পৃথিবী ধ্বংস হবে কীভাবে? ওত পেতে আছে মারাত্মক বিপদ, বিজ্ঞানীদের হাড় হিম করা দাবি

কলকাতা: কীভাবে পৃথিবী ধ্বংস হবে, এই প্রশ্ন বহু মানুষের মনে রয়েছে। বিজ্ঞানীরাও এই বিষয়টিকে বহু বছর ধরে গুরুত্বের সাথে বিবেচনা করছেন।

বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা করা হয়। কেউ পারমাণবিক যুদ্ধকে পৃথিবীর বিনাশের কারণ মনে করেন, আবার কেউ কোভিড-নাইন্টিন-এর মতো ভাইরাসকে কারণ হিসেবে বিবেচনা করেন। কিন্তু এই দুটি ছাড়া এবার আরেকটি বড় কারণকে পৃথিবী ধ্বংসের কারণ হিসেবে দেখছেন এক বিজ্ঞানী। এই অণুজীববিজ্ঞানী বলেছেন, ছত্রাক দ্বারা সৃষ্ট মহামারী মানুষকে নিশ্চিহ্ন করতে পারে।

আরও পড়ুন- গাড়ির স্টিয়ারিং ধরার সঠিক নিয়ম কী? ভুল করেন বহু মানুষ, গাড়ি চালালে জেনে রাখুন

আণবিক মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এবং সংক্রামক রোগের অধ্যাপক আর্তুরো কাসাডেভাল বলেছেন, পেড্রো পাসকাল এবং বেলা রামসে অভিনীত পোস্ট-অ্যাপোক্যালিপটিক টিভি সিরিজ দেখিয়েছিল, ছত্রাক থেকে ছড়ানো মহামারী মানব সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আসলে সেটা কোনও কল্পনা ছিল না। বাস্তবে এমন হতে পারে।

ছত্রাকের ভাইরাসের নাম কর্ডিসেপস। এতে আক্রান্ত লোকজন জম্বির মতো প্রাণীতে পরিণত হয়। তাদের কামড় মানুষকে সংক্রামিত করতে পারে। ডেইলিস্টারের মতে, ৬৭ বছর বয়সী প্রফেসর ক্যাসাডেভাল, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ-এ কাজ করেন, বলেছেন যে ছত্রাক মানব সভ্যতার জন্য ‘হুমকি’।

গত মাসেই তার নতুন বই প্রকাশিত হয়েছে। বইটি ছত্রাক মহামারীর বাস্তব সম্ভাবনা তুলে ধরেছে। তিনি বলেন, “এই মুহূর্তে, আমরা এমন কোনো ছত্রাকের কথা জানি না যা একজন মানুষকে জম্বিতে পরিণত করতে পারে। কিন্তু আমার মনে কোনও সন্দেহ নেই যে আমরা সময়ের সাথে সাথে বিপজ্জনক নতুন ছত্রাকের রোগজীবাণু দেখতে পারি।

আরও পড়ুন- বাইকের মাইলেজ হবে ডাবল! মেকানিককে দিয়ে এই কাজটা করাতে হবে শুধু, জেনে রাখুন

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ছত্রাক মানব সভ্যতার উপর প্রভাব ফেলতে পারে। কিছু ছত্রাক থেকে নতুন রোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ধরনের বেশিরভাগ জীব আপাতত ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না। কিন্তু এই সীমা যে ভবিষ্যতেও থাকবে, তার কোনও গ্যারান্টি নেই বলেই তিনি জানান। তিনি আরও বলেন, ছত্রাক এখনও চিকিৎসা বিজ্ঞানের কাছে একটি গভীর রহস্য।