নজরকাড়া থিম বারুইপুরে

Kali Puja 2024: মন্ডপের মধ্যেই আস্ত আকাশ! নজরকাড়া থিম বারুইপুরে মিতালি সংঘের

দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা বলুন বা শহরতলী দুর্গাপুজোর দেখা যায় থিমের ছড়াছড়ি। এবার থিমের ছোঁয়া কোন অংশে পিছিয়ে নেই কালী পুজোতেও যেখানে দুর্গাপুজো গোটা বঙ্গদেশজুড়ে হলেও, কালী পুজো ও জাঁকজমক সহকারে দেখা মেলে বারুইপুর শহর জুড়ে। ঠিক তেমনি, কোন অংশে পিছিয়ে নেই বারুইপুর পুরন্দরপুর মিতালি সংঘের এবারের থিম ‘নীল আকাশের নীচে’ এবারে এই পুজো ৬৫ বছরে পড়েছে। এই মন্ডপ ঘিরে রয়েছে আকাশ! সেখানে পরী থেকে পাখি- সবই থাকবে। ময়ূরপঙ্খী ঘোড়া থাকবে সামনে। এর সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা হয়েছে।

বিগত বেশ কয়েকবছর ধরেই এই পুজো এই এলাকার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। এবার তাই মানুষকে আনন্দ দিতে নিজেদের মণ্ডপে থিম ‘নীল আকাশের নীচে’ ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি বছর কিছু না কিছু চমক থাকে এই পুজোতে প্রচুর মানুষ ভিড় করে এই মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য।

আরও পড়ুন: বাঁদিকের ডানার হাড় ভেঙে তিন টুকরো! মরতে বসা পেঁচার ২ ঘণ্টার অপারেশনে প্রাণ বাঁচালেন স্থানীয়রা

আরও পড়ুন: সাগরের ধসপাড়ার প্রাচীন কালীপুজোয় প্রচুর ভক্ত ও পুণ্য়ার্থী সমাগম

‘আমরা আশা করছি গত বছরের তুলনায় এ বছর দর্শনার্থীদের মন কাড়বে আমাদের এই মণ্ডপ। সঙ্গে থাকছে চন্দননগরের বিশেষ আলোকসজ্জা। টানা কয়েক মাস ধরেই চলেছে মন্ডপ সাজানোর কাজ। এই মন্ডপে দর্শনার্থীদের মন কাড়বে। পাশাপাশি রয়েছে আধুনিকতার ছোঁয়া’, দাবি উদ্যোক্তাদের।

সুমন সাহা