শীতের বাগান আলো করে থাকে পিটুনিয়া ফুল। নানারকম রঙে পাওয়া যায় এই মরশুমি ফুল। এমনকি, একটা ফুলে একাধিক রংও থাকে।

Gardening Tips for Petunia Plant: পিটুনিয়াগাছে ফুল ফুটছে না? মাত্র ২ টি কাজেই দ্বিগুণ ফুল শীতের পরও অনেকদিন হবে পিটুনিয়া গাছে

শীতের বাগান আলো করে থাকে পিটুনিয়া ফুল। নানারকম রঙে পাওয়া যায় এই মরশুমি ফুল। এমনকি, একটা ফুলে একাধিক রংও থাকে।
শীতের বাগান আলো করে থাকে পিটুনিয়া ফুল। নানারকম রঙে পাওয়া যায় এই মরশুমি ফুল। এমনকি, একটা ফুলে একাধিক রংও থাকে।

 

অনেকেরই অভিযোগ থাকে যে পিটুনিয়া গাছের যত্ন করলেও ফুল হচ্ছে না। তবে এই গাছের যে খুব বেশি পরিচর্যা করতে হয়, সেটা নয়।
অনেকেরই অভিযোগ থাকে যে পিটুনিয়া গাছের যত্ন করলেও ফুল হচ্ছে না। তবে এই গাছের যে খুব বেশি পরিচর্যা করতে হয়, সেটা নয়।

 

জানুন কিছু সহজ টিপস। যাতে পিটুনিয়া গাছে দ্বিগুণ ফুল পাবেন। তাছাড়া এভাবে যত্ন নিলে শীতের পর বসন্ত ও গরমের শুরুতেও ফুল ফুটবে পিটুনিয়া গাছে।
জানুন কিছু সহজ টিপস। যাতে পিটুনিয়া গাছে দ্বিগুণ ফুল পাবেন। তাছাড়া এভাবে যত্ন নিলে শীতের পর বসন্ত ও গরমের শুরুতেও ফুল ফুটবে পিটুনিয়া গাছে।

 

পিটুনিয়া গাছকে ঝাঁকড়া করতে হবে। মাথায় বেশি বাড়তে দেওয়া যাবে না। বরং সাইডের দিকে ঝাঁকড়া করে তুলতে হবে।
পিটুনিয়া গাছকে ঝাঁকড়া করতে হবে। মাথায় বেশি বাড়তে দেওয়া যাবে না। বরং সাইডের দিকে ঝাঁকড়া করে তুলতে হবে।

 

পিটুনিয়াগাছকে বেশি লম্বা করতে দেওয়া যাবে না। আগার অংশে নিয়মিত পিঞ্চিং করে যেতে হবে। তাহলে চারদিক দিয়ে নতুন শাখাপ্রশাখা বার হবে।
পিটুনিয়াগাছকে বেশি লম্বা করতে দেওয়া যাবে না। আগার অংশে নিয়মিত পিঞ্চিং করে যেতে হবে। তাহলে চারদিক দিয়ে নতুন শাখাপ্রশাখা বার হবে।

 

পিঞ্চিংয়ের পর জৈব তরল সার দিন। বিভিন্ন তরিতরকারির খোসার সঙ্গে সর্ষের খোলপচা জল মিশিয়ে ও মজিয়ে জৈব সার তৈরি করা যায়।
পিঞ্চিংয়ের পর জৈব তরল সার দিন। বিভিন্ন তরিতরকারির খোসার সঙ্গে সর্ষের খোলপচা জল মিশিয়ে ও মজিয়ে জৈব সার তৈরি করা যায়।

 

গাছ বসানোর পর প্রথম দিন দশেক ছায়ায় রাখুন পিটুনিয়া চারাগুলিকে। জল দিয়ে দেখুন গাছ কতটা জল টানছে। এক দিন জল দেওয়ার পর মাটি ভিজে থাকলে পরদিন আর জল দেবেন না। তবে ছায়া মানে কিন্তু অন্ধকার নয়, সরাসরি রোদ যেন না লাগে।
গাছ বসানোর পর প্রথম দিন দশেক ছায়ায় রাখুন পিটুনিয়া চারাগুলিকে। জল দিয়ে দেখুন গাছ কতটা জল টানছে। এক দিন জল দেওয়ার পর মাটি ভিজে থাকলে পরদিন আর জল দেবেন না। তবে ছায়া মানে কিন্তু অন্ধকার নয়, সরাসরি রোদ যেন না লাগে।

 

এইভাবে পরিচর্যা করলেই পিটুনিয়া গাছে ফুলের ঢল নামবে। প্রচুর ফুল ফুটবে এবং দীর্ঘ মরশুম ধরে ফুল ফুটে যাবে।
এইভাবে পরিচর্যা করলেই পিটুনিয়া গাছে ফুলের ঢল নামবে। প্রচুর ফুল ফুটবে এবং দীর্ঘ মরশুম ধরে ফুল ফুটে যাবে।