ভারতের কোচ হবেন গম্ভীর?

Gautam Gambhir team India coach: গৌতম গম্ভীরকে ভারতের হেড কোচ হওয়ার প্রস্তাব দিল বিসিসিআই, আর দেখা যাবে কেকআর ডাগ আউটে?

ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হল গৌতম গম্ভীরকে। বিসিসিআইয়ের তরফে ভারতের হেড কোচ প্রস্তাব দেওয়া হয়েছে কেকেআরের মোন্টর গৌতম গম্ভীরকে, সূত্রের খবর এমনই।

আরও পড়ুন: ট্রেনের মিডল বার্থে টিকিট কেটেছেন? ইচ্ছে হলেই ঘুমাতে পারবেন না, নির্দিষ্ট নিয়ম আছে রেলের

আগে ভারতের কোচ হওয়ার দৌড়ে নাম জড়িয়েছিল স্টেফেন ফ্লেমিং, রিকি পন্টিং এবং ভিভিএস লক্ষণের পরে এ বার নাম জড়াল গৌতম গম্ভীরের। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে রাহুলল দ্রাবিড়ের শূন্যস্থান পূরণের জন্য যোগাযোগ করা হয়েছে গৌতম গম্ভীরের সঙ্গে।

বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। ২০২৪-এই তিনি কেকেআরে জয়েন করেছেন। কলকাতার দায়িত্ব নিয়ে প্রথম মরসুমেই দারুণ সাফল্য এনে দিয়েছেন কলকাতাকে। ১১টি ম্যাচে ৭টি ম্যাচ জিতেছে কলকাতা, ৩টি ম্যাচ মাত্র হেরেছে। শুধু তাই নয়, লিগ তালিকায় সবার উপরে রয়েছে কলকাতা। এর আগে ২০২২ এবং ২০২৩ সালে লখনউ সুপার জায়েন্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। দুই মরসুমেই প্লে-অফে উঠেছিল লখনউ। অর্থাৎ আইপিএলে তিন মরসুমে দায়িত্ব নিয়ে তিন বারই দলকে প্লে-অফে তুললেন গম্ভীর।

.যদিও গম্ভীরের ভারতের কোচ হওয়ার বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। ২৭ তারিখের মধ্যেই গম্ভীরের কোচ হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।