Fraud Call: ফোনে ঢোকা মেসেজ পড়ে ফেলছেন? উলটোদিকে থাকা প্রতারক খালি করছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বর্তমানে বেড়েছে একটি নয়া সাইবার জালিয়াতির অভিযোগ। গ্যাসের ভর্তুকির টাকা ঢোকার নামে বা বাকি থাকা বিদ্যুতের বিল দেওয়ার নামে ফ্রড ফোন বা এসএমএস। কোন-ও একজন ব্যক্তি ফোন করে গ্রাহকের সঠিক বিবরণ দিচ্ছেন এবং বলছেন, গ্রাহকের কোভিডের সময় কিছু গ্যাস সিলিন্ডার পাওয়ার কথা ছিল, সেগুলি তিনি পেয়েছেন কী না। অথবা গ্যাসের কেওয়াইসি ওভার হয়ে যাওয়ার নামে চলছে প্রতারণা।