পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এখন শাহিদ আফ্রিদি, দায়িত্ব পেয়ে খুশি ‘বুম বুম ‘

#করাচি: পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে এলেন শাহিদ আফ্রিদি। বলা ভাল প্রাক্তন অধিনায়ককে বিশেষ একটা কাজ দিল পিসিবি। রামিজ রাজার জায়গায় দায়িত্বে ফেরার পরদিন থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘পুনর্গঠনে’ হাত দিয়েছেন নাজাম শেঠি। সরিয়ে দিয়েছিলেন প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিমকে। আজ অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদিকে।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরের জন্য দল নির্বাচনের কাজ করবেন তিনি। তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদির সঙ্গে থাকছেন দুই প্রাক্তন ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম। মাঠে সাহসী ক্রিকেট খেলা আফ্রিদিকে আরও একবার সাহসিকতার পরিচয় দিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নাজাম শেঠি।

আরও পরুন – Ben Stokes CSK : এটাই শেষ বছর ধোনির! `বিগ বেনের’ হাতেই চেন্নাই অধিনায়কত্ব তুলে দেবেন মাহি

নাজাম শেঠি বলেছেন, আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, পুরো ক্যারিয়ারে সাহসী ক্রিকেট খেলেছে। তার ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, সব সংস্করণে সফলতার সঙ্গে খেলেছে। সবচেয়ে বড় কথা, সেসব সময় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সমর্থন করেছে। তাই আমরা সবাই মনে করেছি, আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করতে আফ্রিদির চেয়ে এই দায়িত্ব পালনের ভাল কেউ নেই।

আফ্রিদি নিজে এই দায়িত্ব পেয়ে জানিয়েছেন, পাকিস্তান ডাকলে তিনি সবসময় তৈরি। তার কাছে দেশের সম্মান সবার আগে। পাকিস্তান ক্রিকেট নিয়ে রাজনীতি তিনি পছন্দ করেন না। সারা পৃথিবীর সামনে কিভাবে পাকিস্তান ক্রিকেটকে সেরার আসনে নিয়ে যাওয়া যায় সেটাই তার একমাত্র কর্তব্য হতে চলেছে। ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। আফ্রিদি ছাড়াও এই দায়িত্ব পাওয়ার দৌড়েছিলেন ইনজামাম।