পদক জয়ী শিক্ষক দম্পতি 

Malda News: অলিম্পিক্স আবহে শিক্ষক দম্পতির নজরকাড়া সাফল্য! আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে জিতলেন চারটি পদক

মালদহ: এক অন্য নজির গড়লেন মালদহের শিক্ষক দম্পতি। এক দিকে চলছে অলিম্পিকের আসর, তারই মাঝে প্রাপ্তবয়স্কদের আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে পদক জিতলেন মালদহের শিক্ষক দম্পতি।

দু’জনেই অংশগ্রহণ করেছিলেন প্রাপ্ত বয়স্কদের আন্তর্জাতিক এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। বাংলাদেশে আয়োজিত এই প্রতিযোগিতায় মালদহের শিক্ষক দম্পতি মোট চারটি পদক জিতে মালদহ তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। শিক্ষক চাঁদমোহন হালদার বলেন, “আমার স্ত্রী ও আমি দু’জনেই অংশগ্রহণ করেছিলাম এই প্রতিযোগিতায়। আমি একটি স্বর্ণপদক পেয়েছি আমার স্ত্রী একটি স্বর্ণ ও দুটি সিলভার পদক পেয়েছন। এমন সাফল্যে আমরা দু’জনেই খুব খুশি। এই প্রথম আমরা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম।”

বাংলাদেশের ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ওপেন ভেটারেন্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ২৭ থেকে ২৯ জনকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারতবর্ষ-সহ বিশ্বের একাধিক দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। রাজ্য ও জাতীয় স্তরে ভাল ফল করার সুবাদে মালদহের শিক্ষক দম্পতি চাঁদমোহন হালদার ও লুথি রায়।‌ দু’জনেই স্কুলের শারীরশিক্ষার শিক্ষক। তাঁরা দু’জনেই স্কুলে খুদেদের বিভিন্ন খেলাধুলা শরীরচর্চার ক্লাস নিয়ে থাকেন। ফাঁকে যেটুকু সময় পান নিজেরাও প্রশিক্ষণ নিচ্ছেন।

শিক্ষিকা লুথি রায় বলেন, “স্কুলের পড়ুয়াদের খেলাধুলা শেখানোর সঙ্গে সঙ্গে এই ইচ্ছে হয়। তার পর আমরাও প্রশিক্ষণ শুরু করি। ছোটবেলা এই ধরনের সুযোগ হয়নি। জেলা স্তর পর্যন্ত খেলেছিলাম। এখন আন্তর্জাতিক বিস্তরের খেলার সুযোগ পেয়েছি, খুব ভাল লাগছে। আগামীতে আবার শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ইচ্ছে রয়েছে।”

এত দিন কোন জাতীয় বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ হয়নি। স্কুলের পড়ুয়াদের খেলাধুলা শেখানোর পাশাপাশি নিজেরাও প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুতি শুরু করেন। আর তাতেই সাফল্য। প্রথমে রাজ্য তার পর জাতীয় স্তরে সাফল্য এসেছে। সেই সুবাদে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ মেলে।

আরও পড়ুন- খাসির মাংসের কোন অংশ সবচেয়ে সুস্বাদু? কেনার সময় খেয়াল রাখুন এইগুলো

চাঁদমোহন হালদার আন্তর্জাতিক স্তরের তিন কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য নিয়ে এসেছেন। তিনি স্বর্ণপদক পেয়েছেন। লুথি রায় মোট তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেন। ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক ও ১৫০০, পাঁচ কিলোমিটার দৌড়ে সিলভার পদক পেয়েছেন। স্বামী ও স্ত্রী দুজনেই সাফল্য পেয়েছেন।

তাঁরা এমন সাফল্যে খুশি। একই প্রতিযোগিতায় এই ভাবে স্বামী স্ত্রীর সাফল্য এক নজির সৃষ্টি করেছে। আগামীতে আরও ভাল ফল করার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন তাঁরা। নিয়মিত সকালে ও সন্ধ্যায় অনুশীলন করেন মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে। বাংলাদেশের পর ফের শ্রীলঙ্কায় প্রতিযোগিতা রয়েছে। সেইখানে অংশগ্রহণ করার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে তাঁদের।

হরষিত সিংহ