Tag Archives: North Dinajpur News

North Dinajpur News: জাতীয় সড়কে উল্টে গেল ‌কলকাতা-শিলিগুড়ি বাস!মৃত ২, আহত ১৫

উত্তর দিনাজপুর:উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাস দুর্ঘটনায় মৃত ২ জখম প্রায় ১৫ থেকে ২০ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মত কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি।

এরপর চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুন:পুলিশের ঘরণী নার্স, বিবাহ বার্ষিকীকে স্মরণীয় করতে জুটিতে যা কাণ্ডটা করলেন…

জখমদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসে কোনও যান্ত্রিক গোলযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা

Black Plum Cultivation: এবার টবেই ফলবে গাছভর্তি রসালো কালো জাম! শুধু জানতে হবে ‘এই’ সহজ পদ্ধতি

উত্তর দিনাজপুর: বড় গাছ নয় ছোট গাছেই ধরবে সুস্বাদু জাম। ছোট থেকে বড় সকলের জন্যই ভীষণ পুষ্টিকর জাম।একটা সময় চারপাশে অনেক বড় বড় জামের গাছ দেখা গেলেও জায়গার অভাব ও উঁচু গাছ থেকে জাম পাড়ার ঝামেলার কারণে অনেকেই নিজের বাড়িতে বা বাগানে জাম গাছ লাগাতে পছন্দ করেন না। তবে বড় বড় গাছ থেকে আর জাম পাড়ার ঝামেলা পোহাতে হবে না। বড় টবের মধ্যে ছোট গাছেই ধরবে জাম।

কৃষিবিদ তারা প্রসাদ জানান, আগের মত এখন আর বড় বড় জাম গাছ লাগাতে হয় না। ছোট গাছে টবেই হয় জাম। হাইব্রিড জাতের এই জাম গাছের বীজ কিনে সেই বীজ থেকে চারা তৈরি করে টবে রোপন করলে দুই থেকে তিন বছরের মধ্যেই পাবেন জাম। জামের ফল পাকে সাধারণত এপ্রিল থেকে জুনের মাঝামাঝি সময়।আপনার ছাদ বাগানে খুব সহজে লাগিয়ে নিতে পারেন থাই হাইব্রিড উচ্চ ফলনশীল কালো জাতের জাম।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

যে কোনও নার্সারিতে আপনি এই গাছ পেয়ে যাবেন। এই থাই হাইব্রিড জাতের জামে কোনওরকম কস থাকে না। এছাড়া এটি ভীষণ মিষ্টি হয়। এই গাছগুলো ছোট হয় এবং এই থাই প্রজাতির কালো জাম অল্প সময়ে বেশি ফল দেয়। অল্প সময় ফল পেতে হলে আপনি লাগাতে পারেন এই থাই প্রজাতির কালো জাম।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

দু’বছর বয়স থেকে আপনি গাছে ফল পাবেন। এই গাছে অতিরিক্ত ডালপালা হলে সেই ডালপালা কেটে বাদ দিতে হবে। প্রতিবছর এই গাছে সার যুক্ত মাটি দিতে হবে। ব্যস্ততার যুগে প্রত্যেকের সময় কম তাই কম সময় বাড়িতে এই থাই হাইব্রিড প্রজাতির জাম গাছ লাগালেই ভাল ফলন পাবেন।

পিয়া গুপ্তা

North Dinajpur News: পুকুর পাড়ে খেলতে গিয়েই সর্বনাশ! হুড়মুড় করে ধসে পড়ল মাটি! তারপর…

উত্তর দিনাজপুর:পুকুর পাড়ে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু আট বছরের কন্যা সন্তানের। ঘটনাটি করণদিঘি থানার লাহুতাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েতের সরগাও গ্ৰামে। স্থানীয় বাসিন্দারা বলেন, সরগাও গ্ৰামে মাঠের মধ্যে একটি পুকুর গত ১ সপ্তাহ হয়েছে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে পুকুরের পাড় বাঁধার কাজ করা হয়েছিল, সেখানেই সরগাও আদিবাসী পাড়ার ৩ নাবালিকা খেলতে যায়।

পুকুর পাড়ের মাটি হাত দিয়ে খুড়ছিল সেই সময় পাড়ের মাটি ধসে চাপা পড়ে যায় রাধা বাস্কে নামে ওই নাবালিকা মেয়ে। পুকুর পাড়ে থাকা বাকি দুই বান্ধবীর মাটি চাপা পড়ে যাওয়ার খবর গ্রামবাসীদের কানে পৌঁছাতেই দৌড়ে গ্ৰামবাসীরা পুকুরে পৌঁছায়,মাটি সরিয়ে রাধার দেহ উদ্ধার করে গ্ৰামবাসীরা।

আরও পড়ুন:রোজ ঠাকুরের পায়ে অর্পণ করেন এই পাতা, কিন্তু জানেন কি চকচকে ব্রন মুক্ত স্কিনে এই পাতা যেন ম্যাজিক

রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে চিহ্নিত করেন ডাক্তাররা। করণদিঘি থানার পুলিশ মৃতদেহটি এরপর ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার জেরে গোটা পরিবার শোকস্তব্ধ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা

Bel Pata: রোজ ঠাকুরের পায়ে অর্পণ করেন এই পাতা, কিন্তু জানেন কি চকচকে ব্রন মুক্ত স্কিনে এই পাতা যেন ম্যাজিক

:বেলের উপকারিতা তো আমরা সকলেই জানি বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কিন্তু শুধু বেল নয় বেলের পাতার একাধিক উপকারিতা রয়েছে জানেন কি? শুধু পুজোর কাজেই নয় , এই বেলপাতা কিন্তু আপনি রূপচর্চার কাজেও সমানভাবে ব্যবহার করতে পারেন। Photo- File 
:বেলের উপকারিতা তো আমরা সকলেই জানি বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কিন্তু শুধু বেল নয় বেলের পাতার একাধিক উপকারিতা রয়েছে জানেন কি? শুধু পুজোর কাজেই নয় , এই বেলপাতা কিন্তু আপনি রূপচর্চার কাজেও সমানভাবে ব্যবহার করতে পারেন। Photo- File
বেলের পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ত্বকের ভিতর থেকে ব্রন ভাল করতে সাহায্য করে । ব্রন ভাল করতে বেলের পাতা ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু কিভাবে ব্যবহার করবেন বেলের পাতা জানেন কি? Photo- File 
বেলের পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ত্বকের ভিতর থেকে ব্রন ভাল করতে সাহায্য করে । ব্রন ভাল করতে বেলের পাতা ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু কিভাবে ব্যবহার করবেন বেলের পাতা জানেন কি? Photo- File
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, বেলের পাতা প্রথমে ব্লেন্ডার করে নিন। এরপর সেই বেলের পাতায় হাফ চামচ মধু এক চামচ নিমের পাতা বাটা এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর যেখানে ব্রম হয়েছে সেই জায়গায় ভালভাবে অ্যাপ্লাই করুন। Photo- File 
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, বেলের পাতা প্রথমে ব্লেন্ডার করে নিন। এরপর সেই বেলের পাতায় হাফ চামচ মধু এক চামচ নিমের পাতা বাটা এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর যেখানে ব্রন হয়েছে সেই জায়গায় ভালভাবে অ্যাপ্লাই করুন। Photo- File
৩০ মিনিট পর গরমের সময় ঠান্ডা জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন । প্রতিদিন এভাবেই ব্রনের উপর এই বেল পাতা ব্যবহার করলেই কয়েকদিন পরেই ম্যাজিকের মত রেজাল্ট পাবেন। Photo- File 
৩০ মিনিট পর গরমের সময় ঠান্ডা জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন । প্রতিদিন এভাবেই ব্রনের উপর এই বেল পাতা ব্যবহার করলেই কয়েকদিন পরেই ম্যাজিকের মত রেজাল্ট পাবেন। Photo- File
ব্রণ দূর করতে বেল পাতা ভীষণ কার্যকরী একটি উপাদান। তাই মুখে ব্রণ হলে আর চিন্তা না করেই বাড়িতে বেল গাছ থাকলে সেই বেলের পাতা দিয়ে করুন ব্রণের নিরাময়।। Input- Piya Gupta 
ব্রণ দূর করতে বেল পাতা ভীষণ কার্যকরী একটি উপাদান। তাই মুখে ব্রণ হলে আর চিন্তা না করেই বাড়িতে বেল গাছ থাকলে সেই বেলের পাতা দিয়ে করুন ব্রণের নিরাময়।। Input- Piya Gupta

 

North Dinajpur News: পরনে সুতির শাড়ি, হাতে লাঠি নিয়ে রাস্তায় মহিলারা! কারণ জানলে অবাক হবেন

উত্তর দিনাজপুর: পরনে সুতির শাড়ি ও হাতে লাঠি নিয়ে রাস্তায় মহিলারা। দেদার চালাচ্ছেন ভাঙচুর! ছবিটা এখন চোপড়ার মাঝিয়ালী গ্রামের প্রায় সমস্ত এলাকায়। কিন্তু কেন হঠাৎ এই ভাঙচুর? গ্রামের সাধাসিধে মহিলাদের এই রণচণ্ডী রূপ দেখে অবাক হচ্ছেন তো? নেপথ্যে রয়েছে এক বিরাট ঘটনা জানলে অবাক হবেন!

আসলে বেশ কিছুদিন ধরেই গ্রামের একের পর এক পুরুষ নেশাগ্রস্ত হয়ে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছেন। গ্রামের আনাচে-কানাচে চোলাই মদের ঠেক। মদ্যপান করে প্রায় সময় রাস্তা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন একে পর এক পরিবারের কর্তা। তাই এবার লাঠি হাতে নিয়ে রণচন্ডী রূপ ধারণ করল এলাকার মা দুর্গারা।

আরও পড়ুন:মুকুল আসতে শুরু করেছে লিচু গাছে! এ সময় মেনে চলুন এই টিপস! ফলে ভরবে গাছ

নিজেদের পরিবারের সদস্যদের বাঁচাতে একত্রিত হয়ে অবৈধ মদের ঠেক গুলিতে লাঠি হাতে মদ তৈরির সমস্ত সরঞ্জাম ভাঙচুর করেন গ্রামের মহিলারা। চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রামের এই ঘটনা। জানা যায় প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ মদ তৈরি। চিরতরে এলাকায় যাতে কোন চোলাই মদের কারখানা না হয় তাঁর জন্য জোর কদমে আন্দোলনও চালাচ্ছেন গ্রামের মহিলারাই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা

Lok Sabha Election 2024: ‘অজুহাত ছাড়ুন! ভোটের ডিউটি করুন!’ ইভিএম হাতে বললেন বিশেষভাবে সক্ষম ব্যক্তি!

উত্তর দিনাজপুর: যখন বিভিন্ন সময় সরকারি চাকরিজীবীদের দেখা যায় ভোটের ডিউটি থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের অজুহাত দেখাতে। সেই সময় কোনরকম অজুহাত ছাড়াই নিষ্ঠা সহকারে নিজের ডিউটি পালন করতে দেখা গেল বিশেষভাবে সক্ষম শামীম আখতারকে।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা শামীম আখতার !তিনি একজন বিশেষভাবে সক্ষম ফুড এন্ড সাপ্লাই বিভাগের কর্মী। গত বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত সব ভোটেই তিনি ভোট কর্মীর কাজ করেছেন। এই লোকসভা ভোটে অন্যথা নয় তিনি আনন্দে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মী হয়ে।

আরও পড়ুন: চিনে নিন এই গাছ ও ফল! ক্যানসারের মহা-ওষুধ! কোথায় পাবেন? জানুন

শামীম আখতার বলেন, আমার কোন অসুবিধা হয় না। আমি আনন্দে এই উৎসবে যাচ্ছি। অন্যরা যখন ভোট গ্রহণ কেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করেন? তার উত্তরে তিনি বলেন ভোটের সঙ্গে যুক্ত হন মনে শক্তি নিয়ে ভোটের কাজ করুন আপনারা আমার থেকেও অনেকেই ভাল আছেন। এই শামীম আখতারের মত সমাজের কিছু মানুষই শিখিয়ে দেয় কোন রকম অজুহাত ছাড়াই কিভাবে নিষ্ঠা সহকারে নিজের দায়িত্ব পালন করতে হয়।

পিয়া গুপ্তা

Litchi Cultivation Care: মুকুল আসতে শুরু করেছে লিচু গাছে! এ সময় মেনে চলুন এই টিপস! ফলে ভরবে গাছ

উত্তর দিনাজপুর: আপনার কি লিচু গাছে গুটি আসতে শুরু করেছে? এই সময় করতে হবে সঠিকভাবে পরিচর্যা নইলে কিন্তু গুটি আসলেও ভাল ফলন পাবেন না লিচুর। আমাদের অনেকেই বাড়িতেই সখ করে লিচু গাছ লাগিয়ে থাকি, কেউবা লিচুবাগান করে থাকি। কিন্তু বেশ কিছু সমস্যা আছে, যার কারণে কিন্তু লিচুর ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কচি অবস্থায় লিচু পড়ে যাওয়া,ফেটে যাওয়া, ফলের গায়ে ফোস্কার মতো দাগ হওয়া,বা লিচুর গোড়ায় পোকা হয়ে যাওয়া। কিন্তু কীভাবে পরিচর্যা করলে এই সমস্যাগুলোর হাত থেকে নিস্তার মিলবে? লিচুর উন্নত মানের ভাল ফলন পেতে গুটি আসার পর থেকে শুরু করে দিতে হবে পরিচর্যা। কৃষি বিশেষজ্ঞ তারা প্রসাদ জানান, এই সময় লিচু গাছে মটর দানার আকৃতির গুটি চলে এসেছে এই সময় জল সেচ করতে হবে। তবে এই সময় প্রয়োজন মাফিক হালকা সেচ দিয়ে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে।

আরও পড়ুন:দ্বিতীয় দফায় ৩ কেন্দ্রে ভোট, রায়গঞ্জে প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী কে? শিক্ষায় এগিয়ে কে?

এটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ মাটি একবারে শুকিয়ে যাওয়ার পর জল সেচ দিলে জলের আর্দ্রতার তারতম্যের কারণে ফল ঝরে যাওয়া ও ফেটে যাওয়ার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তিন থেকে চার দিন অন্তর অন্তর গাছের পাতায়হালকা করে জল স্প্রে করতে হবে এতে পোকামাকড় কিংবা ধুলোবালি গাছে থাকলে ধুয়ে যাবে। এছাড়াও লিচু গাছে সপ্তাহে দুদিন অন্তর অন্তর জল দিতে হবে। এইভাবেই বাগান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই লিচু গাছে দুর্দান্ত ফলন পাবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা

North Dinajpur News: জেলার তৈরি কাঠের মুখোশের কদর বাড়ছে! বাজার ধরতে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প হল মুখা। জেলার রাজবংশী সম্প্রদায়ের লোকাচার ও ধর্মবিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কাঠের মুখোশ আর মুখা নাচ। বৈশাখ থেকে আষাঢ়, শ্রাবণ মাসের মধ্যে বিভিন্ন পুজো ও মেলাতে এই মুখা নাচ বেশ জনপ্রিয়। এই মুখা নাচের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের রঙ বেরঙের মুখোশের। তবে শুধু জেলা নয় জেলা ছড়িয়ে ভিন রাজ্য তে পাড়ি দেয় উত্তর দিনাজপুর জেলার এই মুখোশ।

ছাতিম,শিমুল,গামা,শিশু,আম,জাম,আকাশমনি সহ বিভিন্ন ধরনের কাঠের মুখোশ। মুখোশ বানানোর জন্য পঞ্চাশ সেমি থেকে ৯০ সেমি পরিধি বিশিষ্ট কাঠের খণ্ড নিতে হয়। এই মুখোশে মানুষের দাঁত, মুখ ,চোখ নাক বিশেষ বাটালির সাহায্যে বানানো হয়। এরপর তার ওপর তারপিন তেলের সঙ্গে রং মিশিয়ে মুখোশের কাজ সম্পন্ন করা হয়।

আরও পড়ুন:ভোটারের বয়স ১২১ বছর! জীবনে প্রথমবার বাড়িতে বসে ভোট দিলেন ঝালন বেওয়ার

মুখোশ শিল্পকে কেন্দ্র করে বহু স্বনির্ভর গোষ্ঠী ও এখানে গড়ে উঠেছে। দীর্ঘ ২২ বছর ধরে এই মুখোশ তৈরির কাজের সাথে যুক্ত বিপুল দেব শর্মা জানান নিজের জেলাতে তেমন চাহিদা না থাকলেও বাইরের রাজ্যে এই মুখোশের ভীষণ চাহিদা রয়েছে।এই মুখোশ বানানোর কাজ তারা মূলত শিখেছেন কুশমন্ডির মহিষবাথান থেকে। এই মুখোশ গুলির মধ্যে অন্যতম হলো আদিবাসী নৃত্য মুখোশ, এছাড়া দুর্গা ,কালী, ডাকিনী সহ বিভিন্ন দেব-দেবতার মুখোশ। এই মুখোশ শিল্পকে কেন্দ্র করেই জেলার বহু মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা

North Dinajpur News: ‘শিরুয়া’ কথার মানে জানেন? না জানলে আপনাকে ‌যেতেই হবে করণদিঘির এই স্নান মেলায়

উত্তর দিনাজপুর: প্রতিবছরের মত এবারও শুরু হয়েছে রাজবংশী সম্প্রদায়েরঐতিহ্যবাহী শিরুয়া মেলা। টানা দশ দিন চলে এই মেলা। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় কাছে এই মেলার আকর্ষণ প্রবল। উত্তর দিনাজপুরের করণদিঘিতে কর্ণরাজার পুকুরে এই ঐতিহ্যবাহী শিরুয়া মেলা শুরু হয়েছে। এই মেলার টানে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে তো বটেই, এমনকি বিহার থেকেও বহু মানুষ করণদিঘিতে ছুটে আসেন।

কামতাপুরি বা কোচ ভাষায় শিরুয়া শব্দের অর্থ স্নান। তাই অনেকেই এই মেলাকে স্নানের মেলাও বলে থাকেন। এই মেলার ইতিহাস সম্পর্ক জানা যায় বিহারের পূর্ণিয়ার রাজা পৃথ্বীচাঁদ লাল এই মেলার সূচনা করেছিলেন। কথিত আছে এই করণদিঘি বা কর্ণদিঘি একসময় অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এখানকার এক দিঘিতে স্নান করতেন মহাভারতের দাতা কর্ণ। সেই পুকুরকে কেন্দ্র করে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠেছে লোক বিশ্বাস। আর সেই উপলক্ষেই উৎসবে মাতেন সবাই।

আরও পড়ুন:এক চুমুকেই শরীর ঠান্ডা…! মাত্র ৫ মিনিটে বানিয়ে নিন কাঁচা আমের শরবত, রইল চটজলদি রেসিপি

রাজবংশীরা বিশ্বাস করেন এই পুকুরে যা মানত করা হয় তাই পূরণ হয়ে থাকে। আজও বহু মানুষ বছরের নতুন বছরের প্রথম দিন থেকে এই কর্ণ রাজার পুকুরে স্নান করে পাশেই শিবমন্দিরে মনের ইচ্ছে জানান। তারপর শিরুয়া মেলায় সামিল হন। একসময় তিন মাস ধরে এই শিরুয়া মেলা চলত। সাধারণ মানুষ তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকেই সংগ্রহ করতেন। কাঠের জিনিসের জন্য এই মেলা বিখ্যাত। জানা যায় একসময় পয়লা বৈশাখের ১৫ দিন আগে থেকেই বাড়িতে বাড়িতে এই মেলার প্রস্তুতি শুরু হয়ে যেত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা

Poila Baishakh Men Trending Dress: জলের দরে সস্তা, পয়লা বৈশাখে ট্রেন্ডিং ছেলেদের এই পোশাক! কোথায় মিলছে জানেন?

উত্তর দিনাজপুর: বাঙালি নববর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।বাঙালির সবচেয়ে বড় উৎসব হল বাংলার নববর্ষ। এই নববর্ষে শুধু মেয়েরাই নয় সাজগোজে মেয়েদের কেউ টেক্কা দিচ্ছে ছেলেরাও। পোশাক নিয়ে পুরুষরাও আজকাল রীতিমতো এক্সপেরিমেন্ট করছেন। তবে বাংলার নববর্ষ হোক কিংবা উৎসব অনুষ্ঠান বাঙালি ছেলেদের সাবেকি পোশাকই এখন ফার্স্ট চয়েজ।

বর্তমানে পয়লা বৈশাখের ট্রেন্ডিং পোশাকে রয়েছে পুরুষদের জন্য কটনের পাঞ্জাবি যা গরমে পড়ার জন্য আদর্শ। ছোট থেকে বড় সকলের বিভিন্ন সাইজ ও ভ্যারাইটি কালার মিলছে এই পাঞ্জাবিতে। ইতিমধ্যে বাংলা নববর্ষকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলো তাদের বৈশাখী পোশাকে পসরা সাজিয়েছে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

পাঞ্জাবি ছাড়াও ছেলেদের জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শার্ট ও টি-শার্ট মাত্র ১৯৯ টাকায়। শার্ট-শার্টের প্যাটার্নে নতুনত্ব থাকছে এবার। থাকছে চিত্রকলার প্রিন্টেড শার্ট ও টি-শার্টও। এছাড়াও বাঙালি নববর্ষের ট্রেন্ডিং-এ রয়েছে বিভিন্ন ধরনের ধুতির সম্ভারও।

বাজারের ১০০০ থেকে ১৫০০ টাকার ধুতি চৈত্র সেল উপলক্ষে পাওয়া যাচ্ছে মাত্র ৬০০ থেকে ৭০০ টাকায়। তাছাড়া ঈদ ও নববর্ষ দুটো উৎসবকে সামনে রেখে এবছর ফ্যাশন হাউসগুলো ছেলেদের পোশাকেও নতুনত্ব সম্ভার নিয়ে এসেছে।

পিয়া গুপ্তা