Tag Archives: Terrorist

J&K: ফের সেনা-জঙ্গি সংঘর্ষ! জম্বু-কাশ্মীরে গুলির লড়াই, মৃত ১ জওয়ান

কুলগাম: সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ানের মৃত‍্যু। শনিবার জম্বু কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই জওয়ান। শেষ পর্যন্ত তাঁর মৃত‍্যু হয়েছে বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, কুলগাম জেলায় মোদারগাও গ্রামে দুই, তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দা বিভাগ। এরপর সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ একসঙ্গে অভিযান চালায়।

আরও পড়ুন: শেষই হতে চায় না…এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই শুরু হয় তল্লাশি অভিযান। এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয় যে, ‘‘কুলগামে গুলি চলেছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত।’’

আরও পড়ুন: স্বামীকে হাতেনাতে বান্ধবীর সঙ্গে ধরেন! বিয়ের ১ বছরের মধ‍্যেই সব শেষ! ৩৯-এও সিঙ্গেল নায়িকাকে চিনতে পারছেন?

প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলা জুড়ে সন্ত্রাসবাদীদের হামলার পরিমাণ বেড়েছে। নিরাপত্তা বাহিনী ডোডা জেলার গান্দোহ এলাকায় সফলভাবে তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে।

Suspected terrorist arrested: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এসটিএফের হাতে গ্রেফতার আরও এক

দুর্গাপুর, অর্পণ চক্রবর্তী: বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত সন্দেহে এক সন্দেহভাজনকে গ্রেফতার করল এসটিএফ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ আনোয়ার।

এসটিএফ সূত্রে খবর, কর্মসূত্রে চেন্নাইতে থাকতেন অভিযুক্ত শেখ আনোয়ার। তাঁকে চেন্নাই থেকেই গ্রেফতার করে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, গত ছয় মাস ধরে চেন্নাইতে জামাকাপড় ইস্ত্রির কাজে নিযুক্ত ছিলেন শেখ আনোয়ার। বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলেন এই শেখ আনোয়ার। ৩০ বছর বয়সি এই যুবক পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভালুক গ্রামের বাসিন্দা।

এর আগে কাঁকসার পানাগড় থেকে ২২ জুন গ্রেফতার হন শেখ হাবিবুল্লাহ। জানা গিয়েছিল ‘আনসার আল ইসলাম’ নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে বাংলাদেশে। ‘আল কায়দা’র সঙ্গেও ‘আনসার আল ইসলাম’-এর যোগ রয়েছে। সেই সংগঠনেরই একটি শাখা ‘শাহাদত’-এর সঙ্গে যুক্ত ছিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে জেরা করে হারেজ শেখের নাম উঠে আসে। ২৫ জুন হারেজ শেখকে গ্রেফতার করে এসটিএফ রয়েছে। তারপর উঠে আসে ধৃত শেখ আনোয়ারের নাম। এ বার অভিযুক্ত শেখ আনোয়ারকে  চেন্নাই থেকে গ্রেফতার করে এসটিএফ। অভিযুক্ত শেখ আনোয়ারকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক শেখ আনোয়ারকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।

Nadia News: পাগল হারেজকে জঙ্গি মানতে নারাজ পরিবার-সহ গোটা গ্রাম!

মোল্লা পাড়া, নবদ্বীপ: জঙ্গি সন্দেহে STF এর হাতে গ্রেফতার নবদ্বীপের যুবক, আর সেই খবরই কিছুতেই মেনে নিতে পারছেন না গ্রামের বাসিন্দারা। তাদের দাবি বহুদিন ধরেই হারেজের রয়েছে মাথার সমস্যা। এমন কী শুধু সে নয় তার মা ও মানসিক রোগী বলে দাবি করেন প্রতিবেশীরা।

সম্প্রতি, রাজ্য থেকে এক ছাত্রের জঙ্গি যোগাযোগ নিয়ে তোলপাড়, আর এই ঘটনার তদন্তে নেমে তদন্তকারীদের হাতে উঠে এসেছে একের পর এক চমকে দেওয়ার মত তথ্য। আর মঙ্গলবার জঙ্গি সন্দেহে নবদ্বীপের যুবকের গ্রেফতার হওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে তোলপাড় হয় রাজ্য।

আরও পড়ুনঃ জাপানের ‘সূর্যের ডিম’ এবার রাঙামাটির দেশে, একবার হাতে নিলেই মন ভরে যাবে

জানা যায় মঙ্গলবার জঙ্গি সন্দেহে STF এর হাতে গ্রেফতার হয় নবদ্বীপের এক যুবক। সূত্রের খবর ধৃত যুবকের পিতার নাম সিরাজ সেখ, তার বাড়ি নবদ্বীপ ব্লকের মায়াপুর মোল্লা পাড়া এলাকায়। এস টি এফের তথ্য অনুযায়ী তাকে ধরা হয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে। এদিন তাকে আদলতে তোলা হলে আদালত ধৃত হারেজ সেখকে ১৪ দিনের এস টি এফের হেফাজতের নির্দেশ দুর্গাপুর মহাকুমা আদালত। আর এদিন দুপুরে হারেজ শেখের জঙ্গি সন্দেহে গ্রেফতারের খবর চাওড় হতেই মোল্লা পাড়ার বাড়িতে ভিড় জমাতে শুরু করে প্রতিবেশি-সহ বিভিন্ন সংবাদমাধ্যম।

যদিও জঙ্গি সন্দেহে STF এর হাতে গ্রেফতার হওয়া হারেজ শেখের পরিবারের দাবি তার মাথার ঠিক নেই। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। তবে, এই এলাকার কারুর সঙ্গেই সেইরকম কথা বলত না হারেজ ।স্থানীয়দের দাবী হারেজ উচ্চমাধ্যমিক পর্যন্ত পরলেও, সারাদিন মোবাইল ঘাটত আর মাঠে কাজ করত। তবে, বাড়ির ঢিলছোড়া দুরত্বে থাকা মসজিদে নামাজ পড়তে যেত মাঝে মধ্যে।

Mainak Debnath

রিয়াসির পর এবার ডোডা, সেনা-পুলিশের যৌথ চেকপোস্টে জঙ্গি হামলা, জখম ৬ নিরাপত্তা কর্মী

জম্মু ও কাশ্মীর: রিয়াসিতে জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা। এর মধ্যে জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা ও পুলিশের যৌথ চেকপোস্টে হামলা চালাল সন্ত্রাসীরা। গত ৭২ ঘণ্টায় ভূস্বর্গে এই নিয়ে তৃতীয়বার জঙ্গি হানার ঘটনা ঘটল।

সরকারি সূত্র অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে চত্তরগালা এলাকার অস্থায়ী অপারেটিং ঘাঁটিতে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনার পরই নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও পড়ুনBird Flu In Bengal: বাংলায় আবার বার্ড ফ্লু! চার বছরের শিশুর শরীরে ধরা পড়ল H9N2 ভাইরাস, সতর্কতা WHO-র

জঙ্গিরা হামলা চালাতেই পাল্টা গুলি চালাতে শুরু করে সেনাও। ডোডায় শুরু হয় গুলির লড়াই। ঘটনায় ৬ জন গুরুতর জখম হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে স্থানীয় জঙ্গী সংগঠন কাশ্মীর টাইগার্স। পাকিস্তানের জইশ-ই-মহম্মদ এই সংগঠনকে মদত যোগায় বলে জানা গিয়েছে। কাশ্মীর টাইগার্সের তরফে দাবি করা হয়েছে, হামলায় বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে দোগা এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। সেই সময়ই আচমকা হামলা করা হয় বলে সরকারি সূত্রে খবর। কাঠুয়া ও রিয়াসির ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে তৃতীয়বার জঙ্গি হামলার এই ঘটনা ঘটল ভূস্বর্গে।

জম্মু-কাশ্মীরের কাঠুয়ার একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়। এরপর ৯ জুন তীর্থযাত্রীদের বাসে হামলা করে জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে ৯ জনের মৃত্যু হয়। গুরুতর জখম ৩৩ জন। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ডোডায় নিরাপত্তা কর্মীদের চেকপোস্টে হামলা চালাল জঙ্গিরা।

৪ মে পুঞ্চে ভারতীয় বায়ুসেনার কনভয় লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। ডোডার হামলার তাদেরই কাজ বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জঙ্গিদের স্কেচ প্রকাশ করেছে। ঘোষণা করা হয়েছে মাথার দাম।

জম্মু-কাশ্মীরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আনন্দ জৈন বলেন, “এটা প্রতিবেশী শত্রু দেশের কাজ, যারা সর্বদা আমাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এটা (হীরানগর সন্ত্রাসী হামলা) নতুন অনুপ্রবেশ বলে মনে হচ্ছে। একজন জঙ্গি নিহত হয়েছে, আরেকজনের খোঁজে তল্লাশি চলছে”।

 

Pakistan news: পাঁচ মাসে ৫০৪ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে পাকিস্তান, দাবি রিপোর্টে

পেশোয়ার: গত পাঁচ মাসে বিপুল সংখ্যক সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে। সেই সংখ্যাটা ৫০৪ জন, এমনই দাবি করা হয়েছে এক রিপোর্টে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীদের জমা দেওয়া ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তারা নাকি সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন নিরাপত্তা বাহিনীদের দেওয়া তথ্যে দাবি করা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে তাঁরা ৫০৪ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে। যার মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি) এবং হাফিজ গুল বাহাদুর গ্রুপের কিছু সদস্য।

আরও খবর: ভারতের কোচ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর, কী বললেন কেকেআর মেন্টর?

প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের সীমান্ত লাগোয়া একটি এলাকা। যেখানে বেশ সক্রিয় সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান। এই টিটিপি পাকিস্তান সরকারের কট্টর বিরোধি, তাই টিটিপিকে বাগে আনতে বার বার অভিযানে নেমেছে পাক সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনী। ২০০৯ সাল থেকে টিটিপির বিরুদ্ধে লড়াই করেও সুবিধা করতে পারেনি পাক সেনা।

শুধু তাই নয়, রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ১৫৮ জন নিষিদ্ধ সংগঠনের সদস্যকে খুন, অপহরণ- সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পাক সরকারের নিষিদ্ধ করা সংগঠন দু’টির আক্রমণে প্রাণ হারিয়েছেন ২৪০ জন নাগরিক এবং ২০০ জন নিরাপত্তারক্ষী। নিহত হওয়া ৫০৪ জন সন্ত্রাসবাদীর মধ্যে খাইবার পাখতুনখোয়ার রয়েছে ২৫৩ জন এবং বালোচিস্তানের রয়েছে ৩৫১ জন।

আইপিএলে টেনশন, হঠাৎ গ্রেফতার চার জঙ্গি! কেকেআর ম্যাচের কী হবে আজ?

আহমেদাবাদ: হাইভোল্টেজ ম্যাচ। কেকেআর ভক্তরা অধীর আগ্রহে বসে রয়েছেন। তাঁদের আশা, আজই কেকেআর আইপিএল ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। তবে তার জন্য সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে হবে কেকেআরের।

নাইট ভক্তরা বলছেন, কেকেআর এবার যেভাবে পারফর্ম করছে তাতে সানরাইজার্সকে হারানো বড় কোনও ব্যাপার হবে না। তবে এই হাইভোল্টেজ  ম্যাচের আগে টেনশন বাড়ল আহমেদাবাদে।

আরও পড়ুন- কোয়ালিফায়ারে বদলে যাচ্ছে নাইটদের ব্যাটিং অর্ডার! বড় চমক দিতে চলেছে কেকেআর

 আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে হঠাৎ করেই জঙ্গি হানার আশঙ্কা। ফলে টেনশনে আইপিএল। আজকের ম্যাচের জন্য নিরাপত্তা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে দেওয়া হল। নরেন্দ্র মোদি স্টেডিয়াম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এরই মধ্যে।

আজ নাইটদের হয়ে গলা ফাটাতে মাঠে থাকবেন শাহরুখ খান। এমনকী বহু নামী ব্যাক্তিত্বেরও আজ মাঠে থাকার কথা। ফলে নিরাপত্তায় আরও জোরদার করা হয়েছে।

আমেদাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছে চার জঙ্গি। সেই জন্যই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ৩ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। থাকবে ৮০০ প্রাইভেট সিকিউরিটি গার্ড। মাঠে থাকবেন পুলিশের আধিকারিকরা।

আজ নিরাপত্তার তিনটি ধাপ পেরিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন দর্শকরা। গ্যালারি জুড়েও থাকবে কড়া নিরাপত্তা। উল্লেখ্য, কেকেআর-সানরাইজার্স ম্যাচ দেখতে আজ মাঠে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত থাকবেন।

শেষবার ২০১৪ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। বছর দুয়েক আগে ফাইনালে উঠেছিল কেকেআর। তবে খেতাব জেতা হয়নি। তবে গৌতম গম্ভীর মেন্টর হয়ে কেকেআরে যোগ দিতেই  দলের ভোল বদলে গিয়েছে।

আরও পড়ুন- আইপিএল ভারতীয় ক্রিকেটের ভাল করছে না খারাপ? ‘ঠোঁটকাটা’ গম্ভীরের উত্তর চমকে দেবে

এবার দর্শকদের দুর্দান্ত উপহার দিয়েছে কেকেআর। গ্রুপ পর্যায়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। প্যাট কামিন্সের হায়দরাবাদের বিরুদ্ধে আজ জিতলেই ফাইনালে খেলা পাকা হয়ে যাবে।

চাঁদনির দোকানেও গিয়েছিল ধৃত জঙ্গি, আশ্চর্য সত্য এল প্রকাশ্যে

বেঙ্গালুরু বিস্ফোরণে আরও তথ্য NIA-এর হাতে। চাঁদনি চকে মোবাইল দোকানে ধৃত সন্দেহভাজন। মোবাইল ফোন সারাতে চাঁদনি চকের দোকানে গিয়েছিল সন্দেহভাজন জঙ্গি। ১২ মার্চ বিকেলে চাঁদনি চকের দোকানে যায় সন্দেহভাজন জঙ্গি। ১৩ মার্চ বেলা ১১টায় মোবাইল ফোন নিয়ে যান সন্দেহভাজন জঙ্গি। দিন কয়েক আগে দোকান মালিকের সঙ্গে কথা NIA-এর।

Houthi Terrorist: মার্কিন জাহাজ লক্ষ্য করে হুথি জঙ্গিদের পাল্টা হামলা, পরপর মিসাইল আক্রমণ

লোহিত সাগরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত। একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুথি জঙ্গিরা। তার পাল্টা হিসাবে হুথি জঙ্গিদের উপর হামলা চালিয়েছে মার্কিন সেনারা। কিন্তু এবার মার্কিন সেনাদের উপর পাল্টা হামলা চালাল হুথি জঙ্গিরা। আমেরিকা যত পাল্টা আক্রমণ করুক না কেন, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকে সমস্যায় ফেলেছে। হুথি বিদ্রোহীরা, যারা সাগরে আমেরিকান জাহাজকে টার্গেট করে চলেছে, তারা আবারও ধাক্কা খেয়েছে।

বুধবার হুথি বিদ্রোহীরা এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া আমেরিকান জাহাজ মারস্ক ডেট্রয়েটে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ২৪ শে জানুয়ারি দুপুর ১২ টায় হুথি জঙ্গিরা ইয়েমেনের এলাকা থেকে মার্কিন কন্টেইনার জাহাজ এমভি মারস্ক ডেট্রয়েটের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরও পড়ুন,  বাংলায় আজ প্রবেশ করছে রাহুলের ন্যায় যাত্রা, চলবে ৭ দিন ধরে

আরও পড়ুন, শেষ মুহূর্তে প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ফরাসি প্রেসিডেন্টের! ভারতে এসে প্রথমে ঘুরে দেখবেন গোলাপি শহর

ইউএস সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, হুথিদের ছোঁড়া মিসাইলগুলির মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সাগরে পড়েছে। যদিও বাকি দুটি ক্ষেপনাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয় ইউএসএস গ্রেভলি। ফলে ওই পণ্যবাহী জাহাজটির কোনও আঘাত বা ক্ষয়ক্ষতি নেই।

আমেরিকা এবং ব্রিটেন সম্প্রতি ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে অতিরিক্ত হামলা চালিয়েছে। সূত্রের খবর, আমেরিকা ও ব্রিটেন উভয়েই হুথিদের আক্রমণ করে এবং ৮ ঘাঁটি ধ্বংস করেছে। এই হামলাকে সমর্থন করেছে কানাডা, নেদারল্যান্ডস, বাহরাইন এবং অস্ট্রেলিয়াও সমর্থন দিয়েছে।