রান্নাঘরেই আমাদের উদর তৃপ্তি হয়৷ কিন্তু সেই রান্নাঘরই অনেক সময় তেল-মশলা জমে নোংরা হয়ে যায়৷ তা যেমন অস্বাস্থ্যকর, তেমনই ঘরের অন্দর সজ্জারও বারোটা বাজিয়ে দেয়৷

Cleaning Chimney: রান্নাঘরে চিমনির অবস্থা বেহাল! এই কটা উপায় মানলই নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে, রইল মোক্ষম উপায়

রান্নাঘরেই আমাদের উদর তৃপ্তি হয়৷ কিন্তু সেই রান্নাঘরই অনেক সময় তেল-মশলা জমে নোংরা হয়ে যায়৷ তা যেমন অস্বাস্থ্যকর, তেমনই ঘরের অন্দর সজ্জারও বারোটা বাজিয়ে দেয়৷
রান্নাঘরেই আমাদের উদর তৃপ্তি হয়৷ কিন্তু সেই রান্নাঘরই অনেক সময় তেল-মশলা জমে নোংরা হয়ে যায়৷ তা যেমন অস্বাস্থ্যকর, তেমনই ঘরের অন্দর সজ্জারও বারোটা বাজিয়ে দেয়৷
তাই চিমনি কেনা হল৷ কিন্তু প্রতিদিন পরিষ্কার না করার চক্করে তাতেও ময়লা জমে৷ সেই একই ঘটনার পুনরাবৃত্তি৷ তাই স্বাস্থ্য ও নান্দনিকতা দুই-ই বজায় রাখার জন্য চিমনি পরিষ্কার করা খুবই জরুরি৷ হাতের কাছে এই কটা উপায় থাকলেই, ঝকঝকে রান্নাঘর পাওয়া সম্ভব৷
তাই চিমনি কেনা হল৷ কিন্তু প্রতিদিন পরিষ্কার না করার চক্করে তাতেও ময়লা জমে৷ সেই একই ঘটনার পুনরাবৃত্তি৷ তাই স্বাস্থ্য ও নান্দনিকতা দুই-ই বজায় রাখার জন্য চিমনি পরিষ্কার করা খুবই জরুরি৷ হাতের কাছে এই কটা উপায় থাকলেই, ঝকঝকে রান্নাঘর পাওয়া সম্ভব৷
ভিনিগার:  প্রথমে জল ফোটান৷ তারপর তাতে এক টেবলচামচ ভিনিগার দিয়ে দিন৷ এবার চিমনির প্লেটগুলো ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন৷ তারপর টুথব্রাশ দিয়ে কিছুক্ষণ স্ক্রাব করে নিন৷ তা হলেই প্লেটগুলো একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে৷
ভিনিগার: প্রথমে জল ফোটান৷ তারপর তাতে এক টেবলচামচ ভিনিগার দিয়ে দিন৷ এবার চিমনির প্লেটগুলো ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন৷ তারপর টুথব্রাশ দিয়ে কিছুক্ষণ স্ক্রাব করে নিন৷ তা হলেই প্লেটগুলো একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে৷
নুন ও লেবু: একটা পাত্রে প্রথমে ২ টেবলচামচ নুন দিন৷ তারপর তাতে লেবুর রস দিয়ে ভাল করে একটা মিশ্রণ লাগিয়ে নিন৷ এবার ১ ঘণ্টা রেখে দিন৷ তারপর ওই লেবু দিয়েই ঘষে ঘষে সমস্ত ময়লা তুলে ফেলুন৷
নুন ও লেবু: একটা পাত্রে প্রথমে ২ টেবলচামচ নুন দিন৷ তারপর তাতে লেবুর রস দিয়ে ভাল করে একটা মিশ্রণ লাগিয়ে নিন৷ এবার ১ ঘণ্টা রেখে দিন৷ তারপর ওই লেবু দিয়েই ঘষে ঘষে সমস্ত ময়লা তুলে ফেলুন৷
নেলপলিশ রিমুভার: এটি শুধু নেলপালিশ দূর করতেই নয়, জেদি দাগ দূর করতেও সিদ্ধ হস্ত৷ প্রথমে এটা চিমনির প্লেটে লাগিয়ে নিন৷ তারপর সাবান জল দিয়ে ভাল করে ধুয়ে নিন৷ শেষে ডিশওয়াশার ও গরম জল দিয়ে ধুলেই চিমনি আবার নতুন হয়ে উঠবে৷
নেলপলিশ রিমুভার: এটি শুধু নেলপালিশ দূর করতেই নয়, জেদি দাগ দূর করতেও সিদ্ধ হস্ত৷ প্রথমে এটা চিমনির প্লেটে লাগিয়ে নিন৷ তারপর সাবান জল দিয়ে ভাল করে ধুয়ে নিন৷ শেষে ডিশওয়াশার ও গরম জল দিয়ে ধুলেই চিমনি আবার নতুন হয়ে উঠবে৷
বেকিং সোডা: গরম জলে তিন চামচ বেকিং সোডা দিন৷ তারপর চিমনির প্লেটগুলোতে লাগিয়ে ৪০ থেকে ৫০ মিনিট রেখে দিন৷ তারপর কোনও ব্রাশ জাতীয় কোনও কিছু দিয়ে ঘষলেই জেদি দাগ মুছে যাবে৷
বেকিং সোডা: গরম জলে তিন চামচ বেকিং সোডা দিন৷ তারপর চিমনির প্লেটগুলোতে লাগিয়ে ৪০ থেকে ৫০ মিনিট রেখে দিন৷ তারপর কোনও ব্রাশ জাতীয় কোনও কিছু দিয়ে ঘষলেই জেদি দাগ মুছে যাবে৷