বিশেষ ট্রেন 

Rail: এক ট্রেনেই রাম মন্দির, বৃন্দাবন-বৈষ্ণোদেবী দর্শন, খরচ একেবারে নামমাত্র, কবে-কোথা থেকে ছাড়বে ট্রেন? জানুন

*বাঙালি বরাবর ঘুরতেই ভালোবাসেন। ভ্রমণপিপাসু বাঙালির মুখে হাসি ফোটাতে আরও উদ্যোগ গ্রহণ করল IRCTC। এবার নতুন ট্রেন নিয়ে হাজির আইআরসিটিসি। চলতি বছরের ২৪ জুন থেকে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনের তরফ থেকে আয়োজন করা হয়েছে ‘উত্তর ভারত এবং রামলালা দর্শন’ ট্যুর। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি। 
*বাঙালি বরাবর ঘুরতেই ভালোবাসেন। ভ্রমণপিপাসু বাঙালির মুখে হাসি ফোটাতে আরও উদ্যোগ গ্রহণ করল IRCTC। এবার নতুন ট্রেন নিয়ে হাজির আইআরসিটিসি। চলতি বছরের ২৪ জুন থেকে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনের তরফ থেকে আয়োজন করা হয়েছে ‘উত্তর ভারত এবং রামলালা দর্শন’ ট্যুর। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি।
*এটি শুধু ট্রেন নয়, একটা সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজ। যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন ২০২৪। ‘উত্তর ভারত এবং রাম মন্দির দর্শনের জন্য ট্রেনটি, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে। সংগৃহীত ছবি। 
*এটি শুধু ট্রেন নয়, একটা সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজ। যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন ২০২৪। ‘উত্তর ভারত এবং রাম মন্দির দর্শনের জন্য ট্রেনটি, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে। সংগৃহীত ছবি।
*এই নতুন ট্রেনের প্রধান লক্ষ ভ্রমণ উৎসাহীদের বিখ্যাত তীর্থস্থান গুলির ভ্রমণ করানো। যার মধ্যে অন্যতম অযোধ্যার রাম মন্দির এবং বৈষ্ণো দেবী দর্শন। সংগৃহীত ছবি। 
*এই নতুন ট্রেনের প্রধান লক্ষ ভ্রমণ উৎসাহীদের বিখ্যাত তীর্থস্থান গুলির ভ্রমণ করানো। যার মধ্যে অন্যতম অযোধ্যার রাম মন্দির এবং বৈষ্ণো দেবী দর্শন। সংগৃহীত ছবি।
*এই স্পেশ্যাল ট্রেনটি হরিদ্বার, ঋষিকেশ, মথুরা এবং বৃন্দাবন-সব মিলিয়ে ভারতের ছয়টি তীর্থস্থানে ভ্রমণ করাবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে ৮ রাত্রি–৯ দিনে ভ্রমণ শেষ হবে। সংগৃহীত ছবি। 
*এই স্পেশ্যাল ট্রেনটি হরিদ্বার, ঋষিকেশ, মথুরা এবং বৃন্দাবন-সব মিলিয়ে ভারতের ছয়টি তীর্থস্থানে ভ্রমণ করাবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে ৮ রাত্রি–৯ দিনে ভ্রমণ শেষ হবে। সংগৃহীত ছবি।
*যাত্রীদের সুবিধার্থে ট্রেনে ওঠা এবং নামা যাবে নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, কিষাণগঞ্জ, বারহারওয়া-সহ আরও ৭ অন্যান্য স্টেশন থেকে। সংগৃহীত ছবি। 
*যাত্রীদের সুবিধার্থে ট্রেনে ওঠা এবং নামা যাবে নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, কিষাণগঞ্জ, বারহারওয়া-সহ আরও ৭ অন্যান্য স্টেশন থেকে। সংগৃহীত ছবি।
*আইআরসিটিসি তরফে জানানো হয়েছে, “এই বিশেষ ট্রেনটি ২৪ জুন নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে, শেষ হবে ২ জুলাই। এই ভ্রমণের খরচ স্লিপার নন-এসিতে ১৭,৯০০। থ্রি টায়ার এসির খরচ ২৯ হাজার ৫০০। সংগৃহীত ছবি। 
*আইআরসিটিসি তরফে জানানো হয়েছে, “এই বিশেষ ট্রেনটি ২৪ জুন নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে, শেষ হবে ২ জুলাই। এই ভ্রমণের খরচ স্লিপার নন-এসিতে ১৭,৯০০। থ্রি টায়ার এসির খরচ ২৯ হাজার ৫০০। সংগৃহীত ছবি।
*এই যাত্রায় ৫ বেলার খাবার দেওয়া হবে। সম্পূর্ণ নিরামিষ। পাশাপাশি প্রতিটি কামড়ায় থাকবে একটি করে সিকিউরিটি, দু'জন ক্লিনিং স্টাফ এবং একজন ট্যুর গাইড। মুর্শিদাবাদ এবং বহরমপুরবাসীদের সুবিধার্থে মালদহ টাউন স্টেশনে ট্রেন থামবে। সংগৃহীত ছবি।
*এই যাত্রায় ৫ বেলার খাবার দেওয়া হবে। সম্পূর্ণ নিরামিষ। পাশাপাশি প্রতিটি কামড়ায় থাকবে একটি করে সিকিউরিটি, দু’জন ক্লিনিং স্টাফ এবং একজন ট্যুর গাইড। মুর্শিদাবাদ এবং বহরমপুরবাসীদের সুবিধার্থে মালদহ টাউন স্টেশনে ট্রেন থামবে। সংগৃহীত ছবি।