শামির বদলে আইপিএলে ‘এই’ বোলার! গুজরাতের কি টাকার অভাব? নামটা অবাক করবে

কলকাতা: ২২শে মার্চ থেকে শুরু হবে আইপিএল। টুর্নামেন্টের আগে কিছু দলের জন্য ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড় ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।

মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স দলের নামও ছিল সেই তালিকায়। চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারবেন না গুজরাতের তারকা বোলার মহম্মদ শামি। সেই সঙ্গে চোট সমস্যা হয়ে দাঁড়ায় মুম্বইয়ের ফাস্ট বোলার দিলশান মধুশঙ্কার জন্য। এবার দুই দলই এই খেলোয়াড়দের বদলি ঘোষণা করেছে।

আরও পড়ুন- কে জিতবে এবারের আইপিএল? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী, তারকা ক্রিকেটার বাছলেন সেই দল

গত বছর অসাধারণ ফর্মে দেখা গিয়েছিল মহম্মদ শামিকে। আইপিএল ২০২৩-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে শামির নাম শীর্ষে ছিল। শুধু তাই নয়, তিনি বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু এর মধ্যেই তিনি গুরুতর চোট পান। সম্প্রতি অস্ত্রোপচার করতে হয় তাঁর গোড়ালিতে।

সেই কারণে আইপিএলের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন তিনি। আইপিএলে মহম্মদ শামির জায়গায় সন্দীপ ওয়ারিয়ারকে দলে নিয়েছে গুজরাত। সন্দীপের ২০২১ সালে আইপিএলের অভিষেক হয়েছিল। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে চোটের শিকার হন দিলশান মধুশঙ্কা। এর পর আইপিএল থেকেও ছিটকে পড়েন তিনি। মধুশঙ্কার জায়গায় ১৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বোলার কোয়েনা মাফাকাকে দলে অন্তর্ভুক্ত করেছে মুম্বাই। আইপিএল-এর অফিসিয়াল অ্যাকাউন্টে উভয় খেলোয়াড়ের বদলির তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভারতের সব থেকে পুরনো ক্রিকেট স্টেডিয়াম কোনটি? নামটা জানা থাকলে আপনি জিনিয়াস

বিবৃতিতে লেখা ছিল, ‘শামির বদলি হিসেবে ৩২ বছর বয়সী সন্দীপ ওয়ারিয়ারকে দলে নিয়েছে গুজরাত। শামির সম্প্রতি সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি অনেকটাই সেরে উঠছেন। ওয়ারিয়ার ৫০ লাখ টাকা বেস প্রাইসে দলে নিয়েছে গুজরাত।

অন্যদিকে, চোটের কারণে আসন্ন মরশুম থেকে ছিটকে গেলেন মধুশঙ্কা। বাঁহাতি ফাস্ট বোলার মাফাকা ৫০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বইয়ে যোগ দিয়েছেন।