গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

Malda News: অধ্যাপক এখন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী! সুকান্তের কাছে উন্নয়নের দাবি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের

মালদহ: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আশায় বুক বাঁধছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে অনান্য অধ্যাপকেরা। হয়তো এবার হাল ফিরবে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। পরিকাঠামোগত সমস্যা থেকে নানা সমস্যায় জর্জরিত এই বিশ্ববিদ্যালয়। তারপর কেন্দ্রীয় একাধিক স্কলারশিপ বন্ধ হয়ে রয়েছে। পড়ুয়ারা চাইছেন অধ্যাপক সুকান্তবাবু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে এই সমস্ত সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মোঃ ইন্দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর নানান সমস্যা রয়েছে,সেগুলির উন্নয়ন এবার হয়তো হবে আমরা আশা করছি। এছাড়াও একাধিক কেন্দ্রীয় স্কলারশিপ বন্ধ হয়ে রয়েছে। সেগুলি দ্রুত চালু হলে আমাদের খুব ভাল হয়। পাশাপাশি স্কলারশিপের টাকা বৃদ্ধি করলেও পড়ুয়াদের অনেকটা উপকার হবে। ২০১৩ সালের পয়লা নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হিসাবে নিযুক্ত হন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের জন্য মনসুর যা করলেন! এমনটা স্বপ্নেই হয়

২০১৫ সাল পর্যন্ত প্রায় দু বছর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। এই সময় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যত তৈরির পথ দেখিয়েছেন। এরপর ২০১৯ সালে বালুরঘাট লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন বিজেপির। ২০২৪ এর লোকসভা নির্বাচনেও এই আসন থেকেই জয়ী হোন তিনি। বিজেপি রাজ্য সভাপতিও ছিলেন তিনি। কিন্তু এবারে রাজ্য এবং কেন্দ্র বিজেপি তার ওপর আস্থা এবং ভরসা রেখে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ