Tag Archives: Rooftop Garden

Rooftop Mango Garden: আম পাগল নাতির জন্য বাড়ির ছাদেই আস্ত আমবাগান তৈরি করল দাদু!

আলিপুরদুয়ার: নাতি আম খেতে ভালবাসে, এদিকে নিজের বয়স বেড়েছে। তাই যখন তখন বাজারে যেতে পারেন না। আর তাই নাতির আম খাওয়ার সমস্যা দূর করতে বাড়ির ছাদেই দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির আম গাছ লাগিয়ে সাড়া ফেলে দিয়েছেন মনুজা কান্ত ভাদুরি।

ফালাকাটার এই বৃদ্ধর কীর্তি ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। মানুষ যেখানে বাগানে আম গাছ লাগায় সেখানে নাতির জন্য বাড়ির ছাদে আমগাছ বড় করে তুলেছেন। আর সেই গাছগুলোয় দিব্যি সুমিষ্ট আমও ফলেছে। ফলে এলাকার মানুষ মনুজা কান্ত ভাদুরির বাড়ির সামনে দিয়ে গেলেই পাকা আমের মিষ্টি গন্ধ পান।

আর‌ও পড়ুন: দুর্গন্ধের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে বালুরঘাটবাসীর

অবসরপ্রাপ্ত শিক্ষক বছর ৭৪-এর মনুজা কান্ত ভাদুরি বাড়ির ছাদ বাগানে ছয় থেকে সাত প্রজাতির আম ফলিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিডিও অফিস পাড়ার বাসিন্দা তিনি। তাঁর বাড়ির ছাদে অতি দামী মিয়াজাকি আম থেকে শুরু করে আম্রপালি, সুরমা, ফজলি, সুবর্ণরেখা এবং বাংলাদেশের কোটিমন প্রজাতির আম গাছ আছে। এবছর প্রতিটি গাছে ফলনও হয়েছে বেশ ভাল।

তবে দু’বার শিলাবৃষ্টি হওয়ায় বেশ কিছু আম নষ্ট হয়ে গিয়েছে l সকাল থেকে সারাদিনই এই আম গাছের পরিচর্যা করেন মনুজা কান্ত ভাদুরি। তাঁকে সঙ্গ দেয় সাত বছরের নাতি। এই ছাদ বাগানে রয়েছে, আপেল, লেবু, কামরাঙা, অ্যালোভেরা এবং বেশ কিছু প্রজাতির ফুলের গাছ’ও।

অনন্যা দে

Kolkata: ছাদের বাগানে জল দিতে গিয়েছিলেন, হঠাৎ ধুপ করে আওয়াজ! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়, সব শেষ বৃদ্ধের

কলকাতা: বাগুইহাটির দেশবন্ধু নগরে বহুতল আবাসনের তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু শান্তি ভূষণ রায় নামে এক বৃদ্ধের। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাগুইহাটি দেশবন্ধু নগর এবি৮/ ২৯ জয়াভবনের তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু বছর আটাত্তরের বৃদ্ধ শান্তি ভূষণ রায়ের। দুপুর ১২ টা নাগাদ তিনি ছাদে উঠেছিলেন, তারপর হঠাৎ করে কীভাবে পড়ে গেলেন তিনি, তা নিয়ে তদন্ত করে দেখছে বাগুইআটি থানা পুলিশ।

আরও পড়ুন: ভারতের ট্রেনে টয়লেট কিন্তু এক বাঙালির অবদান! এক চিঠিতেই কাজ, তারপর যা হল…চমকে যাবেন শুনে

নিছকই কি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য, সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ। তবে স্থানীয় সূত্র মারফত খবর ছাদে তিনি প্রায়ই যেতেন গাছ পরিচর্যার জন্য। সেই মতো সোমবারও গিয়েছিলেন গাছে জল দেওয়ার জন্য।

তবে কীভাবে পাঁচিল টপকে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

Chilli Cultivation: ছাদ বাগানে এই পদ্ধতিতে লঙ্কা গাছ লাগালে প্রচুর ফলন, আর বাজার থেকে কিনতে হবে না

উত্তর দিনাজপুর: বাজার থেকে আর কিনে খেতে হবে না কাঁচা লঙ্কা। বাড়িতেই করুন ঝাল ঝাল লঙ্কার চাষ। লঙ্কা ছাড়া বাঙালির কোন‌ও তরকারিই ঠিক যেন জমে না। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এই লঙ্কা ওষুধ ও মসলা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে দিন দিন বাজারের লঙ্কার দাম বেড়েই চলেছে। তবে আর বাজার থেকে দাম দিয়ে লঙ্কা কেনার দরকার নেই। এই পদ্ধতি মেনে চললে বাড়িতেই দুর্দান্ত লঙ্কা ফলাতে পারবেন আপনি।

সাধারণত মে থেকে জুন মাসের মধ্যে লঙ্কার চারা লাগালে গাছ ভাল হয়। তবে কাঁচা লঙ্কা গাছ বছরে যে কোন‌ও সময় লাগাতে পারেন। কীভাবে এই লঙ্কা চাষ করা হয় জানেন? কৃষি বিশেষজ্ঞ রাধিকারঞ্জন দেবভূতি জানান, কাঁচা লঙ্কা চাষের জন্য গরমকাল দারুণ উপযোগী। কাঁচা লঙ্কা চাষের জন্য খুব বড় টব না হলেও মাঝারি আকারে টবে এই লঙ্কা চাষ করতে পারেন। তবে টবে গোবর সার দিয়ে তারপর লঙ্কার চারা লাগাবেন। আপনি চারা কিনেও টবে লঙ্কার গাছ লাগাতে পারেন কিংবা বাড়িতে থাকা শুকনো লঙ্কার বীজ ছড়িয়ে দিয়ে চারা উৎপাদন করে নিতে পারবেন।

আর‌ও পড়ুন: সাবধান! অনেক ওপর থেকে নজর রাখছে পুলিশ, উড়ছে ড্রোন

তবে লঙ্কা গাছে প্রতিদিন ভাল করে জল ও সার দিয়ে পরিচর্যা করতে হবে। লঙ্কা গাছ বড় হলে যদি কোন‌ও একদিকে ঝুঁকে যায় তাহলে একটি লাঠি দিয়ে লঙ্কার গাছকে সোজা করে দাঁড় করিয়ে রাখুন। কিছুদিন পরেই গাছে ফুল-ফল দেখা যাবে। এই লঙ্কা গাছে সার হিসেবে ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তবে টবে লঙ্কা চাষের সময় জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে। যাতে খুব বেশি জল না দেওয়া হয়। আবার কম জল দিলেও গাছ মরে যাবে। তাই টবের শুকনো অবস্থা দেখে জলের পরিমাণটা ঠিক করতে হবে। এইভাবেই খুব সহজেই বাড়িতে সামান্য জায়গা কিংবা টবের মধ্যেই লাগিয়ে ফেলুন লঙ্কার চারা। আর সারা বছর পান ঝাললঙ্কা।

পিয়া গুপ্তা

Mango Farming on Rooftop Garden: ছাদের টবের গাছেই ফলবে ঝুড়ি ঝুড়ি আম! রইল অল্প যত্নের সহজ টিপস

গরমকাল মানেই আমের মরশুম। আমগাছ বাড়িতে থাকবে মানে অনেক বেশি জমি জায়গা দরকার, তা নয়। সঠিক পরিচর্যায় সহজেই টবে কলমের গাছে ফলাতে পারবেন আম।
গরমকাল মানেই আমের মরশুম। আমগাছ বাড়িতে থাকবে মানে অনেক বেশি জমি জায়গা দরকার, তা নয়। সঠিক পরিচর্যায় সহজেই টবে কলমের গাছে ফলাতে পারবেন আম।

 

 শীতকাল ছাড়া যে কোনও সময়েই আমের চারা টবে বসাতে পারেন। যত বড় চারা, সেই অনুপাতে টব নেবেন। সঠিক ভাবে তৈরি করুন মাটি।
শীতকাল ছাড়া যে কোনও সময়েই আমের চারা টবে বসাতে পারেন। যত বড় চারা, সেই অনুপাতে টব নেবেন। সঠিক ভাবে তৈরি করুন মাটি।

 

 ঝুরঝুরে নরম মাটি তৈরি করুন। যাতে জল না দাঁড়ায়। চেলে নেওয়া বেলে বা দোআঁশ মাটি নিন ৪০ শতাংশ। না পেলে একটু বালি মিশিয়ে নিন।
ঝুরঝুরে নরম মাটি তৈরি করুন। যাতে জল না দাঁড়ায়। চেলে নেওয়া বেলে বা দোআঁশ মাটি নিন ৪০ শতাংশ। না পেলে একটু বালি মিশিয়ে নিন।

 

এর সঙ্গে মেশান শতকরা ২০ ভাগ কোকোপিট, গোবরসার কম্পোস্ট ও হাড়ের গুঁড়ো। কিছুটা নিমখোলও মেশান। সব উপকরণ ভাল করে মেশালেই আমচারা তৈরি।
এর সঙ্গে মেশান শতকরা ২০ ভাগ কোকোপিট, গোবরসার কম্পোস্ট ও হাড়ের গুঁড়ো। কিছুটা নিমখোলও মেশান। সব উপকরণ ভাল করে মেশালেই আমচারা তৈরি।

 

টবে জলনিকাশি ব্যবস্থা যাতে ভাল হয়, সেটা খেয়াল রাখুন। স্টোনচিপস, বালি স্তরে স্তরে সাজিয়ে তার পর মাটি দিন। এর পর সাবধানে আলতো হাতে গাছ বসান।
টবে জলনিকাশি ব্যবস্থা যাতে ভাল হয়, সেটা খেয়াল রাখুন। স্টোনচিপস, বালি স্তরে স্তরে সাজিয়ে তার পর মাটি দিন। এর পর সাবধানে আলতো হাতে গাছ বসান।

 

প্রথম ক’দিন হাল্কা ছায়ায় রাখুন গাছ। তার পর সরাসরি রোদে রাখুন। চড়া রোদ না পেলে কিন্তু আমগাছের বৃদ্ধি ভাল হবে না।
প্রথম ক’দিন হাল্কা ছায়ায় রাখুন গাছ। তার পর সরাসরি রোদে রাখুন। চড়া রোদ না পেলে কিন্তু আমগাছের বৃদ্ধি ভাল হবে না।

 

গ্রাফ্টিংয়ের গাছে তাড়াতাড়ি মঞ্জরী আসবে। আঁটি ফেলে গাছ হলে তাতে মঞ্জরী আসতে সময় নেবে। মঞ্জরীর সময় কোনও কীটনাশক দেবেন না। আম ধরলে তার পর নিমতেল স্প্রে করে দিন। তাহলে পোকামাকড় হবে না।
গ্রাফ্টিংয়ের গাছে তাড়াতাড়ি মঞ্জরী আসবে। আঁটি ফেলে গাছ হলে তাতে মঞ্জরী আসতে সময় নেবে। মঞ্জরীর সময় কোনও কীটনাশক দেবেন না। আম ধরলে তার পর নিমতেল স্প্রে করে দিন। তাহলে পোকামাকড় হবে না।

 

জৈব সার সব সময় দিন আমগাছে। সবজির খোসা ভেজানো জল, সরষের খোল ভেজানো জল মাসে এক বার গাছে দিন। কলার খোসা শুকিয়ে জলে মজিয়ে সেই জল দিন আমগাছে। কলার খোসায় পটাশিয়াম থাকে বলে গাছের উর্বরতা বৃদ্ধি করে।
জৈব সার সব সময় দিন আমগাছে। সবজির খোসা ভেজানো জল, সরষের খোল ভেজানো জল মাসে এক বার গাছে দিন। কলার খোসা শুকিয়ে জলে মজিয়ে সেই জল দিন আমগাছে। কলার খোসায় পটাশিয়াম থাকে বলে গাছের উর্বরতা বৃদ্ধি করে।

 

এর বেশি যত্ন আমগাছের দরকার নেই। নিশ্চিন্তে ছাদের টবে আমগাছ বসান। ৬-৭ বয়সি গ্রাফ্টিংয়ের চারা বসালে দ্রুত ফল পাবেন।
এর বেশি যত্ন আমগাছের দরকার নেই। নিশ্চিন্তে ছাদের টবে আমগাছ বসান। ৬-৭ বয়সি গ্রাফ্টিংয়ের চারা বসালে দ্রুত ফল পাবেন।