কোথাও বিচ্ছিন যোগাযোগ, ভাঙা বাড়ি! বৃষ্টি কমছে, কাটেনি দুর্যোগ

Purulia News: কোথাও বিচ্ছিন যোগাযোগ, ভাঙা বাড়ি! বৃষ্টি কমছে, কাটেনি দুর্যোগ

পুরুলিয়া : বিগত কয়েকদিনে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে দক্ষিণের একাধিক জায়গা। ‌ ব্যতিক্রম নয় জেলা পুরুলিয়াও।‌ প্রবল বৃষ্টির কারণে জেলার একাধিক জায়গা জল জমে রয়েছে। এরই পাশাপাশি জলাশয় গুলিতে জলের পরিমাণ বেড়ে গিয়ে চলাচলের সমস্যায় হচ্ছে। শহরের সঙ্গে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শহরে আসতে গেলে ঘুর পথে আসতে হচ্ছে অনেককে।

এছাড়াও নদীতে জলস্তর বেড়ে যাওয়ার কারণে বেশ কয়েকটি সেতুতে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বিপদ এড়াতে। এর ফলে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে জেলার মানুষদের। কোথাও , কোথাও বাড়ি ভেঙে যাওয়ার ফলে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান

যদিও বৃষ্টির পরিমাণ কমেছে দক্ষিণের অন্যান্য জায়গার পাশাপাশি জেলা পুরুলিয়াতে। তবুও এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি জেলার অনেক মানুষদের জনজীবন। ‌ বৃষ্টির প্রভাবে কাঁচা বাড়ির উপর ভরসা করতে পারছে না জেলার মানুষেরা কারণ যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা এমনটাই আশঙ্কায় রয়েছেন তারা।

যদিও প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়হীন মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে সমস্ত দিক থেকে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাদের বাড়ি ভেঙে পড়েছে তাদেরকে স্থানীয় পঞ্চায়েত গুলিতে অথবা রাজনৈতিক দলীয় কার্যালয়ে আশ্রয় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ‘৩ টে ফোন…’ টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! ইডি দফতর থেকে বেরিয়েই ‘আসল কারণ’ বলে দিলেন তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত!

বৃষ্টির পরিমাণ কমলেও টানা বৃষ্টির ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরোপুরি মেটানো সম্ভব হয়নি এখনও পর্যন্ত। অনেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ এই বৃষ্টির দাপটে বহু ক্ষয়ক্ষতি হয়েছে জেলার মানুষদের। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রয়েছেন জেলাবাসী।

শর্মিষ্ঠা ব্যানার্জি