অন্যান্য উপকারিতা: কালো তিল শুধু চুলের রঙকেই প্রভাবিত করে না এটি চুলের পুষ্টিও জোগায়। এতে উপস্থিত ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং তাদের সুস্থ রাখে।

Hair Fall Control Tips: কালো জিরে নয়! ঘন কালো চুল পেতে এই বিশেষ বীজ-তেল কিনে আনুন, চুল পড়াও কমবে

কয়েক ডজন রোগের দারুণ ওষুধ বাবচী। আসলে রোগ-জ্বালা নিরাময় বা উপশমে দ্রুত কাজ করে অত্যন্ত কার্যকরী এই ওষুধ। বাবচীর বীজ আসলে অত্যন্ত কার্যকর। কারণ এই বীজের তেল বার করে তা ব্যবহার করা সম্ভব।
কয়েক ডজন রোগের দারুণ ওষুধ বাবচী। আসলে রোগ-জ্বালা নিরাময় বা উপশমে দ্রুত কাজ করে অত্যন্ত কার্যকরী এই ওষুধ। বাবচীর বীজ আসলে অত্যন্ত কার্যকর। কারণ এই বীজের তেল বার করে তা ব্যবহার করা সম্ভব।
আসলে এই তেল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ। যা শ্বাসকষ্টজনিত রোগের ক্ষেত্রেও দারুণ উপকারী। এর পাশাপাশি ত্বক সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা সারাতে দারুণ কার্যকর এটি। এছাড়া চুলের সমস্যার ক্ষেত্রেও যেন অব্যর্থ দাওয়াই।
আসলে এই তেল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ। যা শ্বাসকষ্টজনিত রোগের ক্ষেত্রেও দারুণ উপকারী। এর পাশাপাশি ত্বক সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা সারাতে দারুণ কার্যকর এটি। এছাড়া চুলের সমস্যার ক্ষেত্রেও যেন অব্যর্থ দাওয়াই।
বীজ ও তেল ব্যবহার করা হয়: আয়ুর্বেদিক চিকিৎসক ডা.সুনীতা সোনাল ধামা বলেন, বাবচী গাছ ঔষধি গুণে ভরপুর। শুধুমাত্র এর বীজ এবং তা থেকে আহরণ করা তেল ব্যবহার করা হয়। সেই সঙ্গে এই বীজ গুঁড়োর আকারেও ব্যবহার করা হয়ে থাকে। এই বাবচীর বীজের তেল শরীরে মালিশও করা যায়।
বীজ ও তেল ব্যবহার করা হয়: আয়ুর্বেদিক চিকিৎসক ডা.সুনীতা সোনাল ধামা বলেন, বাবচী গাছ ঔষধি গুণে ভরপুর। শুধুমাত্র এর বীজ এবং তা থেকে আহরণ করা তেল ব্যবহার করা হয়। সেই সঙ্গে এই বীজ গুঁড়োর আকারেও ব্যবহার করা হয়ে থাকে। এই বাবচীর বীজের তেল শরীরে মালিশও করা যায়।
যেহেতু এই তেল অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ, তাই এটি শরীরের সাদা দাগ সারাতে সাহায্য করে। আসলে এটি একটি গুরুতর সমস্যা। আর এর উপর দ্রুত প্রভাব ফেলে বাবচীর তেল। আবার যাঁদের চুল পাতলা হয়ে যাচ্ছে, তাঁরা ঘন ও কালো চুল পেতে এটি ব্যবহার করতে পারেন।
যেহেতু এই তেল অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ, তাই এটি শরীরের সাদা দাগ সারাতে সাহায্য করে। আসলে এটি একটি গুরুতর সমস্যা। আর এর উপর দ্রুত প্রভাব ফেলে বাবচীর তেল। আবার যাঁদের চুল পাতলা হয়ে যাচ্ছে, তাঁরা ঘন ও কালো চুল পেতে এটি ব্যবহার করতে পারেন।
এছাড়া ত্বক সংক্রান্ত যে কোনও ধরনের সমস্যা এবং দাঁতের সমস্যা দ্রুত নিরাময় করতেও কাজ করে এই তেল। তবে এটি শুধুমাত্র একজন চিকিৎসকের পরামর্শ মেনেই ব্যবহার করা উচিত।
এছাড়া ত্বক সংক্রান্ত যে কোনও ধরনের সমস্যা এবং দাঁতের সমস্যা দ্রুত নিরাময় করতেও কাজ করে এই তেল। তবে এটি শুধুমাত্র একজন চিকিৎসকের পরামর্শ মেনেই ব্যবহার করা উচিত।
রইল ব্যবহার করার উপায়: ডা. সুনীতা সোনাল ধামা বলেছেন যে, দুটি উপায়ে বাবচী ব্যবহার করা যেতে পারে। এর বীজের গুঁড়ো বানিয়ে দুধ ও জল মিশিয়ে সেবন করা যেতে পারে।
রইল ব্যবহার করার উপায়: ডা. সুনীতা সোনাল ধামা বলেছেন যে, দুটি উপায়ে বাবচী ব্যবহার করা যেতে পারে। এর বীজের গুঁড়ো বানিয়ে দুধ ও জল মিশিয়ে সেবন করা যেতে পারে।
আর এর তেলের গুণাগুণের কথা আলাদা করে বলে দিতে হয় না। আসলে আমাদের শরীরের জন্য এর আশ্চর্যজনক উপকারিতা রয়েছে। তবে একজন চিকিৎসকের পরামর্শ মেনেই তা ব্যবহার করা উচিত।
আর এর তেলের গুণাগুণের কথা আলাদা করে বলে দিতে হয় না। আসলে আমাদের শরীরের জন্য এর আশ্চর্যজনক উপকারিতা রয়েছে। তবে একজন চিকিৎসকের পরামর্শ মেনেই তা ব্যবহার করা উচিত।