পুজোর থিম গুসকরা

Durga Puja 2024: সেজে উঠেছে গুসকরা শহর, সকলেই ব্যস্ত পুজোর আমেজে 

পূর্ব বর্ধমান :  রাজ্য তথা জেলার অন্যান্য জায়গার মত সেজে উঠেছে গুসকরা শহর। এই শহরেও রয়েছে দুটি বিগ বাজেটের পুজো প্যান্ডেল।কার্যত শুরু হয়ে গিয়েছে বাঙালির দুর্গাপুজো। রীতিমত পুজোর আমেজে মেতে উঠেছেন অনেকেই। দুর্গা পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে শহর থেকে গ্রাম সর্বত্রই। সেরকমই দুর্গা পুজোর জন্য সেজে উঠেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহর। শহর জুড়ে হয়েছে দুটি বড় মাপের পুজো প্যান্ডেল। এই দুটি পুজোর বাজেটই প্রায় কয়েক লক্ষ টাকা। প্যান্ডেল গুলিতে রয়েছে থিম পুজোর ছোঁয়াও। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের একটি পুরানো ক্লাব হল গুসকরা বারোয়ারী তলা দুর্গা পুজা কমিটি।

এই বছর এখানে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। গুসকরা বারোয়ারী তলার এই পুজো এবারে ৭০ বছরে পদার্পণ করেছে। এই প্রসঙ্গে পুজো কমিটির তরফে স্নেহাশীষ বৈরাগ্য জানিয়েছেন, “এ বছর আমাদের পুজোর ৭০ তম বর্ষে পদার্পণ করল। পুজো নিয়ে আমরা সকলেই আনন্দে থাকি। সকলে মিলে পুজো কয়েকটা দিন আনন্দ করি। বহু মানুষ ভিড় জমান। আমাদের এবারের বাজেট প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা।”

আরও পড়ুন : একই উঠানে হয় সাত দুর্গা প্রতিমার পুজো, আধুনিকতার জৌলুসেও উজ্জ্বল সাবেকিয়ানা

গুসকরা শহরের অপর আর একটি বড় পুজো হল গুসকরা শান্তিপুর এলাকার পুজো। তাদের মণ্ডপে রয়েছে থিমের ছোঁয়া। প্রায় কয়কে লক্ষ টাকা ব্যয়ে, দক্ষ শিল্পী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এইবারের এই প্যান্ডেল। এবছর শান্তিপুরের এই পুজো ৫০ তম বছরে পদার্পণ করেছে। যে কারণে রীতিমত এই পুজোর আয়োজন করা হয়েছে জাঁকজমক ভাবে। থিমের প্যান্ডেল, প্রতিমা নজরকাড়া লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সবটা। নিজেদের এবারের পুজো প্রসঙ্গে এই ক্লাবের সম্পাদক সঞ্জয় মজুমদার জানিয়েছেন, “এই বছর আমরা ৫০ তম বর্ষে পদার্পণ করেছি। এই বছরটাকে স্মৃতি করে রাখার জন্য নতুন চিন্তা ভাবনা নিয়েছি। এবছর আমাদের থিম হচ্ছে মাতৃগর্ভে সৃষ্টি। এ বছর আমাদের বাজেট পাঁচ লক্ষ টাকার বেশি।”

আরও পড়ুন : জং ধরা পেরেক, ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা, পাড়ি ভিনরাজ্যে!

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন তাদের পুজো দেখতে ভিড় জমান পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ। দূর দূরান্ত থেকেও অনেকেই আসেন। ইতিমধ্যেই শহরের অধিকাংশ রাস্তা সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে। মেলায় নিজেদের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারাও। সবমিলিয়ে কার্যত পুজোর আমেজে মেতেছেন গুসকরাবাসী।

বনোয়ারীলাল চৌধুরী