লাইফস্টাইল Skin Care: নরম মোলায়েম সাবান, গায়ে পড়লেই তুলতুলে ত্বক, মোমের মতো শরীর, হাতের জাদুতে কামাল! Gallery October 7, 2024 Bangla Digital Desk এই পুজোতে বাজার থেকে কেমিক্যাল যুক্ত সাবান কিনে না এনে বাড়িতেই তৈরি করে ফেলুন অর্গানিক সাবান। বর্তমানে শহর কিংবা গ্রামে বহু মহিলারাই এই সাবান তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। পুজোর সময় বহু মহিলারাই নিজেদের হাতে বিভিন্ন ধরনের সাবান তৈরি করে থাকেন। (পিয়া গুপ্তা) বাড়িতে সাবান তৈরি করতে গেলে কিছু উপাদান প্রয়োজন। তার মধ্যে তালিকার শুরুতেই রয়েছে সোপ বেস। যে কোনও সুগন্ধীর দোকানে কিংবা অনলাইনে সহজেই পাবেন সোপ বেস। যদি সোপ বেস না পান তবে বাজারজাত গ্লিসারিন সাবান দিয়েও আপনি আপনার পছন্দের সাবানটি তৈরি করতে পারবেন। প্রাচীনকাল থেকে রূপচর্চার জন্য হলুদের ব্যবহার হয়ে আসছে। ত্বক সুন্দর দেখাতে হলুদদের গুণ অসীম। বাজার থেকে কাঁচা হলুদ এনে বাড়িতে তৈরি করে ফেলুন হলুদের সাবান। প্রথমেই হলুদগুলোকে ভালভাবে খোসা ছাড়িয়ে নিন। তারপর ছোট ছোট করে হলুদ গুলোকে কেটে সামান্য জল দিয়ে মিক্সারে সেটা পেস্ট করে নিন। এরপর একটা গ্যাসের মধ্যে জল গরম করে সেই জলের উপর একটি স্টিলের বাটি বসিয়ে সোপ বেস গুলোকে লিকুইড ফর্মেনিয়ে আসুন। একটা চামচের সাহায্যে ভালভাবে নাড়তে থাকুন। সোপটি পুরো মেল্ট হয়ে এলে তাতে হলুদের পেস্টটি দিয়ে ভালভাবে নেড়ে ফেলুন। এরপর আপনি চাইলে সেটাতে ভিটামিন ই ক্যাপসুল কিংবা গ্লিসারিন, বা অলিভ অয়েল কিংবা নারকেল তেল ও মিশিয়ে দিতে পারেন। সবকিছু দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এরপর আপনার পছন্দমত মোল্ডে ঢেলে চাপা দিন । যদি বাড়িতে কোন মোল্ড না থাকে তবেপ্লাস্টিকের গ্লাসেও এটি বসিয়ে ১০ থেকে ১২ ঘণ্টা ঢেকে রেখে দিন দেখবেন আপনার সাবান তৈরি হয়ে গেছে।