জমা জলে ফুল খেত

North 24 Parganas News: ঘূর্ণিঝড় দানার কোপ! পচে ‌যাচ্ছে গাছের গোড়া! ফুল চাষের ব্যাপক ক্ষতি

উত্তর ২৪ পরগনা: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ধান সবজির পর ফুল চাষের ব্যাপক ক্ষতি। উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া ব্লক সন্দেশখালি-১, সন্দেশখালি-২, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখা, হাসনাবাদ, ছয় ব্লক জুড়ে দানার প্রভাবে দমকা হাওয়া এবং লাগাতার বৃষ্টির ফলে নদী বাধ দুর্বল হয়েছে। পাশাপাশি চাষের জমিতে ব্যাপক ক্ষতি। শীতকালীন সবজি এবং আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে শীতকালীন ফুল চাষের। জল জমে রয়েছে ফুল গাছের গোড়ায়। সূর্যের আলো উঠতেই পচন ধরতে শুরু করেছে সবজির পাশাপাশি ফুল গাছেও।

ফুল চাষিরা জানাচ্ছেন, লাগাতার বৃষ্টির ফলে ফুল গাছের গোড়ায় জল জমে রয়েছে হাঁটু-সমান। বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়েছে তাতেও রক্ষা করা সম্ভব যাচ্ছেনা গাছের। এর ফলে একদিকে ফুলের ফলন কম থাকবে। অন্য দিকে, বাজারে ফুলের জোগান থাকবে কম।

তার কারণে ফুলের দাম হবে আকাশছোঁয়া। দীপাবলির আগে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে জবা, সূর্যমুখী, গাঁদা ফুল-সহ একাধিক পুজোয় ব্যবহৃত ফুলে ব্যাপক ক্ষতি হয়েছে। বাজার অগ্নিমূল্য হবে জানাচ্ছেন ফুল চাষী থেকে ব্যবসায়ীরা।

জুলফিকার মোল্লা