ব্যবসা-বাণিজ্য Gold Price Today: কালীপুজো পরের দিনই সুখবর ! কমল সোনার দাম, দেখে নিন কত হল Gallery November 1, 2024 Bangla Digital Desk কালীপুজোর পরের দিনই সকলের জন্য সুখবর ৷ শুক্রবার ১ নভেম্বর কমল সোনার দাম ৷ গত কয়েকদিনে সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে সোনা কেনা মধ্যবিত্তের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠছে ৷ সামনেই বিয়ের মরশুম ৷ স্বাভাবিক ভাবেই এই সময় সোনার চাহিদা অনেকটাই বেড়ে যায় ৷ ফলে সোনার দাম কমাতে কিছুটা স্বস্তি পেলেন সাধারণ মানুষ ৷ আন্তর্জাতিক বাজারে বছরের শুরুতে সোনার দাম ছিল ২০৫৮ ডলার। ফেব্রুয়ারি মাসে, সোনা সর্বনিম্ন ১৯৯২ ডলারে পৌঁছে যায়। এরপর আবার এর উর্ধ্বগতি দেখা দেয় এবং অক্টোবরে সোনা রেকর্ড ২৭৪০ ডলারে পৌঁছে গিয়েছে। সোনার দাম ক্রমাগত বাড়ছে এবং মূল্যবান এই হলুদ ধাতু নতুন রেকর্ড গড়ে তুলছে। বর্তমানে, অনেকগুলি কারণ রয়েছে যা সোনার দামকে প্রভাবিত করে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷ আজ অর্থাৎ শুক্রবার ১ নভেম্বর কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷ গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷ তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)