কোন প্রাণীর রক্ত হলুদ?

General Knowledge Story: বলুন তো দেখি, কোন প্রাণীর রক্তের রং হলুদ? উত্তর দিতে পারবেন না ৯৯ শতাংশ…

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
এই জীব জগৎ বড়-ই অদ্ভুত! প্রতিটি বাঁকে তার কত না চমক! কতরকম প্রাণী, তাদের কতরকম বৈশিষ্ট্য! কেউ ভীষণ ছোট, কেউ বা বিশালাকায়, কেউ নাক দিয়ে খায়, কার-ও বা হৃৎপিণ্ড রয়েছে মাথায়, কেউ সারাদিন ঘুমায়, আবার এমন প্রাণীও আছে যে গোটা জীবদ্দশায় একফোঁটাও ঘুমায় না! আচ্ছা বলুন তো, কোন প্রাণীর রক্তের রঙ হলুদ?
এই জীব জগৎ বড়-ই অদ্ভুত! প্রতিটি বাঁকে তার কত না চমক! কতরকম প্রাণী, তাদের কতরকম বৈশিষ্ট্য! কেউ ভীষণ ছোট, কেউ বা বিশালাকায়, কেউ নাক দিয়ে খায়, কার-ও বা হৃৎপিণ্ড রয়েছে মাথায়, কেউ সারাদিন ঘুমায়, আবার এমন প্রাণীও আছে যে গোটা জীবদ্দশায় একফোঁটাও ঘুমায় না! আচ্ছা বলুন তো, কোন প্রাণীর রক্তের রঙ হলুদ?
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি। আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি। আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
মানুষের তো বটেই, বেশিরভাগ প্রাণীর রক্তের রং তো লাল। কিন্তু এমন একটি প্রাণী আছে, যার রক্ত হলুদ। নামটা কিন্তু অনেকেই জানে না।
মানুষের তো বটেই, বেশিরভাগ প্রাণীর রক্তের রং তো লাল। কিন্তু এমন একটি প্রাণী আছে, যার রক্ত হলুদ। নামটা কিন্তু অনেকেই জানে না।

 

আরশোলার রক্তা সাদা। নিউগিনি নামে এক গিরগিটি আছে যার আবার সবুজ রক্ত।
আরশোলার রক্ত সাদা। নিউগিনি নামে এক গিরগিটি আছে যার আবার সবুজ রক্ত।
বলুন তো এমন কোন প্রাণী আছে যে জল না খেয়েও বেঁচে থাকতে পারে?
বলুন তো এমন কোন প্রাণী আছে যে জল না খেয়েও বেঁচে থাকতে পারে?
ক্যাঙ্গারু ইঁদুরের জল পান করার প্রয়োজন হয় না। এই প্রাণী জীবনে একবারও জল খায় না। বিশেষ ধরনের কিডনি থাকে তাদের।
ক্যাঙ্গারু ইঁদুরের জল পান করার প্রয়োজন হয় না। এই প্রাণী জীবনে একবারও জল খায় না। বিশেষ ধরনের কিডনি থাকে তাদের।
চিংড়িমাছের শরীরে নীল রক্ত থাকে। বলুন তো কোন প্রাণীর রক্তের রঙ হলুদ? মনে পড়ে কিছু?
চিংড়িমাছের শরীরে নীল রক্ত থাকে। বলুন তো কোন প্রাণীর রক্তের রঙ হলুদ? মনে পড়ে কিছু?
হলুদ রক্ত ​​যেমন বিরল, তেমনি যে প্রাণীর শরীরে পাওয়া যায় সেও থাকে সমুদ্রের নিচে। টিউনিকেট, সামুদ্রিক শসার শরীরে হলুদ রক্ত থাকে। এছাড়া কিছু গুবরে পোকার রক্তও হলুদ হয়। এই রঙ তাদের রক্তে ভ্যানাবিন প্রোটিনের উচ্চ ঘনত্বের কারণে ঘটে। ভ্যানাবিনে ভ্যানাডিয়াম উপাদান রয়েছে। অন্যান্য শ্বাসযন্ত্রের থেকে ভিন্ন, ভ্যানাবিন অক্সিজেন পরিবহন করে না।
হলুদ রক্ত ​​যেমন বিরল, তেমনি যে প্রাণীর শরীরে পাওয়া যায় সেও থাকে সমুদ্রের নিচে। টিউনিকেট, সামুদ্রিক শসার শরীরে হলুদ রক্ত থাকে। এছাড়া কিছু গুবরে পোকার রক্তও হলুদ হয়। এই রঙ তাদের রক্তে ভ্যানাবিন প্রোটিনের উচ্চ ঘনত্বের কারণে ঘটে। ভ্যানাবিনে ভ্যানাডিয়াম উপাদান রয়েছে। অন্যান্য শ্বাসযন্ত্রের থেকে ভিন্ন, ভ্যানাবিন অক্সিজেন পরিবহন করে না।