জুলফিকার মোল্লা, উত্তর ২৪ পরগনা : প্রবল বর্ষণের পর শীতকালীন ফুল গাছের পরিচর্যা! জানুন সহজ কিছু টিপস। শীতের আগে বাগানপ্রেমীরা নানা প্রজাতির শীতকালীন ফুল গাছের রোপণ করেছেন। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। আর পর বাগান আলো করে রঙের ছটায় রঙিন ফুলে ভরে উঠবে বাগান। তার আগেই ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিরন্তর বৃষ্টিতে মন খারাপ গাছপ্রেমীদের। কারণ বৃষ্টির জলে নষ্ট হতে পারে শীতকালীন ফুল ও সবজি গাছ। তবে বৃষ্টির পরেই কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যার সমাধান পাওয়া যেতে পারে।
একটানা অকালবৃষ্টিতে অনেক সময় টবের মাটির উপর জল জমে থাকে। সর্বপ্রথম টবের মাটির উপরে থাকা জল সরিয়ে ফেলুন ও গাছের কোন পাতায় এবং ফুল যদি ভিজে মাটির সঙ্গে থাকে তা তুলে ফেলুন। বৃষ্টির পর রোদ উঠলে প্রথমেই গাছের মাটি হালকা করে খুঁচিয়ে দিন। খেয়াল রাখবেন যেন কোনওভাবেই গাছের গোড়া ও শিকড়ে আঘাত না লাগে। কারণ শীতের ফুল বা সবজির গাছের কাণ্ড নরম হয়। তাই একটু আঘাতেই তা নষ্ট হয়ে যেতে পারে। এর পরপরই বিকালের পর সব গাছে ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে। সাধারণত ১ লিটার জলে এক থেকে দুই চামচ ফাঙ্গিসাইড গুলে গাছের পাতায় স্প্রে করে দিন। প্রথম দিন ফাঙ্গিসাইড স্প্রে করার চার থেকে পাঁচ দিন পর আবার একদিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন।
আরও পড়ুন : ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দিরে অমাবস্যায় কখন শুরু হবে কালীপুজো? জেনে নিন
বৃষ্টির পর টবের মাটি পুরোপুরি শুকনো পর্যন্ত কোনওভাবেই জল দেবেন না। টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক না থাকলে অনেক সময় দেখা যায়, মাটির উপরের স্তর শুকিয়ে গেলেও, ভিতরে ভেজা থাকে। বৃষ্টির পর একটু পরিচর্যার মাধ্যমে শীতকালীন ফুল ও সবজি গাছ সতেজ রাখতে পারবেন।