হার লক্ষ্যের।

Paris Olympics 2024 Lakshya Sen: সেমিফাইনালে গতবারের সোনাজয়ীর কাছে হার লক্ষ্য সেনের! লড়বেন ব্রোঞ্জের জন্য

প্যারিস: এক দিকে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী, অন্য দিকে প্রথম বার অলিম্পিক খেলতে নামা তরুণ তুর্কি লক্ষ্য সেন। র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ২ নম্বরে ভিক্টর অ্যাক্সেলসেন এবং ২২ নম্বরে লক্ষ্য সেন। আপাতদৃষ্টিতে লড়াই খানিকটা অসম হলেও কোর্টে হাড্ডাহাড্ডি লড়াই হল দু’জনের মধ্যে।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

স্টেডিয়াম জুড়ে সমর্থকদের প্রবল চিৎকারকে সঙ্গী করে প্রথম সেটে জয়ের খুবই কাছে চলে গিয়েছিলেন ভারতীয় শাটলার, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যর থেকে ম্যাচ ছিনিয়ে নেন অ্যাক্সেলসেন। ২২-২০ সেটে প্রথম সেট জিতে নেন ড্যানিশ শাটলার অ্যাক্সেলসেন।

আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটের টর্নেডোর মতো ভয়াল ঝড়! লন্ডভন্ড হুগলির একের পর এক গ্রাম

প্রথম সেট হারার পরে দ্বিতীয় সেটে যেন খোঁচা খাওয়া বাঘের মতো অবস্থা হয় লক্ষ্য সেনের। এক সময় ৭-০ তে এগিয়ে যান লক্ষ্য। কিন্তু লিড ধরে রাখতে ভিপারেননি লক্ষ্য। দ্বিতীয় সেটেও ৭-০ থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ছিনিয়ে নেন অ্যাক্সেলসেন। ২১-১৪ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নেন গতবারের সোনাজয়ী শাটলার। দু’টি সেটে ভাল শুরু করেও হেরে যাওয়ায় হতাশ লক্ষ্য।

সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন লক্ষ্য সেন। সেই ম্যাচে মালয়েশিয়ার প্রতিপক্ষ জিয়া জি লির বিরুদ্ধে খেলবেন লক্ষ্য। ম্যাচ জিতে লক্ষ্যকে কুর্নিশ করেছেন অ্যাক্সেলসেন। তিনি বলেন, আগামী চার বছরে লক্ষ্য সেন অলিম্পিক্সে সোনা জেতার দাবিদার হবে।