পদক জয়ী গৃহবধূ 

Gold Medal By Walking: হেঁটেই বিশ্বসেরা মালদহের গৃহবধূ, বিদেশের মাটিতে করলেন দেশের নাম উজ্জ্বল, পেলেন স্বর্ণপদক 

মালদহ: দুই কিলোমিটার হেঁটে বিশ্বসেরা হলেন মালদহের গৃহবধূ।‌ এর আগেও হেঁটে একাধিক পদক জিতেছেন মালদহের গৃহবধূ সুপ্রিয়া দাস। শুধুমাত্র হেঁটে নয়, পাশাপাশি রিলে দৌড় ও দৌড় প্রতিযোগিতাতেও পদক পেয়েছেন তিনি।

বাংলাদেশে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিকস। আর সেখানেই অংশগ্রহণ করেন মালদহ শহরের বাসিন্দা সুপ্রিয়া দাস। স্বামী রাজু দাস পেশায় পুলিশ কর্মী। ছোট বেলা থেকেই খেলাধুলায় ভাল ছিলেন সুপ্রিয়া দাস। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার আর তেমন ভাবে খেলাধুলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সংসার সামলে প্রায় ১৪ বছর পর ২০২৩ সালে আবার শুরু করেন অনুশীলন।

আরও পড়ুন – Red Alert: উত্তরের দুর্যোগে ফুঁসছে তিস্তা, জলঢাকা! তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হল জল

গত এক বছরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় একাধিক সাফল্য এসেছে। ইতিমধ্যে একাধিক পদক জিতেছেন তিনি। সুপ্রিয়া দাস বলেন, বাংলাদেশে মোট পাঁচটি পদক জিতেছি। এক বছর ধরে আমি এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। পরিবারের সহযোগিতায় সম্ভব হচ্ছে। আগামীতে আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই।

গত ২৭,২৮ ও ২৯ জুন বাংলাদেশে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ওপেন ভেটারান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। মালদহের গৃহবধূ সুপ্রিয়া দাস জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্যের সুবাদে সেখানে সুযোগ পান।‌ দুই কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় তিনি স্বর্ণ পদক পেয়েছেন। এছাড়াও রিলে দৌড় ও দৌড় প্রতিযোগিতায় আরও চারটি পদক পেয়েছেন। দুটি দ্বিতীয় ও দুটিতে তৃতীয় স্থান অধিকার করেছেন।এই প্রথম নয় গত এক বছরে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় মূলত হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন তিনি। এছাড়াও দৌড় ও রিলে দৌড় প্রতিযোগিতায় ভাল ফল করেছেন।

সংসার ও পরিবার সামলে ছেলেমেয়েদের পড়াশোনা সমস্ত কিছুই দেখতে হয় তাঁকে। তার ফাঁকে যেটুকু সময় পান মালদহ শহরের পুলিশ লাইন মাঠ অথবা বৃন্দাবনে ময়দানে অনুশীলন করেন। নিজের প্রচেষ্টায় নিয়মিত অনুশীলন করেই প্রাপ্তবয়স্কদের এ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নেমে সাফল্য অর্জন করছেন তিনি। তার এমন সাফল্যে খুশি পরিবার থেকে জেলার ক্রীড়া প্রেমী মানুষেরা।

Harshit Singha