গ্রামীণ হাটে চলছে বেচাকেনা

West Medinipur News: শহরের মতো বাজার নয়, গ্রামে হাটই এখনও কেনাকাটার প্রধান জায়গা

গ্রামীণ অর্থনীতির মূল মেরুদন্ড এই বিশেষ বাজার। সপ্তাহে একদিন কিংবা দুদিন গ্রামের মধ্যেই এই বাজার বসে।
গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড এই বিশেষ বাজার। সপ্তাহে একদিন কিংবা দু’দিন গ্রামের মধ্যেই এই হাট বসে।
জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় এমনকি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রামীন এলাকায় বসে হাট। যা শুধু সাধারণ মানুষের কাছে নয়, গ্রামীণ চাষীদের কাছে অর্থ উপার্জনের মূল অবলম্বন।
জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় এমনকি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গ্রামীণ এলাকায় বসে হাট। যা শুধু সাধারণ মানুষের কাছে নয়, গ্রামীণ চাষিদের কাছে অর্থ উপার্জনের মূল অবলম্বন।
গ্রামের মানুষ খাবার, সবজি, কুটির শিল্প থেকে জামা কাপড়ের পসরা নিয়ে সপ্তাহে একদিন কিংবা কোথাও দুদিন তারা হাটে বসেন। বিক্রি করে দুই টাকা রোজগার করেন।
গ্রামের মানুষ খাবার, সবজি, কুটির শিল্প থেকে জামা কাপড়ের পসরা নিয়ে সপ্তাহে একদিন কিংবা কোথাও দু’দিন তারা হাট বসান। 
অর্থনীতির শিক্ষক ভরত বিশ্বাস বলেন, বিভিন্ন শহর এলাকায় মার্কেট বা বাজার থাকলেও গ্রামের মানুষের কাছে সারা সপ্তাহের বাজার হয় হাট থেকে। শুধু বাজার কিংবা হাট করা নয়, গ্রামের মানুষ উৎপাদিত সবজি কিংবা নিজের হাতে বানানো কুটির শিল্প বিক্রি করে গ্রামীন অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন হাটের উপর ভরসা করে।
অর্থনীতির শিক্ষক ভরত বিশ্বাস বলেন, বিভিন্ন শহর এলাকায় মার্কেট বা বাজার থাকলেও গ্রামের মানুষের কাছে সারা সপ্তাহের বাজার হয় হাট থেকে। শুধু বাজার কিংবা হাট করা নয়, গ্রামের মানুষ উৎপাদিত শক্তি কিংবা নিজের হাতে বানানো কুটির শিল্পও বিক্রি করে গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন হাটের উপর ভরসা করে।
গ্রামীণ হাটে মাঝে ফড়েদের কোনও ভূমিকা না থাকায় একদিকে যেমন কম দামে মেলে বিভিন্ন জিনিসপত্র তেমনি টাটকা শাকসবজি পাওয়া যায়।
গ্রামীণ হাটে মাঝে ফড়েদের কোনও ভূমিকা না থাকায় একদিকে যেমন কম দামে মেলে বিভিন্ন জিনিসপত্র তেমনি টাটকা শাক-সবজি পাওয়া যায়।
গ্রামীণ এলাকায় গাছের নিচে কিংবা পুকুর পাড়ে বসা গ্রামীণ এই হাট একদিকে যেমন মানুষের রুটি রুজির অন্যতম মাধ্যম তেমনই গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মূল অবলম্বন।
গ্রামীণ এলাকায় গাছের নিচে কিংবা পুকুর পাড়ে বসা গ্রামীণ এই হাট একদিকে যেমন মানুষের রুটি রুজির অন্যতম মাধ্যম তেমনই গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মূল অবলম্বন।