মাঝে প্রায় এক দশক কেটে গেলেও কেকেআর আর ট্রফি পাইনি। ফলে ২০২৪ সালে আইপিএল শুরু আগে শাহরুখ খান ফের গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে আসেন কেকেআরের জন্য। তারপর কেকেআরের পারফরম্যান্স সকলে চোখের সামনে দেখেছেন।

Gautam Gambhir: ‘আমাকে ওঁরা সহ্য করে’- কেকেআরের মরশুম শুরুর আগে শাহরুখকে কী বললেন গম্ভীর

কলকাতা: গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স  দু’টি আইপিএল খেতাব জিতেছেন। কিন্তু এরপর আর কেকেআর খেতাব জিততে পারেনি।  প্রাক্তন ভারতীয় ওপেনার এবার টিম কেকেআরের ‘মেন্টর’ হিসাবে দায়িত্ব নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে টিম কেকেআরের ভাগ্য পরিবর্তন করা গম্ভীরের জন্য নতুন কিছু নয়। তিনি মালিকের বাজিগরের একেবারে কার্যকরী উদাহরণ দেন। ‘হারকর জিতনে বালো কো বাজিগর কহতে হ্যায়’- এই রকম একটা ডায়লগে হেরে থাকা দলকে চ্যাম্পিয়ন করেছিলেন গৌতমই৷ তাই দীর্ঘ ব্যর্থতার পর ফের একবার চ্যাম্পিয়ন করতে বাজিগর হতেই পারেন গৌতম গম্ভীর৷

আসন্ন আইপিএল মরশুমের আগে একটি প্রোমোশানাল ইভেন্টে গম্ভীর বলেছেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে যখনই আমি এই জায়গাটি (কেকেআর) ছেড়ে যাব তখনই আমরা আরও ভাল অবস্থানে থাকব।’

আরও পড়ুন – Joytish Tips For Thakur Ghar: এই নিয়ম মেনে ঠাকুর ঘর না বানালেই পড়তে পারেন মহা বিপদে! জেনে নিন বাস্তু টিপস

ড্যাশিং প্রাক্তন বাঁ-হাতি ওপেনার কেকেআর এবং এর মালিক বলিউড তারকা শাহরুখ খান এবং তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বছরের পর বছর ধরে তাঁদের অপরিসীম সমর্থনের জন্য।

গৌতম গম্ভীর “আমি একটি জিনিস সাফ  করে দিতে চাই। আমি কেকেআরকে সফল করিনি, কেকেআর আমাকে সফল করেছে। কেকেআর আমাকে একজন নেতা করেছে,” তিনি বলেছিলেন।

 অত্যন্ত সফল ঘরোয়া কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গৌতম গম্ভীরের কেমিস্ট্রি  কী ধরণেপ কাজের সম্পর্ক তৈরি হয় সেটা অবশ্য টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে৷ আসলে গৌতম গম্ভীর বেশ নিজের মতে চলা মানুষ, পাশাপাশি নিজের হৃদয়ের উপর তাঁর জোর থাকে৷ ফলে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ দলের গঠনে বড়সড় প্রভাব ফেলবে৷

“আমাকে হ্যান্ডেল করা খুব কঠিন। এত বছর ধরে আমার বিভিন্নরকম মুড সহ্য করার জন্য এসআরকে (শাহরুখ) এবং (ভেঙ্কি) মাইসোর (কেকেআরের ব্যবস্থাপনা পরিচালক) ধন্যবাদ জানাতে হবে।”

গম্ভীর, পূর্ব দিল্লির একজন নির্বাচিত সাংসদ ছিলেন কিন্তু এবার তিনি আর ভোটে দাঁড়াচ্ছেন না৷ তাঁর সোজাসাপ্টা কথার জন্য তিনি বদনাম! তিনি কেকেআরে যোগ দিয়েছিলেন, শাহরুখ তাঁকে সবদিক থেকে সমর্থণ করেছিলেন৷ তিনি বলেছেন,  “সে (এসআরকে) আমাকে একই কথা বলেছিল যেটা সে আমায় একজন খেলোয়াড় হিসেবে চায়’’  পাশাপাশি তিনি আরও বলেছিলেন, ‘এটা তোমার ফ্র্যাঞ্চাইজি, তুমি এটা গড় বা ভাঙো।’’

২২ তারিখ শুরু হচ্ছে আইপিএল আর তার ঠিক পরের দিন অর্থাৎ শনিবার দিন কেকেআর ইডেন গার্ডেন্সে নিজের অভিযান শুরু করবে৷ সেই ম্যাচটি হবে কেকেআর বনাম এসআরএইচ৷