মুঠো মুঠো চুল উঠে মাথা পুরো ফাঁকা?

Hairfall Remedy: মুঠো মুঠো চুল উঠে মাথা পুরো ফাঁকা? ব‍্যবহার করুন ‘অব্যর্থ’ এই টোটকা! ৭দিনে ‘কুচকুচে’ কালো চুল

বয়সকালে চুল পড়ে যাওয়ার সমস‍্যা দেখা দেয় অনেকের মধ‍্যে। কিন্তু আজকাল অল্পবয়সীদের মধ‍্যেও চুল পড়ার সমস‍্যা দেখা যাচ্ছে।
বয়সকালে চুল পড়ে যাওয়ার সমস‍্যা দেখা দেয় অনেকের মধ‍্যে। কিন্তু আজকাল অল্পবয়সীদের মধ‍্যেও চুল পড়ার সমস‍্যা দেখা যাচ্ছে।
সারা বছর চুলের একরকম সমস্যা, আর বর্ষা আসতেই সমস্যা বাড়বেই। তখন চুল পড়া আরও বেড়ে যায়। এছাড়াও খুশকির সমস্যা তো আছেই। মাথায় চুলকানি, জ্বালাপোড়াও ভোগায়(Hair Problem During Monsoon)।
সারা বছর চুলের একরকম সমস্যা, আর বর্ষা আসতেই সমস্যা বাড়বেই। তখন চুল পড়া আরও বেড়ে যায়। এছাড়াও খুশকির সমস্যা তো আছেই। মাথায় চুলকানি, জ্বালাপোড়াও ভোগায়(Hair Problem During Monsoon)।
কিন্তু এই সব সমস‍্যার সমাধান করবে একটি সবজির রস। তা হল পেঁয়াজের রস (Onion juice)। পেঁয়াজে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি৬-ও আছে। এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে।
কিন্তু এই সব সমস‍্যার সমাধান করবে একটি সবজির রস। তা হল পেঁয়াজের রস (Onion juice)। পেঁয়াজে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি৬-ও আছে। এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে।
তাই পেঁয়াজ আপনার শরীরে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে। এই ধরনের উপাদান আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ভাল থাকলে আপনার চুলও ভাল থাকবে।
তাই পেঁয়াজ আপনার শরীরে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে। এই ধরনের উপাদান আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ভাল থাকলে আপনার চুলও ভাল থাকবে।
চুলের নানা সমস্যা দূর করতে হেঁশেলের এই উপাদান একাই একশো। চুলের অকালপক্কতা রোধ করে। চুল পড়া কমায়। চুলে খুশকির সমস্যা দূর করে। নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের ঘনত্ব ফিরিয়ে দেয়।
চুলের নানা সমস্যা দূর করতে হেঁশেলের এই উপাদান একাই একশো। চুলের অকালপক্কতা রোধ করে। চুল পড়া কমায়। চুলে খুশকির সমস্যা দূর করে। নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের ঘনত্ব ফিরিয়ে দেয়।
সরাসরি জুসারে দিয়ে পেঁয়াজের রসও বের করে নিতে পারেন। এই পেঁয়াজের রস একটি পাত্রে নিন। সেটি ভালভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিন। মাসাজ করতে থাকুন আঙুলে সামান্য চাপ দিয়ে। এই মাসাজে আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে।
সরাসরি জুসারে দিয়ে পেঁয়াজের রসও বের করে নিতে পারেন। এই পেঁয়াজের রস একটি পাত্রে নিন। সেটি ভালভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিন। মাসাজ করতে থাকুন আঙুলে সামান্য চাপ দিয়ে। এই মাসাজে আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে।
সপ্তাহে এক থেকে দু’বার পেঁয়াজের রস চুলে লাগাতে পারেন। চুল পড়া কম হবে। চুলের ঘনত্ব বাড়বে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
সপ্তাহে এক থেকে দু’বার পেঁয়াজের রস চুলে লাগাতে পারেন। চুল পড়া কম হবে। চুলের ঘনত্ব বাড়বে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)