প্রতিকী ছবি (ছবি সৌজন্যে - ইন্টারনেট)

Cooch Behar News: কোচবিহারে STF-এর হাতে আটক ভিনদেশী! যা পাওয়া গেল ব্যক্তির কাছ থেকে… চমকে যাবেন

কোচবিহার: জেলা সদর শহর থেকে একাধিক ভারতীয় জাল কাগজ-সহ গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। কিছুদিন আগেই ইরানের চারজন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছিল। যাঁদের কাছে জাল ভারতীয় আঁধার কার্ড পাওয়া যায়। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই গতকাল কোচবিহারের ঘটে এই ঘটনা।

শহরের এক এলাকা থেকে শরিফ মণ্ডল আলি নামে একজন বাংলাদেশি নাগরিককে আটক করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। আটক করা ব্যক্তির বয়স ৬৪ বছর। তাঁর সঙ্গে কোনও জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে।

আরও পড়ুন: বাবাকে খুন করে বাগানে পুঁতল ছেলে, পরে আত্মহত্যার চেষ্টা! যুবকের কাণ্ড শুনে গায়ে কাঁটা দেবে

স্পেশ্যাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কয়েক মাস ধরেই কোচবিহারে ঘাঁটি বানিয়ে ছিল। ধৃতের কাছে কীভাবে ভারতীয় জাল কাগজপত্র এল, সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তবে ধৃত বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় স্কুলের শংসাপত্রও পাওয়া গিয়েছে। বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য হয়ে সে কোচবিহারে এসেছিল এমনটাই জানতে পারা গিয়েছে। তবে কী উদ্দেশ্যে সে এখানে এসেছে সেই বিষয় এখনও স্পষ্ট জন্য যায়নি।

কোচবিহার জেলা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা রয়েছে বেশ অনেকটা এলাকা জুড়ে। ফলে স্বাভাবিকভাবেই এই জেলার বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে চোরাপথে বিদেশিদের ঢুকে পড়ার ঘটনায় তদন্তকারীদের কপালেও চিন্তার ভাঁজ দিয়েছে। আন্তর্জাতিক স্তরের বড় কোনও সংগঠন এর পেছনে রয়েছে কিনা, সেই বিষয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বারবার কোচবিহারে বিদেশি অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন জেলার স্থানীয় বাসিন্দারাও।

Sarthak Pandit