ইলেকট্রিক বিল বেশি আসছে? ‘এই’ ছোট্ট ভুলটা করছেন না তো? খরচ কমবে ৩০ শতাংশ

কোনওভাবেই ইলেকট্রিক বিলের খরচ কমাতে পারছেন না! মাসের শেষে পকেটে চাপ পড়ে যাচ্ছে! কিছু টিপস মেনে চললে আপনারই লাভ।
কোনওভাবেই ইলেকট্রিক বিলের খরচ কমাতে পারছেন না! মাসের শেষে পকেটে চাপ পড়ে যাচ্ছে! কিছু টিপস মেনে চললে আপনারই লাভ।
বাড়িতে এসি না থাকলেও অনেক মানুষকে মোটা টাকা ইলেকট্রিক বিল বাবদ দিতে হয়। রোজের কিছু অভ্যেসে বদল আনলে কিন্তু ইলেকট্রিক বিলের চাপ কমানো যেতে পারে।
বাড়িতে এসি না থাকলেও অনেক মানুষকে মোটা টাকা ইলেকট্রিক বিল বাবদ দিতে হয়। রোজের কিছু অভ্যেসে বদল আনলে কিন্তু ইলেকট্রিক বিলের চাপ কমানো যেতে পারে।
বাড়িতে এসি থাকলে বিদ্যুতের বিল বাবদ বেশি টাকা দিতে হওয়াটা স্বাভাবিক। তবে কিছু ছোট ছোট ভুলেও বিদ্যুতের বিল বেশি আসতে পারে কিন্তু।
বাড়িতে এসি থাকলে বিদ্যুতের বিল বাবদ বেশি টাকা দিতে হওয়াটা স্বাভাবিক। তবে কিছু ছোট ছোট ভুলেও বিদ্যুতের বিল বেশি আসতে পারে কিন্তু।
আধুনিক বাল্বের ব্যবহার আপনার বাড়িতে যদি এলইডি বাল্বের (LED Bulb) পরিবর্তে অন্য কোনও বাল্ব ব্যবহৃত হয়ে থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন। কারণ বর্তমান সময়ে আধুনিক এলইডি লাইটগুলি অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে তাই কিনে আনুন এলইডি আলো।
আধুনিক বাল্বের ব্যবহার বাড়াতে পারেন। আপনার বাড়িতে যদি এলইডি বাল্বের (LED Bulb) পরিবর্তে অন্য কোনও বাল্ব ব্যবহার করা হয়ে থাকে তা হলে আজই তা পরিবর্তন করুন। কারণ বর্তমান সময়ে আধুনিক এলইডি লাইটগুলি অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে। তাই কিনে আনুন এলইডি আলো।
অনেকেই এসি বন্ধ করেন রিমোট দিয়ে। তার পর আর সুইচ অফ করেন না। ফলে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে।
অনেকেই এসি বন্ধ করেন রিমোট দিয়ে। তার পর আর সুইচ অফ করেন না। ফলে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে।
মোবাইল চার্জ দেওয়ার পর সুইচ বন্ধ করতে ভুলবেন না। এই অভ্যেস কিন্তু আপনার ইলেকট্রিক বাড়ানমোর পিছনে দায়ী।
মোবাইল চার্জ দেওয়ার পর সুইচ বন্ধ করতে ভুলবেন না। এই অভ্যেস কিন্তু আপনার ইলেকট্রিক বাড়ানমোর পিছনে দায়ী।
এসি ২৪ থেকে ২৬ ডিগ্রিতে চালাতে পারেন। সঙ্গে ফ্যান চালালে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে ঘরে। এতে ইলেকট্রিক বিল কম আসতে পারে।
এসি ২৪ থেকে ২৬ ডিগ্রিতে চালাতে পারেন। সঙ্গে ফ্যান চালালে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে ঘরে। এতে ইলেকট্রিক বিল কম আসতে পারে।
বারবার এসি অন ও অফ করবেন না। এতে বেশি ইউনিট পোড়ার সম্ভাবনা থাকে। আর এসি সময়মতো সার্ভিস করাতে ভুলবেন না যেন!
বারবার এসি অন ও অফ করবেন না। এতে বেশি ইউনিট পোড়ার সম্ভাবনা থাকে। আর এসি সময়মতো সার্ভিস করাতে ভুলবেন না যেন!
বাড়িতে দশ-বারো বছরের পুরনো কোনও ইলেকট্রিক ডিভাইস থাকলে চেক করিয়ে নিন। অনেক সময় পুরনো ডিভাইস বেশি ইলেকট্রিক বিলের পিছনে দায়ী হয়।
বাড়িতে দশ-বারো বছরের পুরনো কোনও ইলেকট্রিক ডিভাইস থাকলে চেক করিয়ে নিন। অনেক সময় পুরনো ডিভাইস বেশি ইলেকট্রিক বিলের পিছনে দায়ী হয়।
একটানা ফ্রিজ চালান? দিনে অন্তত এক ঘণ্টা ফ্রিজ বন্ধ রাখতে পারেন। এতে ফ্রিজ ভাল থাকবে, আবার বিদ্যুতের বিলও কম আসতে পারে।
একটানা ফ্রিজ চালান? দিনে অন্তত এক ঘণ্টা ফ্রিজ বন্ধ রাখতে পারেন। এতে ফ্রিজ ভাল থাকবে, আবার বিদ্যুতের বিলও কম আসতে পারে।