৪ বা ৬ নয়, গুণে গুণে ৫! বলুন তো সকলের হাতে-পায়ে ৫ টি করেই কেন আঙুল থাকে? কারণ জানলে মাথা ঘুরে যাবে

General Knowledge: ৪ বা ৬ নয়, গুণে গুণে ৫! বলুন তো ‘সকলের’ হাতে-পায়ে ৫ টি করেই কেন আঙুল থাকে? কারণ জানলে মাথা ঘুরে যাবে

আমাদের চারপাশে আমরা এমন অনেক কিছুই আছে যা আমরা প্রতিদিন দেখি, কিন্তু সেই সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। প্রত‍্যেকের হাতে, পায়েই পাঁচটি করে মোট দশটি আঙুল রয়েছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী, চার, তিন বা দুই নয়, কেন মানুষের হাতে পাঁচটি করেই আঙুল থাকে?
আমাদের চারপাশে আমরা এমন অনেক কিছুই আছে যা আমরা প্রতিদিন দেখি, কিন্তু সেই সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। প্রত‍্যেকের হাতে, পায়েই পাঁচটি করে মোট দশটি আঙুল রয়েছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী, চার, তিন বা দুই নয়, কেন মানুষের হাতে পাঁচটি করেই আঙুল থাকে?
বেশিরভাগ মানুষের শরীরের গঠন মোটামুটি একই। দুটি হাত, দুটি পা, একটি নাক, দুটি চোখ, দুটি কান। হাতে, পায়ে পাঁচটি করে আঙুল। কখনও কখনও দেখা কারও কারও ক্ষেত্রে যদিও ব‍্যতিক্রম দেখা যায়। তবে মোটামুটিভাবে এমনই হয়ে থাকে।
বেশিরভাগ মানুষের শরীরের গঠন মোটামুটি একই। দুটি হাত, দুটি পা, একটি নাক, দুটি চোখ, দুটি কান। হাতে, পায়ে পাঁচটি করে আঙুল। কখনও কখনও দেখা কারও কারও ক্ষেত্রে যদিও ব‍্যতিক্রম দেখা যায়। তবে মোটামুটিভাবে এমনই হয়ে থাকে।
শুধু মানুষ নয়, কুকুর, বিড়াল, বানর, শিম্পাঞ্জির মতো স্তন্যপায়ী প্রাণীদের হাতে রয়েছে ৫টি আঙুল রয়েছে। এদের মধ‍্যেও কিছু ক্ষেত্রে ব‍্যতিক্রম থাকলেও মোটামুটি ভাবে ৫ টি আঙুল রয়েছে এই সমস্ত প্রাণীদের।
শুধু মানুষ নয়, কুকুর, বিড়াল, বানর, শিম্পাঞ্জির মতো স্তন্যপায়ী প্রাণীদের হাতে রয়েছে ৫টি আঙুল রয়েছে। এদের মধ‍্যেও কিছু ক্ষেত্রে ব‍্যতিক্রম থাকলেও মোটামুটি ভাবে ৫ টি আঙুল রয়েছে এই সমস্ত প্রাণীদের।
কিন্তু গুণে গুণে পাঁচটিই কেন? পাঁচের বেশি বা পাঁচের কম একটিও নয়। বৈজ্ঞানিকদের মতে, বেশিরভাগ স্তন‍্যপায়ীদেরই পাঁচটি আঙুল রয়েছে। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণটিও খুব মজাদার।
কিন্তু গুণে গুণে পাঁচটিই কেন? পাঁচের বেশি বা পাঁচের কম একটিও নয়। বৈজ্ঞানিকদের মতে, বেশিরভাগ স্তন‍্যপায়ীদেরই পাঁচটি আঙুল রয়েছে। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণটিও খুব মজাদার।
মজার বিষয় হল, এমন বেশ কিছু স্তন‍্যপায়ী প্রাণী রয়েছে, যাদের পাঁচটি আঙুল শরীরে দেখা যায় না। তাদের কঙ্কালে দেখা যায় পাঁচটি আঙুল। যেমন তিমি, সীল প্রভৃতি। তবে ঘোড়া, গরু এবং মহিষের মতো কিছু স্তন্যপায়ী প্রাণী রয়েছে যাদের এক পায়ের আঙুলের বদলে একটি খুর রয়েছে।

মজার বিষয় হল, এমন বেশ কিছু স্তন‍্যপায়ী প্রাণী রয়েছে, যাদের পাঁচটি আঙুল শরীরে দেখা যায় না। তাদের কঙ্কালে দেখা যায় পাঁচটি আঙুল। যেমন তিমি, সীল প্রভৃতি। তবে ঘোড়া, গরু এবং মহিষের মতো কিছু স্তন্যপায়ী প্রাণী রয়েছে যাদের এক পায়ের আঙুলের বদলে একটি খুর রয়েছে।
আসলে হাত ও পায়ে ৫টি আঙুল থাকার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞানীদের মতে, আমাদের শরীরে উপস্থিত হক্স জিনের কারণে ঘটে এই অলৌকিক ঘটনা। এই জিনগুলি প্রোটিনগুলিকে এনকোড করে যা অন্যান্য জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে এবং তাদের চালু বা বন্ধ করতে সাহায‍্য করে।
আসলে হাত ও পায়ে ৫টি আঙুল থাকার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞানীদের মতে, আমাদের শরীরে উপস্থিত হক্স জিনের কারণে ঘটে এই অলৌকিক ঘটনা। এই জিনগুলি প্রোটিনগুলিকে এনকোড করে যা অন্যান্য জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে এবং তাদের চালু বা বন্ধ করতে সাহায‍্য করে।
বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অনুসারে মানুষ ও প্রাণীর পূর্বপুরুষ একই। সকলেরই বিকাশ ঘটেছে সময় ও প্রয়োজন অনুযায়ী। স্তন্যপায়ী প্রাণীরা সুপারক্লাস টেট্রাপোডার অন্তর্গত।
বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অনুসারে মানুষ ও প্রাণীর পূর্বপুরুষ একই। সকলেরই বিকাশ ঘটেছে সময় ও প্রয়োজন অনুযায়ী। স্তন্যপায়ী প্রাণীরা সুপারক্লাস টেট্রাপোডার অন্তর্গত।
যার মধ্যে সরীসৃপ থেকে শুরু করে পাখি, সবকিছুই অন্তর্ভুক্ত। এদের মধ‍্যে সকলেরই হাতে পায়ে মোটামুটি পাঁচটি আঙুল বা আঙুলের মতো কিছু রয়েছে।
যার মধ্যে সরীসৃপ থেকে শুরু করে পাখি, সবকিছুই অন্তর্ভুক্ত। এদের মধ‍্যে সকলেরই হাতে পায়ে মোটামুটি পাঁচটি আঙুল বা আঙুলের মতো কিছু রয়েছে।
প্রসঙ্গত, ভাদোমা নামের এক উপজাতির মানুষের অস্ট্রিচ ফুট সিনড্রোম আছে। নাম থেকেই আপনি বুঝতে পারবেন যে তাদের পা দেখতে উটপাখির মতো। ভাদোমা উপজাতির লোকেরা উত্তর জিম্বাবুয়ের কায়েম্বা এলাকায় বাস করে।

প্রসঙ্গত, ভাদোমা নামের এক উপজাতির মানুষের অস্ট্রিচ ফুট সিনড্রোম আছে। নাম থেকেই আপনি বুঝতে পারবেন যে তাদের পা দেখতে উটপাখির মতো। ভাদোমা উপজাতির লোকেরা উত্তর জিম্বাবুয়ের কায়েম্বা এলাকায় বাস করে।