বেঁধে যেতে পারে৷ এতে কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে৷
মিষ্টি বা কুকিজ়: প্রায়শই বেঁচে যাওয়া মিষ্টি রাস্তার কুকুরের ভাগ্যে যায়৷ অনেকেই রাস্তার কুকুরকে বিস্কুট খাওয়াতে ভালবাসেন৷ কিন্তু এই ধরনের মিষ্টি জাতীয় খাবার কুকুরদের সাংঘাতিক ক্ষতি করে৷ ওদের লিভার খারাপ হয়ে যায়, এমনকি রক্ত জমাট বেঁধে যেতে পারে৷ এতে কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে৷
দুগ্ধজাত খাবার: দুধ বা পনির জাতীয় খাবার আপনার জন্য স্বাস্থ্যকর হলেও, আপনার প্রিয় প্রাণীটির জন্য নয়৷ বেশির ভাগ কুকুরই ল্যাকটোজ় ইনটলারেন্ট৷ দুগ্ধজাত খাবার কেলে ওদের ডায়রিয়া, বমির মতো সমস্যা হতে পারে৷
দুগ্ধজাত খাবার: দুধ বা পনির জাতীয় খাবার আপনার জন্য স্বাস্থ্যকর হলেও, আপনার প্রিয় প্রাণীটির জন্য নয়৷ বেশির ভাগ কুকুরই ল্যাকটোজ় ইনটলারেন্ট৷ দুগ্ধজাত খাবার কেলে ওদের ডায়রিয়া, বমির মতো সমস্যা হতে পারে৷
পেঁয়াজ-রসুন: এই ধরনের খাবার বেশি খেলে কুকুরের লোহিত রক্তকণিকা অনেকটা কমে যায়৷ ফলে অ্যানিমিয়াতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়৷
পেঁয়াজ-রসুন: এই ধরনের খাবার বেশি খেলে কুকুরের লোহিত রক্তকণিকা অনেকটা কমে যায়৷ ফলে অ্যানিমিয়াতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়৷
চকোলেট: এই বস্তুটিকে কার না ভাল লাগে! আমাদের প্রিয় প্রাণীটিকে না দিয়ে খাবেন কীভাবে! কিন্তু খেতে তো হবেই৷ কারণ এর মধ্যে থ্রিওব্রোমাইনের যে মাত্রা থাকে তা এদের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়৷
চকোলেট: এই বস্তুটিকে কার না ভাল লাগে! আমাদের প্রিয় প্রাণীটিকে না দিয়ে খাবেন কীভাবে! কিন্তু খেতে তো হবেই৷ কারণ এর মধ্যে থ্রিওব্রোমাইনের যে মাত্রা থাকে তা এদের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়৷
কাঁচা আলু: বিশেষ করে রাস্তার কুকুরদের অনেকে এই ধরনের খাবার দেন৷ কিন্তু এতে সোলানিনের মাত্রা অনেকটা বেশি থাকে৷ যা ওদের ডায়েরিয়া, বমি-বমি ভাবের মতো সমস্যা সৃষ্টি করে৷
কাঁচা আলু: বিশেষ করে রাস্তার কুকুরদের অনেকে এই ধরনের খাবার দেন৷ কিন্তু এতে সোলানিনের মাত্রা অনেকটা বেশি থাকে৷ যা ওদের ডায়েরিয়া, বমি-বমি ভাবের মতো সমস্যা সৃষ্টি করে৷