ব্যবসা-বাণিজ্য Gold Price Today: অবশেষে স্বস্তি ! ধনতেরসের আগে কমল সোনার দাম, দেখে নিন কলকাতায় কত হল Gallery October 24, 2024 Bangla Digital Desk বিশ্বব্যাপী উত্তেজনা এবং বাজারের অনিশ্চয়তার কারণে গত কয়েকদিনে ভারতে সোনা ও রুপোর দাম সর্বকালের সর্বোচ্চে উচ্চতায় পৌঁছে গিয়েছে ৷ ভারতের সাংস্কৃতিক প্রেক্ষাপট -দীপাবলির উৎসবের মরশুম যত ঘনিয়ে আসছে, ভারতে সোনা ও রুপোর চাহিদা ততই তীব্র হচ্ছে। সম্প্রতি সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে ৷ এর জেরে সোনা বর্তমানে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে ৷ বাজার বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, আন্তর্জাতিকভাবে সোনার দাম প্রতি আউন্স $৩০০০ ছুঁয়ে যেতে পারে এবং আগামী মাসগুলিতে অভ্যন্তরীণভাবেও তা বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এখন সোনা কিনে রাখার সঠিক সময় ? যদি তাই হয় তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন সোনা ও রুপোর লেটেস্ট দাম ৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার ২৫ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার ২৪ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷ গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷ তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)