সহজপাঠ পার্ক

Digha News: এবার নয়া চমক দিঘাতে! বিশ্ববাংলা পার্ক এবার সমুদ্র সৈকতে! হবে দ্বিগুণ মজা

বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা গুলির মধ্যে একটি হল সমুদ্র সৈকত নগরী দিঘা। ছুটির দিন কিংবা উইকেন্ড এ দিঘায় এসে সমুদ্র স্নানে মজা উপভোগ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়ত মুশকিল।
বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা গুলির মধ্যে একটি হল সমুদ্র সৈকত নগরী দিঘা। ছুটির দিন কিংবা উইকেন্ড এ দিঘায় এসে সমুদ্র স্নানে মজা উপভোগ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া হয়ত মুশকিল।
তবে বর্তমানে দিঘায় শুধু এসে সমুদ্র স্নান নয়। পর্যটকদের বিনোদনের জন্য একাধিক পার্ক রয়েছে। সমুদ্রের হাওয়া গায়ে মেখে আত্মীয় পরিজন বা প্রিয় মানুষটির সঙ্গে একাকী সময় কাটানোর আদর্শ জায়গা হয়ে উঠেছে এই পার্কগুলি।
তবে বর্তমানে দিঘায় শুধু এসে সমুদ্র স্নান নয়। পর্যটকদের বিনোদনের জন্য একাধিক পার্ক রয়েছে। সমুদ্রের হাওয়া গায়ে মেখে আত্মীয় পরিজন বা প্রিয় মানুষটির সঙ্গে একাকী সময় কাটানোর আদর্শ জায়গা হয়ে উঠেছে এই পার্কগুলি।
দিঘায় এরকমই একটি পার্ক পর্যটকদের মন কেড়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের থিমে সজ্জিত ওল্ড দিঘার পার্ক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
দিঘায় এরকমই একটি পার্ক পর্যটকদের মন কেড়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের থিমে সজ্জিত ওল্ড দিঘার পার্ক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একদিকে যেমন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে হয়েছে অন্যদিকে জগন্নাথ মন্দির নির্মাণ চলছে। এছাড়াও বিশ্ব বাংলা পার্ক ঢেউ সাগর পার্ক দিঘা মুকুটে অনন্য পালক জুড়েছে।
দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একদিকে যেমন মেরিন ড্রাইভ তৈরি হয়েছে হয়েছে অন্যদিকে জগন্নাথ মন্দির নির্মাণ চলছে। এছাড়াও বিশ্ব বাংলা পার্ক ঢেউ সাগর পার্ক দিঘা মুকুটে অনন্য পালক জুড়েছে।
বর্তমান সময়ে দিঘা শুধু বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, দিঘায় একাধিক বিনোদনের পসরা পর্যটকদের আকর্ষিত করছে।
বর্তমান সময়ে দিঘা শুধু বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, দিঘায় একাধিক বিনোদনের পসরা পর্যটকদের আকর্ষিত করছে।
বিশ্ববাংলা পার্কে কবিগুরুর রবীন্দ্রনাথ এবং নন্দলাল বসুর সৃষ্টি সহজ পাঠের থিম পর্যটকদের মন কেড়েছে। বিশ্ববাংলা পার্কে কবিগুরুর সহজপাঠ কথা এবং সহজপাঠে নন্দলাল বসুর আঁকা প্রতিকৃতি সব বয়সী পর্যটকদের পছন্দের তালিকায়।
বিশ্ববাংলা পার্কে কবিগুরুর রবীন্দ্রনাথ এবং নন্দলাল বসুর সৃষ্টি সহজ পাঠের থিম পর্যটকদের মন কেড়েছে। বিশ্ববাংলা পার্কে কবিগুরুর সহজপাঠ কথা এবং সহজপাঠে নন্দলাল বসুর আঁকা প্রতিকৃতি সব বয়সী পর্যটকদের পছন্দের তালিকায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইটি ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে এ প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে! সদ্য পড়তে শেখা ছাত্র-ছাত্রীদের অজানা সহজ পাঠের সৃষ্টি ও শিল্পকর্ম। ওল্ড দিঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে প্রথম বিশ্ব বাংলা উদ্যান।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইটি ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে এ প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে! সদ্য পড়তে শেখা ছাত্র-ছাত্রীদের অজানা সহজ পাঠের সৃষ্টি ও শিল্পকর্ম। ওল্ড দিঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে প্রথম বিশ্ব বাংলা উদ্যান।
জেলাশাসকের বাংলো কল্যাণ কুঠিরের দেওয়ালে সহজ পাঠ বইয়ে রবীন্দ্রনাথের ছড়ার সঙ্গে যেভাবে নন্দলাল বসু ছবি এঁকেছেন, হুবহু সেই লেখা ও ছবিই চিত্রিত হয়েছে। আক্ষরিক অর্থেই বিশ্ব বাংলা উদ্যান। এ বিষয়ে এক পর্যটক জানান, 'বর্তমানে ছেলে মেয়েরা সহজপাঠ কি জিনিস জানে না।
জেলাশাসকের বাংলো কল্যাণ কুঠিরের দেওয়ালে সহজ পাঠ বইয়ে রবীন্দ্রনাথের ছড়ার সঙ্গে যেভাবে নন্দলাল বসু ছবি এঁকেছেন, হুবহু সেই লেখা ও ছবিই চিত্রিত হয়েছে। আক্ষরিক অর্থেই বিশ্ব বাংলা উদ্যান। এ বিষয়ে এক পর্যটক জানান, ‘বর্তমানে ছেলে মেয়েরা সহজপাঠ কি জিনিস জানে না।
দিঘার এই পার্কে সহজ পাঠের প্রতিকৃতি ফুটে ওঠায় বর্তমান ছেলে মেয়েরা যেমন জানতে পারবে তেমনি পার্কটি আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।' দেওয়াল জুড়ে পানের পিক কিংবা বিজ্ঞাপনী আবর্জনায় দৃশ্যদূষণ চিরাচরিত ঘটনা।
দিঘার এই পার্কে সহজ পাঠের প্রতিকৃতি ফুটে ওঠায় বর্তমান ছেলে মেয়েরা যেমন জানতে পারবে তেমনি পার্কটি আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ দেওয়াল জুড়ে পানের পিক কিংবা বিজ্ঞাপনী আবর্জনায় দৃশ্যদূষণ চিরাচরিত ঘটনা।
সেই জায়গায় সহজ পাঠের থিমে সেজে ওঠা পার্ক পর্যটকদের মন ধরেছে। সহজ পাঠের এই চিত্রাঙ্কন পর্যটকদের আরও বেশি আবেগঘন করে তুলছে। দেওয়ালজুড়ে এমন চিত্র ফুটে ওঠায় দৃশ্যদূষণ থেকেও মুক্তি মিলছে। তেমনি পর্যটকদের আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়েছে।
সেই জায়গায় সহজ পাঠের থিমে সেজে ওঠা পার্ক পর্যটকদের মন ধরেছে। সহজ পাঠের এই চিত্রাঙ্কন পর্যটকদের আরও বেশি আবেগঘন করে তুলছে। দেওয়ালজুড়ে এমন চিত্র ফুটে ওঠায় দৃশ্যদূষণ থেকেও মুক্তি মিলছে। তেমনি পর্যটকদের আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়েছে।

সৈকত শী