প্রতীকী ছবি৷

Panihati Kabaddi player death: সন্তানের মৃত্যু, পুরনো চোটে যন্ত্রণা! পানিহাটির বাড়িতে চরম সিদ্ধান্ত প্রাক্তন কবাডি খেলোয়াড়ের

সুবীর দে, পানিহাটি: আত্মঘাতী হলেন জাতীয় স্তরের প্রাক্তন কবাডি খেলোয়াড় কাজল ঘাঁটা৷ সোমবার উত্তর চব্বিশ পরগণার পানিহাটিতে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৫২ বছর বয়সি কাজলদেবী৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ মানসিক অবসাদ থেকেই প্রাক্তন এই কবাডি খেলোয়াড় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে৷

কাজল ঘাঁটার পরিবার সূত্রে খবর, খেলার সময় হাঁটুতে পাওয়া পুরনো চোটে ভুগছিলেন তিনি৷ গত কয়েকদিন ধরে সেই যন্ত্রণা বেড়েছিল৷ পাশাপাশি, বছর তিনেক আগে কাজলদেবীর বছর দশেকের সন্তানেরও মৃত্যু হয়৷ সেই ঘটনার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি৷

আরও পড়ুন: ৫৮ দিনের মাথায় আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট! ধর্ষক-খুনি হিসেবে সঞ্জয়ের নাম, থাকবে চাঞ্চল্যকর তথ্য?

এ দিন পানিহাটির সুখচর সম্মিলনী এলাকার বাড়ির বাইরে ছিলেন কাজলদেবীর স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা৷ বাড়িতে একা থাকার সুযোগ নিয়েই দুপুরবেলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান হয়৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷