ত্রাণ বিতরণে জেলা পুলিশ 

East Bardhaman News: পুলিশের ভূমিকায় দারুণ খুশি সাধারণ মানুষ, তৎপরতার সঙ্গে চলছে কাজ 

পূর্ব বর্ধমান: নিম্নচাপের জেরে এবং জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। পূর্ব বর্ধমান জেলাতেও একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তবে প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে থেকে, তৎপরতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সেরকমই আবারও বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের পাশে দাঁড়ালপূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ২ ব্লকের সুবলদহ গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে নির্দিষ্ট এলাকার মানুষদের, খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করল মাধবডিহি থানার পুলিশ প্রশাসন।

বন্যা কবলিত প্রত্যেকটি এলাকার পাশাপাশি বর্তমানে রীতিমতঅসহায় অবস্থায় রয়েছে, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সুবলদহ গ্রামের মানুষেরা। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। ফ্লাড সেন্টার গুলি থেকে বাড়ি ফিরে গিয়েছেন মানুষজন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অনেকেই অসহায় পড়েছেন। এমতাবস্থায় পুলিশ সুপার আমানদ্বীপের নেতৃত্বে মাধবডিহি থানার পক্ষ থেকে জল যন্ত্রণায় ভুক্তভোগী স্থানীয়দের হাতে তুলে দেওয়া হল বেশ কিছু খাদ্য সামগ্রী। এই বিষয়ে পুলিশ সুপার আমনদ্বীপ জানিয়েছেন, “বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে এই এলাকায় জল জমে গিয়েছিল। সেই সময় আমরা বিভিন্নভাবে সাধারণ মানুষদের সাহায্য করেছি। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। আমরা আবারও এখানকার মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছি।”

আরও পড়ুন : বর্ধমানে তৈরি হচ্ছে আকর্ষণীয় কাঠের দুর্গা, দেখলে মুগ্ধ হবেন

নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু সহ আরও বেশ কিছু জিনিস। তবে শুধু খাবার নয়, বেশ কিছু পোশাকও দেওয়া হয়েছে স্থানীয়দের হাতে। এছাড়াও সকলকেই দেওয়া হয়েছে কার্বলিক অ্যাসিড। সাপের উপদ্রব যাতে না হয় সেকারণেই এই কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে। সকলকে সাবধানতার সঙ্গে এই অ্যাসিড ব্যবহার করার কথাও বলা হয়েছে। এবং বাচ্চাদের থেকে অ্যাসিড দূরে সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই ভূমিকায় রীতিমত চরম খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। এই প্রসঙ্গে নির্দিষ্ট এলাকার এক মহিলা জানিয়েছেন, “আমরা সব কিছু সাহায্য পেয়েছি পুলিশ প্রশাসনের কাছ থেকে। কোনওরকম আমাদের অসুবিধা হয়নি। চাল, ডাল ,খাবার জিনিস সব পেয়েছি আমরা।”

আরও পড়ুন : কম দামে জামদানি কিনতে চান? চলে আসুন বর্ধমানের এই হাটে!

বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রথম থেকেই পুলিশ প্রশাসনকে পাশে পেয়েছে সাধারণ মানুষ। প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

সেরকমই আবারও এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল পূর্ব বর্ধমান জেলা পুলিশকে।

বনোয়ারীলাল চৌধুরী