উৎকন্ঠায় পরিবারের সদস্যরা 

মুর্শিদাবাদের পাঁচ ‌যুবক আটকে বাংলাদেশে! বাড়িতে উৎকণ্ঠা

মুর্শিদাবাদ: গঙ্গার জল বাড়তেই পাচারকারীদের তৎপরতা বেড়ে যায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। পাচারকারীদের তৎপরতা রুখতে অতিরিক্ত নজরদারি করতে হয় বর্ডার সিকিউরিটি ফোর্স-কে।

গঙ্গা বক্ষে নৌকো করেই নজরদারি চালানো হয় বর্ডার এলাকায়। অতিরিক্ত নৌকার প্রয়োজনেই স্থানীয় যুবকদের নৌকা পরিচালনার কাজে লাগান বিএসএফ।

গঙ্গায় নজরদারি চলাকালীন আচমকাই বন্ধ হয়ে যায় একটি নৌকা (চার জন ছিল)। নৌকাতে আটকে পড়া যুবকদের উদ্ধারে পাঠানো হয় আরেকটি নৌকা। তাতে ছিল একজন।

আরও পড়ুন- হারিয়ে ‌যেতে বসা মানব-ঝুলনে মেতেছে বহরমপুর! বেশে রঙিন সাজ মানুষেরই

বন্ধ হয়ে যাওয়া নৌকা ভাসতে ভাসতে পৌঁছে যায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এবং নৌকায় থাকা যুবকরা আটক হয় বিজিবির হাতে – দাবি আটক যুবকদের পরিবারের।

যুবকদের ঘরে না ফেরার কারণে উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ১৭ অগাস্ট শনিবার নদীতে টহল দিচ্ছিলেন বিএসএফ’এর ১১৫ নম্বর ব্যাটেলিয়ান। সেই সময় নিমতিতা বর্ডার আউট পোস্টের কাছে গঙ্গা নদীতে সন্দেহজনক কিছু ভাসতে দেখেন জওয়ানরা।

রেডিওর মাধ্যমে তলব করা হয় ‘কুইক রিয়্যাকশন টিম’ এবং নৌকা চালকদের। আসে দুটি বোট। ছিলেন পাঁচ জন নৌকাচালক। সেই সময় খারাপ হয় নৌকা। নদীতে ছিল ঘূর্ণি স্রোত। স্রোতে ভেসে যায় নৌকা।

আরও পড়ুন- খাঁচায় বন্দি ওরা!। ফেরিওয়ালার মুখোমুখি হতেই ঘটল এই কাণ্ড

দুটি নৌকাই বাঁধা ছিল পরস্পরের সঙ্গে। ফলে বাংলাদেশের মধ্যে ঢুকে পরে ওই বোট দুটি। বাংলাদেশের মধ্যেই ওই নৌকা চালকদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড। বর্তমানে সামশেরগঞ্জের বাসিন্দারা আটকে যেতেই উৎকন্ঠায় পরিবারের সদস্যরা।

কৌশিক অধিকারী