লাইফস্টাইল Relationship Advice: সম্পর্কে ‘না’ বলতে ভয়? এই কয়েক উপায়ে বেরিয়ে আসুন টক্সিক সম্পর্কের নাগপাশ থেকে Gallery October 7, 2024 Bangla Digital Desk প্রেমের সম্পর্কে কারও দ্বারা প্রত্যাঘাত হওয়া যেমন কষ্টের, তেমন অনেক সময় কাউকে ফিরিয়ে দেওয়াও ওত সহজ নয়৷ প্রেম ভেঙে বেরিয়ে আসাও অনেকের ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে৷ তাই অনেকেই দীর্ঘদিন ধরে টক্সিক সম্পর্কে রয়ে যায়, বা না চাইতেও সম্পর্কে জড়িয়ে থাকতে হয়৷ অনেকেই ভাবে ‘না’ বলা বেশ রূঢ়৷ কিন্তু কঠোর ভাবে না হলেও কয়েকটা উপায় না বলা যায়৷ এতে অপর ব্যক্তিটিকেও আঘাত করা হবে না৷ প্রথম থেকেই আপনি নিজের অনুভূতি নিয়ে একেবারে সৎ থাকুন৷ অপরজনের পক্ষে তা শোনা প্রথমে কঠিন হলেও, ভবিষ্যতে উভয়ের জন্যই আখেরে ভালই হবে৷ ধরুন, এমন কেউ আপনাকে চাইছে, যাকে আপনি একেবারেই পছন্দ করছেন না৷ সে ক্ষেত্রে তাঁকে সোজাসুজি না বলে দিন৷ হয়তো তাঁকে প্রত্যাখান করলে তাঁর খারাপ লাগতে পারে৷ খুব ভাল বন্ধু হলে তাঁকে সরাসরি না বলে, তাঁর কোনও কিছুর প্রশংসা করে, না বলার কারণ বোঝান, সে নিশ্চয়ই বুঝবে৷ দেখা যাচ্ছে কারওর সঙ্গে সদ্য-আলাপ হয়েছে৷ ডেটিং-এর শুরুর দিন থেকেই তাঁকে ভাল লাগছে না৷ বেশি সময় নষ্ট না করেই তাকে সেই কথা জানিয়ে দিন৷ তা হলে আর ক্ষমা চাইতে হবে না৷ জীবন তো আপনার৷ তাই কেবল অপর পক্ষকে মানসিক ভাবে আঘাত না করার ভয়ে খারাপ সম্পর্কে থাকার কোনও অর্থ হয় না৷ এতে ক্ষতি আখেরে কেবল আপনার ন., অপর ব্যক্তিরও৷ তাই কারণ জানিয়ে ‘না’ বলতে শিখুন৷