পাঁচমিশালি General Knowledge: বলুন তো হাওড়া ব্রিজের বাংলা নাম কী? উত্তর দিতে কালঘাম ছুটেছে ৯৯% বাঙালির, আপনি জানেন তো Gallery October 31, 2024 Bangla Digital Desk হাওড়া ব্রিজ। কলকাতার ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে এই সেতু। সেকালের এবং একালের দুই ব্যস্ত শহর হাওড়া-কলকাতাতে যুক্ত করেছে এই ঝুলন্ত ব্রিজ। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন। কিন্তু বলুন তো হাওড়া ব্রিজকে বাংলায় কী বলে? চোখের সামনেই রয়েছে, তবুও অজানা। এমন জিনিসের সংখ্যা কম নয় মোটেই। চেনা জিনিস সম্পর্কেও অজানা রয়ে যায় অনেক কথা। এইসব প্রশ্নের উত্তর জানার জন্য জরুরী সাধারণ জ্ঞানের চর্চা করা। জেনারেল নলেজ সম্পর্কে সম্যক ধারণা বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রেও সাহায্য করে। যেকোনও চাকরির পরীক্ষাতেই ভাল ফলাফলের জন্য অতি প্রয়োজনীয় হল সাধারণ জ্ঞান বা জিকে। সাধারণ, চেনা জিনিসগুলি নিয়ে অচেনা প্রশ্ন আসতে পারে জিকের প্রশ্নে। ঠিক যেমন হাওড়া ব্রিজের বাংলা কী? বেশিরভাগ বাঙালির চিরচেনা হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ তো বলা হয় ইংরেজিতে। বাংলার এই ব্রিজকে ইংরেজি নামে ডাকতে ডাকতে কোথায় যেন হারিয়ে গিয়েছে বিখ্যাত সেতুর বাংলা নামটাই। প্রথমে শুনেই তাই হাওড়া ব্রিজের বাংলা বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন প্রচুর বাঙালি। হাওড়া ব্রিজের একেবারে প্রাচীন অবস্থায় নাম ছিল নিউ হাওড়া ব্রিজ। ব্রিটিশ প্রশাসন ১৮৫৫-৫৬ সালে প্রথম একটা সেতুর কথা ভেবেছিল। হাওড়া ব্রিজের পরিকল্পনার শুরু তখন থেকেই। তার আগে ছিল পন্টুন ব্রিজ বা যাকে বলে ভাসমান সেতু। ১৯৬৫ হাওড়া ব্রিজের নাম বদল করে রাখা হয় রবীন্দ্র সেতু। যদিও রবীন্দ্র সেতুর চেয়ে হাওড়া ব্রিজ নামেই এই ব্রিজকে চেনেন বেশিরভাগ সকলে।