জলমগ্ন বসিরহাট পৌরসভার একাংশ 

North 24 Parganas News: কয়েকদিনের বৃষ্টিতে জলবন্দি বসিরহাট ও টাকির বেশ কয়েকটি এলাকা, সমস্যায় সাধরাণ মানুষ

বসিরহাট: গত কয়েকদিনের মুষল ধারায় বৃষ্টিতে জলবন্দি বসিরহাট ও টাকির বেশ কয়েকটি ওয়ার্ড। বর্ষা ইতিমধ্যে তার রূপ দেখাতে শুরু করেছে। দক্ষিণবঙ্গেও বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর ভারী বৃষ্টি শুরু হতে জল যন্ত্রণায় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ও টাকি পৌরসভার বেশকিছু এলাকায়।

পৌরসভার অধিকাংশ ওয়ার্ড এক হাঁটু করে জল কোথাও রাস্তায় জল জমে গেছে, আবার কোথাও ঘরের মধ্যে জল ঢুকে গেছে। জলাশয়ের জল ছাপিয়ে এলাকা জল থই থই অবস্থা। তার কারণে বিষাক্ত সাপের উপদ্রবও বাড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। বসিরহাটের ৮, ৯, ১৭-১৮, ১৯ সহ বেশ কয়েকটি ওয়ার্ড জলবন্দী হয়েছে।

আরও পড়ুনঃ West Bardhaman News: আলুবোঝাই লরি নিয়ে গিয়ে ফাঁপড়ে চালকরা, রাজ্য পার করার নামে চলছে অসাধু কারবার

পাশাপাশি টাকি পৌরসভার ৫, ৬, ৭, ১৪, ১৫ এই ওয়ার্ডগুলো জলমগ্ন হয়ে পড়েছে। ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। কার্যত ঘর থেকে বের হতে পারছে না তারা। লাগাতার কয়েক দিনের টানা বৃষ্টির ফলে দুটি পৌরসভার অধিকাংশ ওয়ার্ড জলছবি দেখা যাচ্ছে। উভয় পৌরসভার পৌর কর্মীরা নিকাশী সচল করতে লেগে পড়েছে, যদিও এতটাই বৃষ্টি বেড়েছে যার কারণে সময় লাগছে।

জুলফিকার মোল্যা