Tag Archives: Kitchen Chimney

Cleaning Chimney: রান্নাঘরে চিমনির অবস্থা বেহাল! এই কটা উপায় মানলই নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে, রইল মোক্ষম উপায়

রান্নাঘরেই আমাদের উদর তৃপ্তি হয়৷ কিন্তু সেই রান্নাঘরই অনেক সময় তেল-মশলা জমে নোংরা হয়ে যায়৷ তা যেমন অস্বাস্থ্যকর, তেমনই ঘরের অন্দর সজ্জারও বারোটা বাজিয়ে দেয়৷
রান্নাঘরেই আমাদের উদর তৃপ্তি হয়৷ কিন্তু সেই রান্নাঘরই অনেক সময় তেল-মশলা জমে নোংরা হয়ে যায়৷ তা যেমন অস্বাস্থ্যকর, তেমনই ঘরের অন্দর সজ্জারও বারোটা বাজিয়ে দেয়৷
তাই চিমনি কেনা হল৷ কিন্তু প্রতিদিন পরিষ্কার না করার চক্করে তাতেও ময়লা জমে৷ সেই একই ঘটনার পুনরাবৃত্তি৷ তাই স্বাস্থ্য ও নান্দনিকতা দুই-ই বজায় রাখার জন্য চিমনি পরিষ্কার করা খুবই জরুরি৷ হাতের কাছে এই কটা উপায় থাকলেই, ঝকঝকে রান্নাঘর পাওয়া সম্ভব৷
তাই চিমনি কেনা হল৷ কিন্তু প্রতিদিন পরিষ্কার না করার চক্করে তাতেও ময়লা জমে৷ সেই একই ঘটনার পুনরাবৃত্তি৷ তাই স্বাস্থ্য ও নান্দনিকতা দুই-ই বজায় রাখার জন্য চিমনি পরিষ্কার করা খুবই জরুরি৷ হাতের কাছে এই কটা উপায় থাকলেই, ঝকঝকে রান্নাঘর পাওয়া সম্ভব৷
ভিনিগার:  প্রথমে জল ফোটান৷ তারপর তাতে এক টেবলচামচ ভিনিগার দিয়ে দিন৷ এবার চিমনির প্লেটগুলো ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন৷ তারপর টুথব্রাশ দিয়ে কিছুক্ষণ স্ক্রাব করে নিন৷ তা হলেই প্লেটগুলো একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে৷
ভিনিগার: প্রথমে জল ফোটান৷ তারপর তাতে এক টেবলচামচ ভিনিগার দিয়ে দিন৷ এবার চিমনির প্লেটগুলো ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন৷ তারপর টুথব্রাশ দিয়ে কিছুক্ষণ স্ক্রাব করে নিন৷ তা হলেই প্লেটগুলো একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে৷
নুন ও লেবু: একটা পাত্রে প্রথমে ২ টেবলচামচ নুন দিন৷ তারপর তাতে লেবুর রস দিয়ে ভাল করে একটা মিশ্রণ লাগিয়ে নিন৷ এবার ১ ঘণ্টা রেখে দিন৷ তারপর ওই লেবু দিয়েই ঘষে ঘষে সমস্ত ময়লা তুলে ফেলুন৷
নুন ও লেবু: একটা পাত্রে প্রথমে ২ টেবলচামচ নুন দিন৷ তারপর তাতে লেবুর রস দিয়ে ভাল করে একটা মিশ্রণ লাগিয়ে নিন৷ এবার ১ ঘণ্টা রেখে দিন৷ তারপর ওই লেবু দিয়েই ঘষে ঘষে সমস্ত ময়লা তুলে ফেলুন৷
নেলপলিশ রিমুভার: এটি শুধু নেলপালিশ দূর করতেই নয়, জেদি দাগ দূর করতেও সিদ্ধ হস্ত৷ প্রথমে এটা চিমনির প্লেটে লাগিয়ে নিন৷ তারপর সাবান জল দিয়ে ভাল করে ধুয়ে নিন৷ শেষে ডিশওয়াশার ও গরম জল দিয়ে ধুলেই চিমনি আবার নতুন হয়ে উঠবে৷
নেলপলিশ রিমুভার: এটি শুধু নেলপালিশ দূর করতেই নয়, জেদি দাগ দূর করতেও সিদ্ধ হস্ত৷ প্রথমে এটা চিমনির প্লেটে লাগিয়ে নিন৷ তারপর সাবান জল দিয়ে ভাল করে ধুয়ে নিন৷ শেষে ডিশওয়াশার ও গরম জল দিয়ে ধুলেই চিমনি আবার নতুন হয়ে উঠবে৷
বেকিং সোডা: গরম জলে তিন চামচ বেকিং সোডা দিন৷ তারপর চিমনির প্লেটগুলোতে লাগিয়ে ৪০ থেকে ৫০ মিনিট রেখে দিন৷ তারপর কোনও ব্রাশ জাতীয় কোনও কিছু দিয়ে ঘষলেই জেদি দাগ মুছে যাবে৷
বেকিং সোডা: গরম জলে তিন চামচ বেকিং সোডা দিন৷ তারপর চিমনির প্লেটগুলোতে লাগিয়ে ৪০ থেকে ৫০ মিনিট রেখে দিন৷ তারপর কোনও ব্রাশ জাতীয় কোনও কিছু দিয়ে ঘষলেই জেদি দাগ মুছে যাবে৷

Kitchen Chimney Cleaning Tips: লাগবে না এক টাকাও! ২০ মিনিটে কিচেনের চিমনি হবে ঝকঝকে! ট্রাই করুন এই উপায়

বর্তমান সময়ে রান্নাঘরকে তেলমশলার কালি থেকে রক্ষা করার হাতিয়ার চিমনি। এখন কমবেশি সব বাড়িতেই মোটামুটি রয়েছে তা। কিন্তু চিমনি পরিষ্কারও ঝক্কির কাজ। তাই প্রয়োজন মত কোম্পানির লোক এসে তা পরিষ্কার করে দিয়ে যায়।

বর্তমান সময়ে রান্নাঘরকে তেলমশলার কালি থেকে রক্ষা করার হাতিয়ার চিমনি। এখন কমবেশি সব বাড়িতেই মোটামুটি রয়েছে তা। কিন্তু চিমনি পরিষ্কারও ঝক্কির কাজ। তাই প্রয়োজন মত কোম্পানির লোক এসে তা পরিষ্কার করে দিয়ে যায়।
কিন্তু তা খরচ এবং সময়সাপেক্ষ। তাই, বাড়িতে চিমনি নিজে হাতে পরিষ্কার করবেন কীভাবে, সেই চিন্তা অনেকের মাথায় ঘোরে। কারণ, সামান্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই মাত্র কুড়ি মিনিটে আবারও নতুন হয়ে উঠতে পারে আপনার রান্নাঘরের চিমনি। আপনার জন্যই রইল টিপস।
কিন্তু তা খরচ এবং সময়সাপেক্ষ। তাই, বাড়িতে চিমনি নিজে হাতে পরিষ্কার করবেন কীভাবে, সেই চিন্তা অনেকের মাথায় ঘোরে। কারণ, সামান্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই মাত্র কুড়ি মিনিটে আবারও নতুন হয়ে উঠতে পারে আপনার রান্নাঘরের চিমনি। আপনার জন্যই রইল টিপস।
প্রথমেই চিমনিতে থাকা নেট খুলে ফেলুন। ব্রাশ দিয়ে তা ভাল করে ঝেড়ে ফেলুন। তাতেই দেখবেন নেটের উপর লেগে থাকা আলগা ময়লা ঝড়ে পড়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র চিটচিটে তৈলাক্ত ময়লা।
প্রথমেই চিমনিতে থাকা নেট খুলে ফেলুন। ব্রাশ দিয়ে তা ভাল করে ঝেড়ে ফেলুন। তাতেই দেখবেন নেটের উপর লেগে থাকা আলগা ময়লা ঝড়ে পড়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র চিটচিটে তৈলাক্ত ময়লা।
এবার একটি বড় স্টিলের বড় পাত্র নিন। তার মধ্যে গরম জল ঢালুন। ওই জলের ১/৪ অংশ বেকিং সোডা দিন। এবার তার মধ্যে চিমনির ওই নেটটি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।
এবার একটি বড় স্টিলের বড় পাত্র নিন। তার মধ্যে গরম জল ঢালুন। ওই জলের ১/৪ অংশ বেকিং সোডা দিন। এবার তার মধ্যে চিমনির ওই নেটটি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।
এবার গরম জলে ডোবানো নেটের পাত্রটি গ্যাসের উপর বসান। তা ভাল করে ফোটাতে থাকুন। খানিকক্ষণ পর নামিয়ে নিন। ভাল করে ব্রাশ দিয়ে ঘষে নিন। তাতেই দেখবেন আবারও নতুন রূপ ফিরে পেয়েছে আপনার চিমনির নেটটি।
এবার গরম জলে ডোবানো নেটের পাত্রটি গ্যাসের উপর বসান। তা ভাল করে ফোটাতে থাকুন। খানিকক্ষণ পর নামিয়ে নিন। ভাল করে ব্রাশ দিয়ে ঘষে নিন। তাতেই দেখবেন আবারও নতুন রূপ ফিরে পেয়েছে আপনার চিমনির নেটটি।
তাই কীভাবে চিমনি পরিষ্কার করবেন, তা নিয়ে আকাশ-পাতাল চিন্তাভাবনা ছাড়ুন। বরং চারটি সহজ নিয়ম মেনে পরিষ্কার করে ফেলুন চিমনি। তাতেই দেখবেন মাত্র কুড়ি মিনিটের মধ্যেই আপনার রান্নাঘর আবারও ফিরে পাবে নতুন চেহারা।
তাই কীভাবে চিমনি পরিষ্কার করবেন, তা নিয়ে আকাশ-পাতাল চিন্তাভাবনা ছাড়ুন। বরং চারটি সহজ নিয়ম মেনে পরিষ্কার করে ফেলুন চিমনি। তাতেই দেখবেন মাত্র কুড়ি মিনিটের মধ্যেই আপনার রান্নাঘর আবারও ফিরে পাবে নতুন চেহারা।