প্রতীকী চিত্র

Gas Cylinder: গ্যাসে রান্না করেন? সিলিন্ডার চেঞ্জ করার এই ভুল করেন না তো? বাঁকুড়ায় যা ঘটল, আঁতকে উঠবেন

বিষ্ণুপুর: রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগল ঘরে। পুড়ে ছাই হয়ে গেল গৃহস্থের রান্নাঘর। অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবারের তিনজন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায়।

স্থানীয় ভাবে জানা গিয়েছে, সোমবার সকালে বিষ্ণুপুর শহরের তাঁতিপাড়া এলাকায় নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সুচিত্রা মুখোপাধ্যায়। রান্না চলাকালীন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সিলিন্ডার বদল করেন তিনি। নতুন সিলিন্ডার লাগিয়ে রান্না শুরু করতেই আচমকা সিলিন্ডারের মুখে আগুন লেগে যায়।

আরও পড়ুন: চোর সন্দেহে নির্মম মার, আরও দুই মৃত্যু! গণপিটুনি রোগ এবার ঝাড়গ্রাম, তারকেশ্বরে

বিষয়টি নজরে আসার পর প্রথমে নিজেই সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ভয়াবহ আকার নেওয়ায় ছেলে ও ভাইপোকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেন সুচিত্রা। প্রায় আধ ঘন্টা ধরে সিলিন্ডার জ্বলার পর রান্নাঘরের মধ্যেই আচমকা সশব্দে সিলিন্ডারটি ফেটে যায়।

আগুনে পুড়ে যায় রান্নাঘরের বিভিন্ন সামগ্রী। রান্নাঘরের দরজা বন্ধ থাকায় আগুন বাড়ির অন্যত্র ছড়ায়নি বলে দাবি পরিবারের। ক্ষতিগ্রস্থ গৃহস্থের দাবি, আগুন লাগার পরই দমকলকে খবর দেওয়া হলেও দমকল ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিভে যাওয়ার পর।