হাতে চেন তালা দিয়ে বেঁধে রাখার  হয়েছে

Ghost Attack on Son: ছেলেকে ভূতে ধরেছে! বাবা-মা নিজেই শিকল বেঁধে দিল ছেলের হাতে-পায়ে

হুগলি: ছেলেকে ভূতে ধরেছে সেই কারণে চেন তালা শিকল দিয়ে বেঁধে রেখেছে বাড়ির লোক। মধ্যযুগীয় চিন্তাভাবনার বহিঃপ্রকাশ হয়েছে হুগলির ব্যান্ডেল কেওটার হেমন্ত বসু কলোনিতে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন বিজ্ঞান মঞ্চের সদস্যরা সঙ্গে ছিলেন ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ও। ওঝাদের কাছে না নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা করানোর পরামর্শ দেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।

স্থানীয় সূত্রে খবর, গত আট দিন ধরে হেমন্ত বসু কলোনি এলাকায় এক কিশোরকে ভূতে ধরেছে বলে দাবি তার বাড়ির লোকেরা। তাই বাড়ির লোকেরাই শিকল দিয়ে বেঁধে রাখেছে তাদের বাড়ির ছেলেকে। ওঝার থেকে জল পড়া এনে খাওয়ানো মাদুলি পড়ানো এই সব করা হয়। বলা চলে মধ্যযুগীয় চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ওই পরিবারের মানুষের মধ্যে ঘটেছে।

আরও পড়ুন – ICC T20 World Cup 2024: ৫ টি দল পৌঁছে গেল সুপার এইটে, ৮ টি দল বাইরে, পাকিস্তানের মাথায় ঝুলছে মেগা খাঁড়া

কিশোরের বাবা কার্তিক মালাকার জানান, ‘‘ছেলে ক্লাস টেনে পরে। প্রাইভেট পড়তে গিয়েছিল সেদিন। পড়ে বাড়িতে ফিরে চেঁচামেচি শুরু করে। আমরা তাকে ধরে রাখতে পারছিলাম না। হাত পা চালাতে থাকে। তারপর তাকে শিকল দিয়ে বাধার সিদ্ধান্ত নিই। অনেকে বলে ভূতে ধরেছে ওঝা-বদ্যি করতে। পূর্ব বর্ধমানের বড়শূলে ওঝার বাড়ি যাওয়া হয় তাকে। স্থানীয় ভাবেই মাদুলি করানো হয়। টাকার বিনিময়ে দেয় জল পড়া ও মাদুলি। যদিও জল পড়া মাদুলিতে ছেলের বিন্দুমাত্র কাজ হয়নি,এরপর ডাক্তার দেখাই।’’

কিশোরের দিদি টিনা মাল বলেন, আমাদেরও কষ্ট হচ্ছে এভাবে ভাইকে বেধে রাখতে। কিন্তু হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ছে। কি থেকে হচ্ছে বুঝতে পারছি না। ডাক্তার দেখিয়ে এখন কিছুটা ভালো আছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য দিব্যজ্যোতি দাস বলেন, এখনও শহরাঞ্চলের মানুষ যে কুসংস্কারে বিশ্বাস করেন তা এই ঘটনা দেখে বোঝা যায়। আমরা কিশোরের পরিবারকে বলেছি চিকিৎসকের পরামর্শ নিতে। কুসংস্কার দূর করতে এই এলাকায় আমরা সচেতনতা শিবির করব।

Rahee Halder