খাবার দিচ্ছেন চেয়ারম্যান 

গুসকরা শহরে ভয়ঙ্কর পরিস্থিতি, জলে নেমে এ কী করলেন চেয়ারম্যান!

পূর্ব বর্ধমান: বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। গুসকরা শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন। এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছেন নির্দিষ্ট এলাকার বাসিন্দারা।

বেশ কিছুদিন আগেও বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গুসকরা শহরের কয়েকটি ওয়ার্ডে। ঠিক একইরকমভাবে আবারও নিম্নচাপের কারণে এবং কুনুর নদীর জল বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে রয়েছে বেশ কিছু এলাকা। গুসকরা শহরের ১,২,৩,৪,৫,৬,৭, এবং ১২ নম্বর ওয়ার্ড ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন- ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে আগুন,পুড়ে ছাই মৌসুনি দ্বীপের টুরিস্ট কটেজ

কোথাও এক কোমর, আবার কোনও জায়গায় এক হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। জল জমে থাকার কারণে চরম দুর্ভোগের শিকার হতে হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

বেশ কিছু বাড়ি, এবং দোকান ঘরেও জল ঢুকে গিয়েছে। পুজোর আগে আবারও বন্যা পরিস্থিতি, নাজেহাল স্থানীয় মানুষ থেকে ব্যবসায়ী অনেকেই।

গুসকরা শহরের লাইনপাড় এলাকার বাসিন্দা অশোক রায় জানিয়েছেন, “খুবই সমস্যার মধ্যে রয়েছি আমরা। থাকা, খাওয়া , রান্না করা সব কিছুতেই অসুবিধা হচ্ছে। সাপ, ব্যাঙের উৎপাত তো রয়েইছে। জলের মধ্যে দিয়ে গিয়ে পানীয় জল আনতে হচ্ছে।”

যদিও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে সচেতন রয়েছে গুসকরা পৌরসভা। পৌরসভার তরফে নজরদারি চালানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে। স্থানীয়দের কোনও রকম সমস্যা হলে সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে গুসকরা পৌরসভা।

বুধবার পৌরসভার তরফে খিচুড়ি রান্না করে ভ্যানে করে গিয়ে বাড়ি বাড়ি তা পৌঁছে দেওয়া হয়েছে। গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখার্জী নিজে জলে নেমে খাবার দিয়েছেন স্থানীয়দের।

আরও পড়ুন- ডিভিসির রিপোর্টে বড় ‘তথ‍্য’ ফাঁস! কমেছে জলধারণের ক্ষমতা, তবে কি দক্ষিণে বন‍্যা

এই প্রসঙ্গে কুশল মুখার্জী আরও জানিয়েছেন, “এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে আবার একমাসের মধ্যে গুসকরা বন্যা কবলিত। ৭ টা ওয়ার্ড ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে আমাদের ১৬ টা ওয়ার্ডের কাউন্সিলররা মানুষের পাশে রয়েছেন। শুধু বন্যা বলে নয়। সবসময় তারা সকলের পাশে থাকেন।”

বর্তমানে আগের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে জমা জল এবং মশা, সাপ নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের কথায়, জল নামতে এখনও কয়েকদিন সময় লাগবে। পুজোর আগে পর পর কয়েকদিনের মধ্যে দুবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় খুবই চিন্তায় রয়েছেন অনেকেই।

বনোয়ারীলাল চৌধুরী