ভাঙন

Ganga Erosion: বাড়ছে গঙ্গার জল! ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি! আশ্রয় এখন স্কুল

মুর্শিদাবাদ: ফের সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনের কবলে পড়ল সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রাম। লোহরপুর গ্রামের মহরিলের বাগানে থাকা জমি জায়গা তলিয়ে যাওয়ার পাশাপাশি ভাঙ্গনের গর্ভে তলিয়ে গিয়েছে একের পর ভিটে মাটি জমি সহ পরপর পাঁচটি বাড়ি। তলিয়ে গিয়েছে নদী গর্ভে বেশ কিছু জমি। ভাঙনের আতঙ্কে এলাকা ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা।

আসবাবপত্র নিয়ে কোনও রকমে অন্যত্র আশ্রয়ের সন্ধানে যাচ্ছেন গ্রামবাসীরা। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ফের একবার সরব হয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে ভাঙনের জেরে এখন আশ্রয়স্হল শুধুই স্হানীয় স্কুল। স্কুলে মাথা গোঁজার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ভিটে মাটি হারা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। তবে কবে হবে এর শেষ! নাকি একটু একটু করে গঙ্গার গ্রাসে তলিয়ে যাবে আস্ত একটি গ্রাম।

আরও পড়ুন:প্রবল বৃষ্টির কারণে হুহু করে জল ছাড়ছে ফারাক্কা ব্যারেজ, প্লাবনের আশঙ্কা জেলায় জেলায়

নদী পাড়ের বাসিন্দাদের জন্ম থেকেই দুর্ভোগের যেন শেষ নেই। অভিযোগ, ভোট এলেই সব রাজনৈতিক দলের নেতা, প্রার্থী ভাঙন রোধের আশ্বাস দেন। ভোট মিটলে যে কে সেই। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু দুর্গতদের অভিযোগ, ভাঙন শুরু হলেও বিকেল পর্যন্ত প্রশাসনের কোনও আধিকারিকের দেখা মেলেনি। ত্রাণও মেলেনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী