প্রেমের সম্পর্কে কারও দ্বারা প্রত্যাঘাত হওয়া যেমন কষ্টের, তেমন অনেক সময় কাউকে ফিরিয়ে দেওয়াও ওত সহজ নয়৷ প্রেম ভেঙে বেরিয়ে আসাও অনেকের ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে৷ তাই অনেকেই দীর্ঘদিন ধরে টক্সিক সম্পর্কে রয়ে যায়, বা না চাইতেও সম্পর্কে জড়িয়ে থাকতে হয়৷

Relationship Advice: সম্পর্কে ‘না’ বলতে ভয়? এই কয়েক উপায়ে বেরিয়ে আসুন টক্সিক সম্পর্কের নাগপাশ থেকে

প্রেমের সম্পর্কে কারও দ্বারা প্রত্যাঘাত হওয়া যেমন কষ্টের, তেমন অনেক সময় কাউকে ফিরিয়ে দেওয়াও ওত সহজ নয়৷ প্রেম ভেঙে বেরিয়ে আসাও অনেকের ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে৷ তাই অনেকেই দীর্ঘদিন ধরে টক্সিক সম্পর্কে রয়ে যায়, বা না চাইতেও সম্পর্কে জড়িয়ে থাকতে হয়৷
প্রেমের সম্পর্কে কারও দ্বারা প্রত্যাঘাত হওয়া যেমন কষ্টের, তেমন অনেক সময় কাউকে ফিরিয়ে দেওয়াও ওত সহজ নয়৷ প্রেম ভেঙে বেরিয়ে আসাও অনেকের ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে৷ তাই অনেকেই দীর্ঘদিন ধরে টক্সিক সম্পর্কে রয়ে যায়, বা না চাইতেও সম্পর্কে জড়িয়ে থাকতে হয়৷
অনেকেই ভাবে ‘না’ বলা বেশ রূঢ়৷ কিন্তু কঠোর ভাবে না হলেও কয়েকটা উপায় না বলা যায়৷ এতে অপর ব্যক্তিটিকেও আঘাত করা হবে না৷
অনেকেই ভাবে ‘না’ বলা বেশ রূঢ়৷ কিন্তু কঠোর ভাবে না হলেও কয়েকটা উপায় না বলা যায়৷ এতে অপর ব্যক্তিটিকেও আঘাত করা হবে না৷
প্রথম থেকেই আপনি নিজের অনুভূতি নিয়ে একেবারে সৎ থাকুন৷ অপরজনের পক্ষে তা শোনা প্রথমে কঠিন হলেও, ভবিষ্যতে উভয়ের জন্যই আখেরে ভালই হবে৷
প্রথম থেকেই আপনি নিজের অনুভূতি নিয়ে একেবারে সৎ থাকুন৷ অপরজনের পক্ষে তা শোনা প্রথমে কঠিন হলেও, ভবিষ্যতে উভয়ের জন্যই আখেরে ভালই হবে৷
ধরুন, এমন কেউ আপনাকে চাইছে, যাকে আপনি একেবারেই পছন্দ করছেন না৷ সে ক্ষেত্রে তাঁকে সোজাসুজি না বলে দিন৷

ধরুন, এমন কেউ আপনাকে চাইছে, যাকে আপনি একেবারেই পছন্দ করছেন না৷ সে ক্ষেত্রে তাঁকে সোজাসুজি না বলে দিন৷
হয়তো তাঁকে প্রত্যাখান করলে তাঁর খারাপ লাগতে পারে৷ খুব ভাল বন্ধু হলে তাঁকে সরাসরি না বলে, তাঁর কোনও কিছুর প্রশংসা করে, না বলার কারণ বোঝান, সে নিশ্চয়ই বুঝবে৷
হয়তো তাঁকে প্রত্যাখান করলে তাঁর খারাপ লাগতে পারে৷ খুব ভাল বন্ধু হলে তাঁকে সরাসরি না বলে, তাঁর কোনও কিছুর প্রশংসা করে, না বলার কারণ বোঝান, সে নিশ্চয়ই বুঝবে৷
দেখা যাচ্ছে কারওর সঙ্গে সদ্য-আলাপ হয়েছে৷ ডেটিং-এর শুরুর দিন থেকেই তাঁকে ভাল লাগছে না৷ বেশি সময় নষ্ট না করেই তাকে সেই কথা জানিয়ে দিন৷ তা হলে আর ক্ষমা চাইতে হবে না৷
দেখা যাচ্ছে কারওর সঙ্গে সদ্য-আলাপ হয়েছে৷ ডেটিং-এর শুরুর দিন থেকেই তাঁকে ভাল লাগছে না৷ বেশি সময় নষ্ট না করেই তাকে সেই কথা জানিয়ে দিন৷ তা হলে আর ক্ষমা চাইতে হবে না৷
 জীবন তো আপনার৷ তাই কেবল অপর পক্ষকে মানসিক ভাবে আঘাত না করার ভয়ে খারাপ সম্পর্কে থাকার কোনও অর্থ হয় না৷ এতে ক্ষতি আখেরে কেবল আপনার ন., অপর ব্যক্তিরও৷ তাই কারণ জানিয়ে ‘না’ বলতে শিখুন৷
জীবন তো আপনার৷ তাই কেবল অপর পক্ষকে মানসিক ভাবে আঘাত না করার ভয়ে খারাপ সম্পর্কে থাকার কোনও অর্থ হয় না৷ এতে ক্ষতি আখেরে কেবল আপনার ন., অপর ব্যক্তিরও৷ তাই কারণ জানিয়ে ‘না’ বলতে শিখুন৷