জেলাশাসকদের নিয়ে বৈঠক

Gangasagar: ভাঙনে বিপন্ন গঙ্গাসাগর, উদ্বিগ্ন নবান্ন … মঙ্গলবার সাগর পরিদর্শনে সেচ দফতর

কলকাতা: সাগরে ভাঙন নিয়ে উদ্বিগ্ন নবান্ন। গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের রাস্তা-সহ ঘাটগুলির ভাঙন নিয়ে পরিদর্শনের নির্দেশ নবান্নের তরফে। মঙ্গলবার সাগর পরিদর্শনে যাবেন রাজ্যের সেচ দফতরের সচিব ও দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক-সহ প্রশাসনিক আধিকারিকরা। সেদিন সকালেই সাগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন, বৈঠকও হবে সাগরে।

চলতি মাসে জলোচ্ছ্বাসের জেরে ভেঙেছে কপিলমুনির আশ্রমের সামনের সমুদ্রতট। এরপর পূর্ণিমার কোটালে ফের জলোচ্ছ্বাসের কারণে ভেঙে যায় কপিলমুনির মন্দির সংলগ্ন কংক্রিটের পথ। পরপর এই দুটি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যদিও সামনের সমুদ্রতট এবং রাস্তায় ভাঙন দেখা দিলেও সুরক্ষিত রয়েছে কপিলমুনির আশ্রম, এমনটাই জানিয়েছে সাগর ব্লক প্রশাসন।

২০২৩ সালে গঙ্গাসাগর মেলা শুরুর আগে মন্দিরের সামনে ভাঙন রুখতে সেচ দফতর প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে টেট্রাপড প্রকল্পের কাজ করেছিল।কিন্তু বছর ঘোরার আগেই তা সমুদ্রের গ্রাসে চলে গিয়েছে। ফের মন্দির প্রাঙ্গণের কাছাকাছি সমুদ্রের ভাঙন আটকাতে ২০২৪ সালে গঙ্গাসাগর মেলার আগে কোটি টাকা খরচ করে পাইলট প্রকল্প করেছিল সেচ দফতর। কিন্তু তা-ও সফল হয়নি। তবে মন্দির সুরক্ষিত রয়েছে বলে বার্তা প্রশাসনের। ভাঙন রুখতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে‌ প্রশাসনের পক্ষ থেকে।