আইপিএলে টেনশন, হঠাৎ গ্রেফতার চার জঙ্গি! কেকেআর ম্যাচের কী হবে আজ?

আহমেদাবাদ: হাইভোল্টেজ ম্যাচ। কেকেআর ভক্তরা অধীর আগ্রহে বসে রয়েছেন। তাঁদের আশা, আজই কেকেআর আইপিএল ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। তবে তার জন্য সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে হবে কেকেআরের।

নাইট ভক্তরা বলছেন, কেকেআর এবার যেভাবে পারফর্ম করছে তাতে সানরাইজার্সকে হারানো বড় কোনও ব্যাপার হবে না। তবে এই হাইভোল্টেজ  ম্যাচের আগে টেনশন বাড়ল আহমেদাবাদে।

আরও পড়ুন- কোয়ালিফায়ারে বদলে যাচ্ছে নাইটদের ব্যাটিং অর্ডার! বড় চমক দিতে চলেছে কেকেআর

 আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে হঠাৎ করেই জঙ্গি হানার আশঙ্কা। ফলে টেনশনে আইপিএল। আজকের ম্যাচের জন্য নিরাপত্তা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে দেওয়া হল। নরেন্দ্র মোদি স্টেডিয়াম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এরই মধ্যে।

আজ নাইটদের হয়ে গলা ফাটাতে মাঠে থাকবেন শাহরুখ খান। এমনকী বহু নামী ব্যাক্তিত্বেরও আজ মাঠে থাকার কথা। ফলে নিরাপত্তায় আরও জোরদার করা হয়েছে।

আমেদাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছে চার জঙ্গি। সেই জন্যই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ৩ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। থাকবে ৮০০ প্রাইভেট সিকিউরিটি গার্ড। মাঠে থাকবেন পুলিশের আধিকারিকরা।

আজ নিরাপত্তার তিনটি ধাপ পেরিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন দর্শকরা। গ্যালারি জুড়েও থাকবে কড়া নিরাপত্তা। উল্লেখ্য, কেকেআর-সানরাইজার্স ম্যাচ দেখতে আজ মাঠে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত থাকবেন।

শেষবার ২০১৪ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। বছর দুয়েক আগে ফাইনালে উঠেছিল কেকেআর। তবে খেতাব জেতা হয়নি। তবে গৌতম গম্ভীর মেন্টর হয়ে কেকেআরে যোগ দিতেই  দলের ভোল বদলে গিয়েছে।

আরও পড়ুন- আইপিএল ভারতীয় ক্রিকেটের ভাল করছে না খারাপ? ‘ঠোঁটকাটা’ গম্ভীরের উত্তর চমকে দেবে

এবার দর্শকদের দুর্দান্ত উপহার দিয়েছে কেকেআর। গ্রুপ পর্যায়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। প্যাট কামিন্সের হায়দরাবাদের বিরুদ্ধে আজ জিতলেই ফাইনালে খেলা পাকা হয়ে যাবে।