ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার স্টেশন বাজারে আয়োজিত কালীপুজোর থিম ‘সভ্যতার রক্ষা কবচ’ নজর কাড়ছে সকলের। প্রথম বছরেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এই পুজো। সেই সঙ্গে এই পুজো মন্ডপে কৃষ্ণকালী শ্যামা মায়ের প্রতিমা পূজিত হচ্ছে।
স্বরবর্ণ পুজো কমিটির ভাবনায় এবছর এই পুজোর অভিনব থিম তৈরি করা হয়েছে। ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোর উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে ও মহকুমা শাসক অঞ্জন ঘোষ। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে কিশোর-কিশোরীরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, ফলে বাড়ছে বই বিমুখতা। তাদেরকে আবারও বই পড়ার অভ্যাস বাড়াতে এই থিম তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: মন্ডপের মধ্যেই আস্ত আকাশ! নজরকাড়া থিম বারুইপুরে মিতালি সংঘের
আরও পড়ুন: বাঁদিকের ডানার হাড় ভেঙে তিন টুকরো! মরতে বসা পেঁচার ২ ঘণ্টার অপারেশনে প্রাণ বাঁচালেন স্থানীয়রা
শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড সেজন্য সকলকে বেশি করে বই পড়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। সমগ্র পুজো মন্ডপে একাধিক বিখ্যাত লেখকের বই-এর প্রচ্ছদ তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে, এখানে মায়ের কৃষ্ণকালী রূপ তুলে ধরা হয়েছে। যা দেখতে প্রচুর মানুষজন সেখানে আসছেন। প্রথম বছরেই এই পুজো সকলের নজর কেড়েছে তা নিয়ে খুশি উদ্যোক্তারা।
নবাব মল্লিক